ট্রেজারি সেক্রেটারি হিসেবে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ট্রেজারি সেক্রেটারি হিসেবে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ | ৮:৪০ 7 ভিউ
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি পদে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিয়েছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্কট ব্যাসেন্ট দেশের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলীতে নেতৃত্ব দেবেন। ব্যাসেন্ট স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। ট্রাম্পের প্রথম মেয়াদ থেকে কর হ্রাসের মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি অ্যামেরিকার জ্বালানি আধিপত্য পুনরুদ্ধার করতে চান এবং বিশ্বাস করেন যে বাজেট ঘাটতি মোকাবিলা করা প্রয়োজন। স্কট ব্যাসেন্ট ওয়াল স্ট্রিটের স্বনামধন্য ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন তিনি। প্রচারের সময় ট্রাম্পের প্রশংসা করে ব্যাসেন্ট ভোটারদের বলেছিলেন, নতুন একটি স্বর্ণযুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। তা হবে নিয়ন্ত্রণমুক্ত,

কম দামের জ্বালানির ও নিম্ন করের। ট্রেজারি ডিপার্টমেন্ট ফেডারেল ফাইন্যান্স থেকে শুরু করে ব্যাংক তত্ত্বাবধান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্র এমনকি, অ্যামেরিকান নিষেধাজ্ঞাও তদারকি করে। ব্যাসেন্ট সম্প্রতি প্রবৃদ্ধির জন্য কর সংস্কার এবং নিয়ন্ত্রণমুক্ত করার আহ্বান জানিয়েছেন। ট্রেজারি সেক্রেটারি হিসেবে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করে শুক্রবার নিজের সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে ব্যাসেন্টকে ব্যাপক সম্মান করা হয়। ট্রাম্প আরও বলেন, ‘ব্যাসেন্ট ‘অ্যামেরিকা ফার্স্ট এজেন্ডার’ দীর্ঘদিনের সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি অ্যামেরিকার প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং দেশের বাণিজ্য ভারসাম্যহীনতা রোধ করবেন।’ ব্যাসেন্ট সাউথ ক্যারোলাইনার বাসিন্দা। তিনি ইয়েল ইউনিভার্সিটিতে পড়াশোনা

করেছেন এবং বিলিয়নেয়ার জর্জ সোরোসের সামষ্টিক অর্থনৈতিক বিনিয়োগ সংস্থা সোরোস ফান্ড ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তিনি ২০১৫ সালে তার নিজস্ব হেজ ফান্ড শুরু করেন। এজন্য তিনি সোরোস থেকে দুই বিলিয়ন ডলারসহ মূলধন সংগ্রহ করেন। ব্যাসেন্ট এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ৩০ বছর ধরে ট্রাম্প পরিবারকে চেনেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের ভাইয়ের সঙ্গে তার বন্ধুত্বপূর্ন সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একনিষ্ঠ সমর্থক ছিলাম। ওয়াল স্ট্রিটের যে কয়েকজন লোক তাকে সমর্থন করেছে আমি তাদের একজন। ব্যাসেন্ট যোগ করেছেন যে ট্রাম্পের মন্ত্রিসভায় থাকা মানে ডনাল্ড ট্রাম্প যা করতে চান তা করা এবং তার নীতিগুলো বাস্তবায়নের কার্যকর উপায় খুঁজে বের করা।

শুক্রবার ট্রাম্প তার প্রশাসনের মূল মনোনয়ন সম্পর্কে বেশ কিছু ঘোষণা দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা যাচ্ছে বাইডেন যুদ্ধ এমন পর্যায়ে নিতে চান, যেন ট্রাম্প থামাতে না পারেন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত শরণার্থীদের ডিটেনশন সেন্টার স্থাপনের জন্য জমি দেবে টেক্সাস ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে সীমান্তে অভিবাসন প্রত্যাশীর ঢল ট্রেজারি সেক্রেটারি হিসেবে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিলেন ট্রাম্প মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোনকল সামনে ভয়ংকর অন্ধকার দেয়াল: তারেক রহমান গাজায় মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরায়েল, একদিনে নিহত ৩৮ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির ‘সাহসী পদক্ষেপ’: এরদোয়ান ইন্ডিয়া গেটের সামনে শরীর প্রদর্শন তরুণীর ! পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট, ছাত্রদল কর্মীদের পেটাল ছাত্রলীগ পুরুষদের সঙ্গে যৌনতা, বিয়েতে ‘না’ চলছে আন্দোলন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা : প্রেস উইং বিশ্বকে নতুন বার্তা চীনের গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে পাকিস্তান ইউক্রেনকে শ্মশানে পরিণত করতে চায় পুতিন ভারতে ‘যৌন ব্যবসায়’ বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ