অগ্নিদুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের – ইউ এস বাংলা নিউজ




অগ্নিদুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৫ | ৬:০১ 23 ভিউ
ব্যাংকের ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনায় অগ্নিদুর্ঘটনা রোধে ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকের সার্ভার কক্ষসহ অন্য রেকর্ড রুমের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলাদির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে। এরূপ পরিস্থিতিতে তফশিলি ব্যাংকগুলোকে ব্যবসা কেন্দ্রসহ সব স্থাপনার অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ব্যাংকগুলো তাদের ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে

ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি নিরূপণ করে সুপারিশ প্রদানের জন্য নির্দিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়োগ করবে। তাদের সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এতে আরও বলা হয়, স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম, ফায়ার এলার্ম ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা কার্যকর রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। কার্যকর না থাকলে এগুলোকে কার্যকর করতে হবে। অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম এবং ফায়ার এলার্ম কার্যকর করতে হবে। অগ্নি নির্বাপণ অনুশীলন বা মহড়া আয়োজন এবং স্থানীয়ভাবে সচেতনতামূলক প্রশিক্ষণ দিতে হবে। অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে সার্ভে করে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ

করতে হবে। সার্কুলারে আরও বলা হয়, ব্যাংকের স্পর্শকাতর স্থানগুলো যেমন-সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোর জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকের প্রধান কার্যালয়সহ শাখা অফিসগুলোর গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিকভাবে সিসিটিভির ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন নিজের চাহিদা মেটাতে কোটি টাকা দিয়ে এই ডল কিনলেন নীতা আম্বানি তুর্কিপন্থী-কুর্দি যোদ্ধাদের তুমুল সংঘর্ষ, নিহত শতাধিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে প্রেরণ ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের প্রজ্ঞাপন বাতিল ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা দিনদুপুরে সাগরপথে ঢুকছে ৩৬ রোহিঙ্গা ফার্মেসীর এলইডি সাইন বোর্ডে ভেসে উঠলো ‘শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ’ ভোটারদের বঞ্চনা ঘোচাতে চাই: সিইসি সাদপন্থি নেতা শফিউল্লাহর ২ দিনের রিমান্ড মঞ্জুর গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি কাশ্মিরে ভারতীয় ৪ সেনা সদস্য নিহত কাশ্মিরে ট্রাক খাদে পড়ে নিহত ৩ ভারতীয় সেনা ৬০ কোটি ভারতীয় খোলা জায়গায় মলত্যাগ করে জেক সুলিভানের ভারত সফর: ট্রাম্পের ফিরে আসার আগেই যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের ভবিষ্যৎ কারখানা বন্ধ, কর্মহীন নারী শ্রমিকরা বাধ্য হচ্ছেন পতিতাবৃত্তিতে নতুন পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ নিয়ে বিভ্রান্তি! রাজনৈতিক অস্থিরতায় ২০ ভাগ অর্ডার বাতিল, বন্ধের ঝুঁকিতে শতাধিক কারখানা চিন্ময় কৃষ্ণের ঘটনায় বিএনপি নেতার মামলায় নিরীহরা আসামি, তীব্র সমালোচনা শীতবস্ত্র বিতরণে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, দায় চাপালো আওয়ামী লীগের ঘাড়ে!