
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’

একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন

ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’

ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি

আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন, পুতিনকে সাংবাদিকের প্রশ্ন

দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫

পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প
বলিভিয়ায় অভ্যুত্থানে ট্রাম্পকে দায়ী করলেন মোরালেস

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে বলিভিয়ার অভ্যুত্থানে আর্থিক সহায়তা দিয়েছিলেন। যার ফলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়।
ট্রাম্প এই অভ্যুত্থানে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন বলেও দাবি করেন মোরালেস।
শনিবার কোচাবাম্বায় তার সমর্থকদের উদ্দেশে বক্তৃতাকালে মোরালেস এ অভিযোগ করেন।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্সের ট্রাম্পকে অভিনন্দন জানানোর সিদ্ধান্তের সমালোচনা করে মোরালেস বলেন, ‘কোনো লাতিন আমেরিকান বামপন্থিকে যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেওয়া উচিত নয় এবং সেই আশা করাও উচিত নয়’।
সেই সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্স যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করে তার ক্ষমতা টিকিয়ে রেখেছেন বলেও অভিযোগ করেন সাবেক এই প্রেসিডেন্ট।
নির্বাচনে ফেরার ইচ্ছা
মোরালেস জানান, বলিভিয়ার
জনগণ চান তিনি আবারও প্রেসিডেন্ট পদে ফিরে আসুন। তবে সাংবিধানিক আদালতের সিদ্ধান্ত তাকে প্রার্থী হতে বাধা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মোরালেসকে বিরোধীরা নির্বাচনী জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করে। এর ফলে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এর ফলে সামরিক বাহিনী এবং বিরোধীদের চাপের মুখে মোরালেস পদত্যাগ করেন এবং পরে মেক্সিকোতে আশ্রয় নেন। সূত্র: আনাদোলু এজেন্সি
জনগণ চান তিনি আবারও প্রেসিডেন্ট পদে ফিরে আসুন। তবে সাংবিধানিক আদালতের সিদ্ধান্ত তাকে প্রার্থী হতে বাধা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মোরালেসকে বিরোধীরা নির্বাচনী জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করে। এর ফলে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এর ফলে সামরিক বাহিনী এবং বিরোধীদের চাপের মুখে মোরালেস পদত্যাগ করেন এবং পরে মেক্সিকোতে আশ্রয় নেন। সূত্র: আনাদোলু এজেন্সি