ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
লন্ডনে যেভাবে সময় কাটছে খালেদা জিয়ার
সাতক্ষীরায় বিএনপির দু’পক্ষের পালটাপালটি সমাবেশ, ১৪৪ ধারা জারি
আশায় বিএনপির ৪ নেতা তৎপর জামায়াতও
শিক্ষার্থীদের নতুন দলের টার্গেট বিএনপি ভোট কাটা
নতুন জোট গড়তে চান বামপন্থিরা
সংস্কার ও দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপি: তারেক রহমান
জটিল সমীকরণে রাজনীতি, বাড়ছে অনৈক্য সংশয় সন্দেহ
বিএনপি সরকারে গেলে, বিরোধী দলে জামায়াত
সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে জামায়াত আমির নির্বাচনে সরকার গঠন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
যেখানে উপস্থাপক জামায়াত আমিরকে প্রশ্ন করেন, বিএনপি যেহেতু বড় দল নির্বাচনে গেলে হয়তো তারা সরকার গঠন করবে,আপনারা কি সেই সরকারের শরীক হবেন নাকি জামায়াত বিরোধী দলের ভূমিকায় যাবে।যেমনটা করেছিল জাতীয় পার্টি,আওয়ামী লীগের সাথে তারাও সরকারের অংশ হয়ে গিয়েছিল।
বিষয়টিকে স্বাভাবিক উল্লেখ করে জামায়াত আমির বলেন,সাইকেলের উদাহরণ দিয়ে বলেন,সাইকেলের দুইটি টায়ার সামনের টায়ার পিছনের টায়ার,মিনিমাম দুইটা টায়ার ছাড়া কোন যান চলে না।একটি আরেকটির সম্পূরক উল্লেখ করে বলেন,একটি দল থাকবে সরকারে অন্য দল থাকবে বিরোধী দলে।
বিরোধী দলের কাজ হলো সরকারের ভালো কাজকে স্বীকৃতি দেওয়া,ভুলের সমালোচনা করে
পরামর্শ দেওয়া। আমাদের দেশে দুর্ভাগ্যজনক ভাবে এটা হয় না উল্লেখ করে বলেন,আমাদের দেশে শুধু ভালো হলে ভালোর গীত মন্দ হলে মন্দের গীত,আমরা সেই সুস্থ চর্চাটা আমাদের সংসদে ফিরায় আনতে পারি নি। অনেকগুলো কারণের উল্লেখ করে তিনি আরো বলেন,অনেক সংসদ সদস্যকেই দেখি তার নির্বাচনী আসনের মানুষ তাকেই দেখেই নি,তিনি কীভাবে জনগণের পালস বুঝবেন।তিনি আরো বলেন এমনো সংসদ সদস্য আছেন যারা সংসদে কথা বলতে গিয়েও সমস্যায় পড়ে যান,লিখে দেওয়া ড্রাফটও পড়তে পারেন না।কোয়ালিটি সংসদ না হওয়ার জন্যই এমনটি হয়েছে।সংসদ যদি কোয়ালিটির্পর্ণ হয়,তাহলে সংসদ থেকে জনগণও কোয়ালিটি পূর্ণ সার্ভিস পাবে।
পরামর্শ দেওয়া। আমাদের দেশে দুর্ভাগ্যজনক ভাবে এটা হয় না উল্লেখ করে বলেন,আমাদের দেশে শুধু ভালো হলে ভালোর গীত মন্দ হলে মন্দের গীত,আমরা সেই সুস্থ চর্চাটা আমাদের সংসদে ফিরায় আনতে পারি নি। অনেকগুলো কারণের উল্লেখ করে তিনি আরো বলেন,অনেক সংসদ সদস্যকেই দেখি তার নির্বাচনী আসনের মানুষ তাকেই দেখেই নি,তিনি কীভাবে জনগণের পালস বুঝবেন।তিনি আরো বলেন এমনো সংসদ সদস্য আছেন যারা সংসদে কথা বলতে গিয়েও সমস্যায় পড়ে যান,লিখে দেওয়া ড্রাফটও পড়তে পারেন না।কোয়ালিটি সংসদ না হওয়ার জন্যই এমনটি হয়েছে।সংসদ যদি কোয়ালিটির্পর্ণ হয়,তাহলে সংসদ থেকে জনগণও কোয়ালিটি পূর্ণ সার্ভিস পাবে।