বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি – ইউ এস বাংলা নিউজ




বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪ | ৫:১০ 7 ভিউ
ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত দেশটির শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র তাজমহল বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলে এই হুমকি পাওয়ার পর উত্তরপ্রদেশ পুলিশ মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে। ভারতে সাম্প্রদায়িক উন্মাদনার তাণ্ডবনৃত্য চলছে। তবে এখন পর্যন্ত কোনও ধরনের বোমা কিংবা বিস্ফোরকের সন্ধান পায়নি পুলিশ। আজ মঙ্গলবার দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বোমা হামলা চালিয়ে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি দিয়ে উত্তর প্রদেশ পুলিশের কাছে একটি ই-মেইল পাঠিয়েছেন অজ্ঞাত ব্যক্তি। পরে পুলিশের সদস্যরা তাজমহলের ভেতরে ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে। তবে সেখান থেকে কোনও

ধরনের বিস্ফোরক কিংবা বোমা উদ্ধার করতে পারেনি পুলিশ। এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। ভারতে কিছুদিন ধরেই ই-মেইল বার্তার মাধ্যমে স্কুল, ট্রেন, হোটেল ও ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। যদিও এসব হুমকির বেশিরভাগই ভুয়া বলে প্রমাণিত হয়েছে। তবে তাজমহল বিশ্বখ্যাত ঐতিহ্য হওয়ায় নড়েচড়ে বসেছে উত্তর প্রদেশ পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ই-মেইলে হুমকি পাওয়ার পরপরই তাজমহলের ভেতরে ও বাইরে তল্লাশি চালানো হয়েছে। ভারতের কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআইএসএফের জওয়ানরা দীর্ঘক্ষণ ধরে এই তল্লাশি চালিয়েছেন। এছাড়া তাজমহলের আশপাশের এলাকায়ও তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনও

বস্তু উদ্ধার হয়নি। সকালে বোমা হামলার হুমকি পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছান পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী টিমের সদস্যরা। যদিও তল্লাশিতে কিছুই মেলেনি। তাজমহলের নিরাপত্তায় নিয়োজিত ভারতের পুলিশের বিশেষ শাখা তাজ সিকিউরিটির এসিপি সৈয়দ আরিব আহমেদ এএনআইকে বলেছেন, ‘‘ই-মেইলে তাজমহলে হামলার হুমকি পেয়েছে পর্যটন বিভাগ। এই হুমকির ঘটনায় তাজগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছ।’’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬৯ কারাগারের ১৭টিই ঝুঁকিপূর্ণ, পলাতক ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিতে শিক্ষার সংস্কার জরুরি : শিবির সভাপতি সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য মন ভেঙে গেছে, প্রেম-ভালোবাসা বিশ্বাস করি না : অহনা অস্কারের দৌড়ে এগিয়ে পাকিস্তানের অ্যানিমেশন ফিল্ম ৪০ বছরে বিশ্বের অন্যতম ধনী দেশ ইসরায়েল, মাথাপিছু আয় ৪২ লক্ষ! দেশের স্বার্থে এক শিবির-ছাত্রদলসহ ইবির সংগঠনগুলো শাকিব খানের ‘দরদ’ ভারত-পাকিস্তান এক কাতারে… রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে ‘বাংলাদেশে আর কোনোদিন ভারত আধিপত্য বিস্তার করতে পারবে না’ ভারতের কলকাতার ‘মিনি বাংলাদেশে’ চলছে হাহাকার পুতিনের নজরে এ বার অন্য প্রতিবেশী! টানাপোড়েন : ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব পুতিনের নজরে এ বার অন্য প্রতিবেশী! দু-একদিনের মধ্যে সুখবর আসছে: জামায়াতের আমির সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য ৪০ বছরে বিশ্বের অন্যতম ধনী দেশ ইসরায়েল, মাথাপিছু আয় ৪২ লক্ষ! রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে ভেসে আসে হাজার টন মরা মাছ! রহস্য অধরা আজও কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার