
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

সৌদি সফরে প্রেসিডেন্ট ট্রাম্প, শুরু হলো শীর্ষ বৈঠক

পুতিন-জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ

যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান, নিহত ৩

দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে’ গাজার ২১ লাখ বাসিন্দা

মেয়র নির্বাচনে জয়ী হচ্ছেন ফিলিপাইনের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস

যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান সীমান্তে আতঙ্ক
টিকিট না থাকায় ট্রেনের চাকায় চেপে ২৯০ কিমি পাড়ি!

ট্রেনে নানা রকম ঘটনা ঘটে থাকে, কিন্তু কিছু ঘটনা সত্যিই আশ্চর্যজনক। এমনই একটি ঘটনা সম্প্রতি ঘটেছে, যা হয়তো আগে কখনো শোনা যায়নি। রেলের রক্ষণাবেক্ষণের রুটিন পরীক্ষা করতে গিয়ে রেলকর্মীরা এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। ট্রেনের চাকার মাঝে ঝুলছে এক জোড়া পা। ডাকাডাকি করতেই এক ব্যক্তি বেরিয়ে আসেন, যার শরীর কালি-ঝুলি মাখা ছিল এবং চোখে-মুখে আতঙ্ক ও ভয় স্পষ্ট ছিল। ট্রেনের নিচে তিনি কী করছিলেন, এমন প্রশ্নে তার অদ্ভুত উত্তর পায় রেলকর্মীরা।
ওই ব্যক্তি জানান, তিনি ট্রেনের চাকার মাঝে ঝুলে ঝুলে প্রায় ২৯০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। কেন এতটা ঝুঁকি নিলেন তিনি? তার সরল মুখে বললেন, "কারণ আমার কাছে টিকিট কাটার পয়সা
নেই।" ঘটনাটি ভারতের মধ্য প্রদেশের জব্বলপুরে ঘটে। দানাপুর এক্সপ্রেসের রুটিন পরীক্ষা করতে এসে রেলের ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্টের কর্মীরা ট্রেনের চাকার ফাঁকে এক ব্যক্তিকে দেখতে পান। জানা গেছে, ওই ব্যক্তি ইতারসি স্টেশন থেকে ট্রেনে ওঠেন, তবে ট্রেনের কামরার নীচে ঢুকে পড়েন। এভাবে ঝুলে ঝুলে তিনি জব্বলপুর পর্যন্ত পৌঁছান। পরে, রেলের পক্ষ থেকে তাকে আরপিএফের কাছে হস্তান্তর করা হয়।
নেই।" ঘটনাটি ভারতের মধ্য প্রদেশের জব্বলপুরে ঘটে। দানাপুর এক্সপ্রেসের রুটিন পরীক্ষা করতে এসে রেলের ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপার্টমেন্টের কর্মীরা ট্রেনের চাকার ফাঁকে এক ব্যক্তিকে দেখতে পান। জানা গেছে, ওই ব্যক্তি ইতারসি স্টেশন থেকে ট্রেনে ওঠেন, তবে ট্রেনের কামরার নীচে ঢুকে পড়েন। এভাবে ঝুলে ঝুলে তিনি জব্বলপুর পর্যন্ত পৌঁছান। পরে, রেলের পক্ষ থেকে তাকে আরপিএফের কাছে হস্তান্তর করা হয়।