জবিতে ভর্তি পরীক্ষা হবে নিজস্ব পদ্ধতিতে – ইউ এস বাংলা নিউজ




জবিতে ভর্তি পরীক্ষা হবে নিজস্ব পদ্ধতিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ | ১১:০২ 53 ভিউ
গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সমিতির নেতারা। তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বকীয়তা ক্ষুণ্ণ করে, স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি গোষ্ঠী গুচ্ছ পদ্ধতি চাপিয়ে দিয়েছে। এতে ভোগান্তি লাঘবের কথা বলা হলেও সেটি হয়নি। তারা আরও বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, গুচ্ছ থেকে বেরিয়ে আগের মতো পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা সব শিক্ষক ও শিক্ষার্থী এটির পক্ষে আছি। নির্দিষ্ট সময় অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নিজস্ব

পদ্ধতিতে পরীক্ষা নিয়ে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী কিছু ব্যক্তি নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সব বিশ্ববিদ্যালয়ের ওপর গুচ্ছ চাপিয়ে দিয়ে অস্থিরতা তৈরি করেছে। এ পদ্ধতির মাধ্যমে সেশনজট তৈরি করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সুবিধা দেওয়ার পাঁয়তারা চলেছে। আমরা মনে করি, গুচ্ছের আড়ালে পাবলিক বিশ্ববিদ্যালয় ধ্বংসের চেষ্টা চালানো হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল হোসাইন, যুগ্ম সাধারণ এবং মার্কেটিং বিভাগের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইমরানুল হক, কার্যনির্বাহী সদস্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ফিন্যান্স

বিভাগের অধ্যাপক ওমর ফারুক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু লায়েক, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তারেক বিন আতিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরাকে প্রবল বালুঝড় : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৩ হাজার ৭ শতাধিক পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য ‘অযৌক্তিক’ : ভারত বাজারে কাঁকরোলের কেজি ১৪০, বেগুনের সেঞ্চুরি চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল: নজরুল এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না মাহমুদউল্লাহ হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ আইএমএফের ঋণের বাকি দুই কিস্তির বিষয়ে সিদ্ধান্ত জুনে অবরোধ প্রত্যাহার, গাজীপুরে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী, দাবি কংগ্রেস নেতার গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঘুম থেকে উঠে দুই শিশুর রক্তাক্ত মরদেহ দেখেন মা ধর্ষণের শিকার দাবি করা নারীর বক্তব্য ওসির মুঠোফোনে ধারণের পর ফেসবুকে, সমালোচনা ফেসবুকে পোস্ট দিয়ে কারখানাতেই শ্রমিকের ‘আত্মহত্যা’ কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলক চালু হলো সি-ট্রাক কুয়েটে গ্রাফিতি আঁকলেন শিক্ষার্থীরা ইসরায়েলি হামলায় একসঙ্গে পরিবারের ১০ সদস্য নিহত হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিচয় মিলেছে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৫৮