‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির – ইউ এস বাংলা নিউজ




‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭:৩৬ 121 ভিউ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিতর্কিত পোস্ট ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক অস্থিরতা। ‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের প্রস্তাব রেখে ভারতের বিভিন্ন রাজ্য দখলের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে নয়াদিল্লি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে কড়া বার্তা দিয়ে বলেছেন, “এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। ভাষা ব্যবহারে আরও সংযত হতে হবে।” ড. মুহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি একটি ফেসবুক পোস্টে ‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক দেন। তাঁর পোস্টে ভারতের একাধিক রাজ্য, যেমন বাংলা, বিহার, ওড়িশা—এগুলোকে বাংলাদেশের অধীনে আনার ইঙ্গিত ছিল। তিনি লেখেন, “বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়। মুক্তি এখনও বহুদূর।” এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা

শুরু হয়। পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হলেও এটি নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়ে গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক বৈঠকে বলেন, “আমরা এই বিতর্কিত পোস্টটি লক্ষ্য করেছি এবং এটি দায়িত্বজ্ঞানহীন আচরণের উদাহরণ। ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে আমরা সবসময় আগ্রহী। তবে এ ধরনের মন্তব্য উসকানিমূলক এবং অপ্রত্যাশিত। আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি, তাদের প্রতিনিধিদের ভাষা এবং আচরণে সংযম প্রদর্শন করতে বলুন।” তিনি আরও উল্লেখ করেন, “এ ধরনের মন্তব্য শুধু সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকি।” মাহফুজ আলম এই বিতর্কিত পোস্ট মুছে ফেললেও এর প্রভাব কাটিয়ে ওঠা সহজ হবে না। ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এমন একজন প্রতিনিধির মন্তব্য

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেছে। বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতা অতীতে ভারত বিরোধী বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। তবে মাহফুজ আলমের মতো একজন উপদেষ্টার পক্ষ থেকে এমন মন্তব্য আরও বেশি উদ্বেগের কারণ হয়েছে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখছে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে উন্নয়নমূলক প্রকল্পে দুই দেশের সম্পর্ক বরাবরই ইতিবাচক। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক উত্তেজনা এবং উসকানিমূলক মন্তব্য সম্পর্কের ভারসাম্য নষ্ট করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাহফুজ আলমের এই মন্তব্য কেবল ব্যক্তিগত নয় বরং বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে জড়িত। ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যদি এ ধরনের উসকানিমূলক বক্তব্যের প্রতি দায়বদ্ধতা দেখাতে ব্যর্থ হয়, তবে এটি শুধু ভারত-বাংলাদেশ সম্পর্ক নয়,

বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। ‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক এবং এর প্রেক্ষিতে নয়াদিল্লির কড়া বার্তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতির জটিলতাকে আরও ঘনীভূত করেছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের আরও দায়িত্বশীল এবং সংযত আচরণ নিশ্চিত করা প্রয়োজন। দুই দেশের সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা নিরসনের উদ্যোগ নেওয়া উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয় পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ! রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাদুরো এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার টন গম ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ জেনে নিন স্বর্ণ-রুপার আজকের বাজারদর বাড়তি দামে মিলছে শীতের সবজি সালমান শাহর লাশ দেখে মাটিতে বসে পড়েছিলেন আহমেদ শরীফ আরাফাত: বিএনপি স্বেচ্ছায় অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগের আমলে সকল নির্বাচন ছিল অন্তর্ভুক্তিমূলক চাহিদার ধারাবাহিক পতনে বন্ধপ্রায় উৎপাদন, সিমেন্ট কারখানায় ৭০% কর্মী ঘাটতি ৯ বিলিয়ন ডলারের বিশাল বরাদ্দ: আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অর্থনীতিতে বহুমাত্রিক চাপ: ভেঙে পড়ছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা, চোখে অন্ধকার সাধারণ মানুষের নাসিকের প্রশাসকের গুরুদায়িত্বে প্রেস সচিবের ছোট ভাই! মোহাম্মদ এ. আরাফাত: সরকারি আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া অবৈধ জুলাই-মামলার আসামি ইরেশ যাকের: বিদেশে পালানো এবং মামলা থেকে অব্যাহতি, নেপথ্যে প্রভাব ও অর্থের খেলা বিশ্ব বাজার থেকে রাশিয়ার তেল-গ্যাস হটানোর ঘোষণা ইউক্রেনের মিত্রদের একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে বলাৎকার, জানাজানি হতেই পালালেন হাফেজ