সরকার মনমোহনকে অপমান করেছে, রাহুলের তোপ – ইউ এস বাংলা নিউজ




সরকার মনমোহনকে অপমান করেছে, রাহুলের তোপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ | ৫:২৫ 63 ভিউ
সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে কেন্দ্রীয় সরকার অপমান করেছে বলে শুক্রবার থেকেই সুর চড়াতে শুরু করেছে কংগ্রেস। এই ইস্যুতে দলের প্রবীণ নেতাদের পাশাপাশি সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। দলের অন্য শীর্ষ নেতার মতো রাহুলেরও বক্তব্য হল- ড. মনমোহন সিংয়ের শেষকৃত্যের রীতি পালনের জন্য ‘নিগমবোধ ঘাটে’ যাবতীয় বন্দোবস্ত করা হয়। কিন্তু, মনমোহন সিংয়ের শেষকৃত্য করার জন্য বা সেই শেষকৃত্যস্থলে তার স্মৃতিসৌধ নির্মাণের জন্য ‘নিগমবোধ ঘাট’ মোটেও যোগ্য স্থান নয়। রাহুলের মতে মনমোহন সিংয়ের শেষকৃত্য এবং স্মৃতিসৌধ নির্মাণ দেশের ‘সবথেকে মর্যাদাসম্পন্ন’ কোনো স্থানেই হওয়া উচিত ছিল। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন রাহুল গান্ধী। হিন্দিতে তিনি লিখেছেন, ‘ভারতমাতার মহান সন্তানকে অপমান করেছে

বর্তমান সরকার। ড. মনমোহন সিং শিখ সম্প্রদায়ের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। নিগমবোধ ঘাটে তার শেষকৃত্যের আয়োজন করে তাকে অসম্মান করা হয়েছে।’ রাহুল আরও স্মরণ করিয়ে দেন, মনমোহন সিং টানা ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন বলেই আজ ভারত বিশ্বের অন্যতম অর্থনৈতিক সুপার পাওয়ার হতে পেরেছে। এই প্রসঙ্গে রাহুল গান্ধী লেখেন, ‘আজ পর্যন্ত, দেশের যতজন সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্য করা হয়েছে, সেগুলি এমন কোনো জায়গায় করা হয়েছে, যাতে সেখানেই তাদের সমাধিস্থল নির্মাণের অনুমোদন থাকে এবং যাতে প্রত্যেক ব্যক্তি কোনও সমস্য়া ছাড়াই সেই মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।’ রাহুল গান্ধীর সরাসরি অভিযোগ, মনমোহন সিংয়ের শেষকৃত্য করার ক্ষেত্রে সেই রীতি মানেনি বর্তমান কেন্দ্রীয় সরকার।

তার বক্তব্য, প্রয়াত কংগ্রেস নেতার প্রতি এটুকু সম্মান অবশ্যই দেখাতে পারত বিজেপি নেতৃত্বাধীন সরকার। রাহুল এই বিষয়ে আরও লেখেন, ‘ড. মনমোহন সিং আমাদের সর্বোচ্চ সম্মান এবং সবথেকে সম্মানজনক সমাধিস্থল পাওয়ার যোগ্য। দেশের এই মহান সন্তানের প্রতি সরকারের আরও একটু সম্মান দেখানো উচিত ছিল। যিনি তার সম্প্রদায়কে গর্বিত করেছিলেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তান-চীন-আফগানিস্তানের ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র এক বছরেও গ্রেফতার হয়নি পালানো ৭২৪ বন্দি প্রশাসন রাজনীতিবিদ ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ফেসবুকে পোস্টে পদত্যাগের পর জাবি বাগছাস নেতার মিষ্টি বিতরণ বেসিক ব্যাংকের সব সূচক নিম্নমুখী দুই কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন দুদকের দুই উপপরিচালক বরখাস্ত ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা দ্রুত নিচে নামছে বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে: ইসি ভারত ঝুঁকছে, চীন কতটা সাড়া দেবে জড়িতদের তালিকাসহ ৭ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল তদন্ত কমিটির মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সিরিজের দল দিল নেদারল্যান্ডস উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ, ১৫ জন পুলিশ হেফাজতে গভর্নর বলেন বাধ্যতামূলক ছুটিতে, এদিকে অফিস করছেন বিএফআইইউ প্রধান কখনোই কোনো রাজনৈতিক দলে ছিলাম না, পদ বা দায়িত্বেও নেই: শাকিব খান ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কি সফল হবেন ট্রাম্প