ছুটিতে বাড়িতে এসে খুন হলেন পুলিশ কর্মকর্তা – ইউ এস বাংলা নিউজ




ছুটিতে বাড়িতে এসে খুন হলেন পুলিশ কর্মকর্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ | ৮:৩৮ 5 ভিউ
নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) খুন হয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন তিনি। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এসআই শফিকুল দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে আসেন। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন শফিকুল ইসলাম। পথিমধ্যে ওই এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে

থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করেন। রাতে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা বলেন, ‘ধারাল অস্ত্রের আঘাতে শফিকুল ইসলামের ডান হাতের কব্জির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দোষীদের ধরতে চারদিকে পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে চালকবিহীন ট্রেন চালু মেছে ডিম ও মুরগির দাম ‘অখণ্ড ভারত’ সেমিনারে বাংলাদেশ-পাকিস্তানকে আমন্ত্রণ নয়াদিল্লির ঢামেকে জুলাই অভ্যুত্থানের ৬ শহীদের লাশ ঠাকুরগাঁওয়ে গভীর রাতে ‘ইত্যাদি’ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কী হয়েছিল আটকে দেওয়া হলো নায়িকা নিপুনকে দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত সবজি চাষিদের অস্বস্তি, ক্রেতাদের মাঝে স্বস্তি ‘অখণ্ড ভারত’ সেমিনারে বাংলাদেশ-পাকিস্তানকে আমন্ত্রণ নয়াদিল্লির আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট দাবানলে পুড়ছে হলিউড, পালাচ্ছেন তারকারা ইসরাইলি বাহিনীর হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি মায়োর্কাকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ছুটিতে বাড়িতে এসে খুন হলেন পুলিশ কর্মকর্তা সাবেক এমপিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা মধ্যরাতে এজলাসে আগুন শুনানি ১৯ জানুয়ারি ইসরাইলি বাহিনীর হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি ৫০ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে, চলছে লুটপাট ১৯ সন্তানের মা হয়েও পিএইচডি করলেন সৌদি নারী!