ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশ আবার সারের জন্য ফেটে পড়ছে—এই হলো বিদেশিদের পোষ্য জামাতি ইউনুস সরকারের আসল চেহারা!
‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক
আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও আল্টিমেটাম দিলেন ডাল্টন হীরা
‘ওই নূতনের কেতন ওড়ে’
সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী
তানিয়া রবের গাড়ি বহরে হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : জেএসডি
আওয়ামী লীগের জনপ্রিয় নেতৃত্বকে দুর্বল করতে পরিকল্পিত আগুন–সন্ত্রাস?
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে রাজনীতি করব না: পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, "আগামী ১৮ মাসে দেশের রাজনীতি নির্বাচনমুখী হবে। রোজা ও কোরবানি ঈদের পর আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ব, তবে বর্তমান সরকারের সংস্কারের দিকে কোনো আলাপ-আলোচনা হবে না। আওয়ামী লীগ এখন আর তার রাজনৈতিক বৈশিষ্ট্য হারিয়েছে। তারা রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় আসছে, যার ফলে দলের নেতাদের নৈতিক ভিত্তি ম্লান হয়ে গেছে।"
তিনি বলেন, "আওয়ামী লীগের হাতে অতিরিক্ত অত্যাচার, নির্যাতন ও লুটের ইতিহাস রয়েছে, আর এই মুহূর্তে তাদের মধ্যে কোনো নেতা নেই, যারা দলটির ইমেজ পুনরুদ্ধার করতে পারে। আওয়ামী লীগ এখন জনগণের কাছে মির্জাফর লীগের মতো প্রমাণিত হয়েছে।"
পার্থ আরও বলেন, "আওয়ামী লীগের নেতারা
যদি নিজেদের দায়িত্ব গ্রহণ না করেন এবং এই নির্যাতনের বিরুদ্ধে অবস্থান না নেন, তবে তারা ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসতে পারবে না। বর্তমান সরকারের শাসনামলে সিস্টেমটি সম্পূর্ণভাবে করাপ্ট হয়েছে, এবং এতে দেশকে চালনা করা কঠিন হয়ে পড়েছে।" তিনি উল্লেখ করেন, "বাংলাদেশকে ভালো করতে হলে, ভালো মানুষদের রাজনীতিতে আসতে হবে। প্রথমত, হত্যার বিচার করতে হবে, তারপর জনগণের সম্পদ ফেরত আনতে হবে। যদি এটি না করা হয়, তবে দেশ কোথাও যাবে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে, আমি রাজনীতি করব না।"
যদি নিজেদের দায়িত্ব গ্রহণ না করেন এবং এই নির্যাতনের বিরুদ্ধে অবস্থান না নেন, তবে তারা ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসতে পারবে না। বর্তমান সরকারের শাসনামলে সিস্টেমটি সম্পূর্ণভাবে করাপ্ট হয়েছে, এবং এতে দেশকে চালনা করা কঠিন হয়ে পড়েছে।" তিনি উল্লেখ করেন, "বাংলাদেশকে ভালো করতে হলে, ভালো মানুষদের রাজনীতিতে আসতে হবে। প্রথমত, হত্যার বিচার করতে হবে, তারপর জনগণের সম্পদ ফেরত আনতে হবে। যদি এটি না করা হয়, তবে দেশ কোথাও যাবে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে, আমি রাজনীতি করব না।"



