বিমানের প্যান্ট্রিতে সঙ্গম! পাইলটদের বিরুদ্ধে অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




বিমানের প্যান্ট্রিতে সঙ্গম! পাইলটদের বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ | ৬:১৩ 11 ভিউ
যাত্রিবাহী বিমানের প্যান্ট্রিতে সঙ্গম করছিলেন যুগল। সেই ভিডিও ভাইরাল হতেই বিপাকে বিদেশি বিমান সংস্থা। সংস্থার তরফে ওই বিমানের কর্মীদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে বলেও খবর। পুরো ঘটনায় হইচই পড়েছে। কী ভাবে দম্পতির গোপন মুহূর্তের ভিডিও এ ভাবে ক্যামেরাবন্দি করে নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ‘সুইস এয়ার’-এর একটি বিমানে। বিমানের প্যান্ট্রিতে ঢুকে সঙ্গম করছিলেন এক যুগল। সেই ঘটনা ককপিট-নিয়ন্ত্রিত নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। কিছু দিনের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিও। অভিযোগ, বিমানের কর্মীরাই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়েছেন। আর তার পরেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে ওই বিমান সংস্থা। বিমানকর্মীদের আচরণে উদ্বেগ প্রকাশ

করেছেন নেটাগরিকেরাও। এক জন এক্স ব্যবহারকারীর পোস্টে লেখা, ‘‘সুইস এয়ারের বিমানটি ব্যাঙ্কক থেকে জুরিখ যাচ্ছিল। প্রথম শ্রেণিতে যাত্রা করছিলেন ওই দু’জন। গোপনে তাঁদের সঙ্গমের ভিডিও ক্যামেরাবন্দি করেন পাইলটেরা। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।’’ অন্য দিকে, সুইস এয়ার মুখপাত্র মেইক ফুলরট সংবাদমাধ্যম ‘ডেলি মেল’কে বলেছেন, ‘‘যাত্রীদের সম্মতি ছাড়া এই ধরনের ভিডিও রেকর্ড করা এবং তা এ ভাবে ছড়িয়ে দেওয়া মূল্যবোধের পরিপন্থী। এ ক্ষেত্রে সুরক্ষাবিধিও লঙ্ঘন করা হয়েছে।’’ কী ভাবে ভিডিয়োটি ছড়িয়ে পড়ল এবং এর নেপথ্যে অন্য কোনও বিমানকর্মীর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন মেইক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বীর প্রতীকের গলায় জুতার মালা দিয়েছে জামায়াতের কর্মীরা ভুল সিদ্ধান্তের জন্য রিগ্রেট করি-আরাফাত গুলি করে হত্যা: স্বজনদের দাবি ছাত্রদল কর্মী, পুলিশ বলছে মাদক ব্যবসায়ী তীব্র শীতে জয়ায় খোলা পোশাকে উত্তাপ রাজশাহীতে তেলের আগুনে পুড়ল ৮ দোকান তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু ৯ গোলের ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল সোমবার বিপিএলের উদ্বোধনী কনসার্ট, এড়িয়ে চলবেন যেসব এলাকা ৪ বিভাগে শীত-বৃষ্টি নিয়ে আবহাওয়ার নতুন বার্তা বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা আল্লুর কোলে উঠে নাচ, নীরবতা ভাঙালেন রাশমিকা গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ তেলের ডিপোতে আগুন, পুড়ল ৪শ ব্যারেল মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট: মির্জা ফখরুল বোর্নামাউথে বিধ্বস্ত আমোরিমের ম্যানইউ জবিতে ভর্তি পরীক্ষা হবে নিজস্ব পদ্ধতিতে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এতো ব্যস্ত কেন’, প্রশ্ন সালাউদ্দিনের ব্যাংকের সম্পদ মূল্যায়নে বিদেশি পরামর্শক নিয়োগে নীতিমালা ২১ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স