
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

চাঁদার টাকায় কেনা ছাত্রসংসদ নেতার মোটরসাইকেল উদ্ধার

পাবনায় ব্যাংক ভাঙচুর ও ম্যানেজারকে পেটালো যুবদল নেতা

চট্টগ্রামে ছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

স্ত্রী ও শাশুড়িকে পাথর দিয়ে থেঁতলে খুন

রংপুরে সনাতনী সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ করেছে ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন,যুক্তরাষ্ট্র’

এক মাসের বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা, দিশাহারা ঝালমুড়ি বিক্রেতা

তরুণীর প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে
কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১

কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর (৫৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার সুনাইকুন্ডির লস্করপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আপেল লস্কর লস্করপাড়া গ্রামের মৃত আমজাদ লস্করের ছেলে। আর অভিযুক্ত সাজেদুল লস্কর একই গ্রামের মৃত রেজান লস্করের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সাজেদুল লস্করকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাজেদুল লস্কর নেশাগ্রস্ত হয়ে এলাকার বিভিন্ন লোকের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডায় জড়াতেন। এসব বিষয়ে আপেল লস্কর সাজেদুলকে নিষেধ করতেন। এরই জের ধরে এ ঘটনা ঘটে। আপেল লস্কর আজ (শনিবার) ফজরের নামাজ শেষে ভেড়ামারা বাজারে মাছ আনতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে
বের হলে পথিমধ্যে পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে সাজেদুল লস্কর। এতে ঘটনাস্থলেই আপেল লস্করের মৃত্যু হয়। এদিকে এলাকাবাসী সাজেদুল লস্করকে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সাজেদুলকে আটক করা হয়েছে। নিহত আপেল লস্করের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বের হলে পথিমধ্যে পেছন থেকে লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে সাজেদুল লস্কর। এতে ঘটনাস্থলেই আপেল লস্করের মৃত্যু হয়। এদিকে এলাকাবাসী সাজেদুল লস্করকে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সাজেদুলকে আটক করা হয়েছে। নিহত আপেল লস্করের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।