বোমা হামলার হুমকিতে ট্রাম্পের বাছাই করা ক্যাবিনেট কর্তারা – ইউ এস বাংলা নিউজ




বোমা হামলার হুমকিতে ট্রাম্পের বাছাই করা ক্যাবিনেট কর্তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ | ৯:১৮ 98 ভিউ
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের জন্য মনোনীত এবং প্রশাসনে নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় এক ডযন ব্যক্তিকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ট্রাম্প ট্রানযিশন টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে মনোনীতরা এই হুমকি পেয়েছেন। বোমা হামলার হুমকির এই ঘটনার তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যেই জোরদার করা হয়েছে তাদের নিরাপত্তা। তবে হুমকিদাতাদের সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। অপরদিকে একটি যৌথ মেমোতে থ্যাংকসগিভিংয়ের ছুটিতে সন্ত্রাসী হামলার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে এফবিআই ও এনওয়াইপিডি। ট্রাম্প ট্রানযিশন টিমের মুখপাত্র এবং হোয়াইট হাউযের পরবর্তী প্রেস সেক্রেটারির দায়িত্ব নিতে যাওয়া ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে জানান, মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রাম্পের ক্যাবিনেটের

জন্য মনোনীত এবং প্রশাসনে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সহিংস হামলার হুমকি দেয়া হয়েছে। এর মধ্যে বোমা হামলার হুমকিও রয়েছে। লেভিট জানান, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প এবং পুরো ট্রানযিশন টিম তাদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য কৃতজ্ঞ। হুমকি পাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেননি তিনি। তবে হুমকিপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ নিজেই সামাজিক মাধ্যমে তা জানান। জাতিসংঘে অ্যামেরিকার রাষ্ট্রদূত হিসেবে মনোনীত কংগ্রেসও্যামন এলিস স্টেফানিক এক্স এ এক পোস্টে জানান, তিনি তার পরিবারের সঙ্গে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কের বাড়ির পথে যাত্রাকালে জানতে পারেন তাদের বাড়িতে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এক্স-

এ হুমকির কথা জানান লি যেলডিন এনভায়রনমেন্ট প্রটেকশন এজেন্সির প্রধান হিসেবে মনোনীত নিউ ইয়র্কের সাবেক কংগ্রেসম্যান লি যেলডিন। তিনি জানান তার বাড়িতে পাঠানো বোমা হামলার হুমকিতে প্যালেস্টাইনপন্থী বার্তা পাওয়া গেছে। একই হুমকির কথা জানান এগ্রিকালচার সেক্রেটারি হিসেবে মনোনীত ব্রুক রলিন্সও। কর্মাস সেক্রেটারি পদে মনোনয়ন পাওয়া হাওয়ার্ড লাটনিকের বাড়িতেও বোমা হামলার হুমকির বিষয়ে নাইন ওয়ান ওয়ানে অভিযোগ এসেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। এছাড়া ডিফেন্স সেক্রেটারি হিসেবে ট্রাম্পের মনোনীত পিট হেগসেথ, সিআইয়ের ডিরেক্টর পদে মনোনয়ন পাওয়া জন র‍্যাটক্লিফও রয়েছেন হুমকি পাওয়া ব্যক্তিদের তালিকায়। সেনেটর চাক গ্র্যাসলির সাবেক চিফ কাউন্সেল মাইক ড্যাভিস এটিকে একটি সমন্বিত প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন। এসব হুমকির বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের

দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেয়া উচিত বলে মন্তব্য করেন ড্যাভিস। তিনি বলেন, ‘সাধারণত ক্যাবিনেটের জন্য মনোনীতদের সুরক্ষা নিশ্চিত করে এফবিআই ও ইউএস মাশার্লস। কিন্তু এবার সেটা দেখা যাচ্ছে না।’ অন্যদিকে, এফবিআই এক বিবৃতিতে বলেছে- আসন্ন প্রশাসনের জন্য মনোনীত এবং নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করো বোমা হামলার হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে তারা। এ নিয়ে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে এফবিআই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন টানটান উত্তেজনার ম্যাচ শেষে সুপার ওভারে বাংলাদেশের হার রাবির দ্বাদশ সমাবর্তনের তারিখ ঘোষণা সুপার ওভারে না জিততে পেরে আক্ষেপ মিরাজের আ.লীগ কার্যালয় ভাঙচুরের পর দখলে নিল এনসিপি বাড়তি ইনক্রিমেন্ট চালু করেছে বাংলাদেশ ব্যাংক শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি, কার কত বাড়বে আইসল্যান্ডে প্রথমবারের মতো মশা শনাক্ত, বাড়ছে আশঙ্কা ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছাড়াল রাজধানীতে ঝটিকা মিছিল, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আনলে দিতে হবে না শুল্ক প্রতারণার অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা এবার দীঘির সঙ্গে জুটি বাঁধছেন বাপ্পারাজ নিউইয়র্কে আন্তর্জাতিক লালন উৎসবে মানুষের ঢল রূপপুরে রহস্যজনক মৃত্যুর তালিকায় আরও একটি নাম: দোভাষীর মরদেহ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামী লীগের দোসর আখ্যায় পূজারত সাংবাদিকের ওপর মব হামলা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ নিয়ে ইউনূস সরকারকে ৬ মানবাধিকার সংস্থার চিঠি কক্সবাজার রেলস্টেশনও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ল্যুভর জাদুঘর থেকে অমূল্য রত্নরাজি চুরি, ঐতিহাসিক নিদর্শন খুইয়ে মুষড়ে পড়েছে প্যারিস ‘কোটা না মেধা? মেধা মেধা’ স্লোগানদাতারা কেন চাকরিতে নারী কোটার পক্ষে ফিরতে চায় এখন?