স্বামীকে গোপন ভিডিও-ছবি পাঠাল সাবেক প্রেমিক, নববধূর আত্মহত্যা – ইউ এস বাংলা নিউজ




স্বামীকে গোপন ভিডিও-ছবি পাঠাল সাবেক প্রেমিক, নববধূর আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ | ৫:০৬ 61 ভিউ
নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মোবাইল ফোনে সাবেক প্রেমিকের পাঠানো গোপন ম্যাসেজ ও ভিডিও নিয়ে অপবাদের জেরে প্রাণ দিলেন নববধূ। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার (২৩ নভেম্বর) সকালে লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে, গত বুধবার বিকেলে উপজেলার চরবাটা ইউনিয়নের নিজ বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মারা যাওয়া ওই গৃহবধূর নাম ফাহিমা আক্তার পপি (২২)। তিনি উপজেলার চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. সেলিমের মেয়ে। তিনি সৈকত সরকারি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা

যায়, স্থানীয় সৈকত সরকারি কলেজের ছাত্রী নিহত পপির সঙ্গে মহিন ইসলাম রিয়াদের পরিচয় হয়। তবে পারিবারিকভাবে গত সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিজিবি সদস্য আব্দুল্লাহ আল মাহমুদের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর রিয়াদ পপির স্বামী মাহমুদের কাছে দাবি করে পপির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এরপর রিয়াদ পপির সংসার ভাঙার জন্য তার সঙ্গে পপির বিভিন্ন ম্যাসেজ, যৌথ ভিডিও তার স্বামীর মোবাইল ফোনে পাঠায়। এ নিয়ে মাহমুদ ও তার পরিবারের সদস্যরা নববধূকে চরিত্র ভালো নয় বলে বিভিন্ন অপবাদ দিতে থাকে। পরবর্তীতে মাহমুদ পপির সঙ্গে সংসার করবে না বলে জানায় এবং তার মতো মেয়ে বেঁচে না থেকে মরে যাওয়ার জন্য বলে অপবাদ দেয়।

পরে গত বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে পপি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে গতকাল শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চরজব্বর থানার ওসি শাহীন মিয়া জানান, এ ঘটনায় নিহত নববধূর চাচা বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ লাশের সুরতহাল প্রতিদেবন তৈরি করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি বন্ধ করল চীন চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল খুলবে ২ মে ট্রাম্পের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার, শুল্কসহ যেসব বিষয়ে আলোচনা হবে সুমি হামলায় নিহত ৩৫, যা বলল ইউক্রেন-রাশিয়া স্মার্টফোনে ছাড় নয়, নতুন ঘোষণা ট্রাম্পের তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল সর্ববৃহৎ ড্রোন শোতে ফিলিস্তিনের জন্য প্রার্থনা ‘অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে’ আনন্দ শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি চড়ক পূজায় শিবের ভক্তদের শারীরিক কসরত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ কমল স্বর্ণের দাম পারমাণবিক ইস্যুতে রাশিয়া-যুক্তরাষ্ট্র উভয়কে সামলেই এগোচ্ছে ইরান সংসদ ভবনের সামনে চলছে নববর্ষের কনসার্ট অবশেষে ‘তার’ দেখা পেলেন মেসি শিলাবৃষ্টির পূর্বাভাস, একইসঙ্গে সুসংবাদও মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বাদাবি আর নেই যে কারণে অনিশ্চয়তায় ১৩৫৮ হজযাত্রী সকাল থেকে বসে ছিলেন স্টেশনে, ট্রেন আসতেই নিচে ঝাপ দিলেন বৃদ্ধ