কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম “শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম” – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪
     ৪:২৪ অপরাহ্ণ

কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম “শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম”

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৪:২৪ 176 ভিউ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী কুষ্টিয়ার কৃতিসন্তান শহীদ আবরার ফাহাদের নামে কুষ্টিয়া ষ্টেডিয়ামের নামকরন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের একটি সূত্র জানায়- বৃহস্পতিবার কুষ্টিয়া, টাঙ্গাইল ও জাতীয় সংসদ ভবনের মাঠের নতুন নামকরণ করা হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, এখন অফিসিয়ালি কিছু জানতে পারেনি। কুষ্টিয়া ষ্টেডিয়াম আবরার ফাহাদের নামকরনে তাঁর পরিবারের সকলে দারুন খুশি। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসায় আবরারের বাবা মো. বরকত উল্লাহ জানান, আমরা আনুষ্ঠানিক কিছু জানতে পারেনি তবে ফেইসবুকের সুবাদে জানতে পেরেছি। অবশ্যই আমরা খুশি। আমাদের পরিবারের পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা

প্রকাশ করছি। আবরারের মা রোকেয়া খাতুন জানান, আমার সন্তানের নামে কুষ্টিয়া ষ্টেডিয়ামের নামকরনে আমরা দারুন খুশি। আমার সন্তানের নাম আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে পরিচিতি পাবে এবং আবরার সম্পর্কে সকলে জানতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী পোষ্ট করায় ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার প্রায় ৫ বছর পর আওয়ামী লীগ সরকারের পতন হয় ৫ আগষ্ট । ছাত্র-জনতার বিজয়ে কুষ্টিয়ার ১৬ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকশত। পরিবর্তনের এই সময়ে কুষ্টিয়াবাসীর দাবী ছিল কুষ্টিয়া জেলা ষ্টেডিয়ামের নাম শহীদ আবরার ফাহাদের নামে নামকরণ

করা হোক। কুষ্টিয়াবাসীর এই দাবীর সমর্থনে জাতীয় ক্রীড়া পরিষদ ফাহাদের নামে তার জেলার স্টেডিয়ামের নামকরণ করেছে এতে জেলার ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকসহ সর্বস্তরের মানুষ দারুন খুশি। আবরার ফাহাদ ১৯৯৮ সালে ১২ ফেব্র“য়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে। তার বাবার নাম মো. বরকত উল্লাহ এবং মায়ের নাম রোকেয়া খাতুন। আবরার কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং পরে কুষ্টিয়া জিলা স্কুলে পড়াশোনা করেন। নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষে ২০১৮ সালের ৩১ মার্চ আবরার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন। পড়াশোনা চালাকালীন সময়েই তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ বর্তমান বুয়েটে মেকানিক্যাল বিভাগে অধ্যায়নরত। তাই আবরারের নাম অনুসারে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। কুষ্টিয়া ষ্টেডিয়ামের বর্তমান নাম ছিল কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম। এখন থেকে কুষ্টিয়া ষ্টেডিয়াম পরিচিতি পাবে ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম’ নামে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তপক্ষ। কুষ্টিয়া ষ্টেডিয়াম বর্তমান নির্মানাধীন। খুলনা বিভাগের সর্ববৃহত ও আধুনিক সুবিধাদি নিয়ে এই ষ্টেডিয়ামের নির্মান কাজ শুরু হয় ২০২০ সালে। নির্মাণ কাজের শেষে আগামী বছরের প্রথম দিকেই ষ্টেডিয়ামটি খেলাধুলার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের নিকট সংশ্লিষ্ট ঠিকেদার প্রতিষ্ঠানটি বুঝিয়ে দেবেন বলে জানা যায়। ইতিমধ্যে ৮৫% নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে বলে

জেলা ক্রীড়া অফিসার তানভীর রহমান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করাই যদি অপরাধ হয়,তাহলে এই অবৈধ জামাতি ইউনুস সরকার আসলে সত্যকেই সবচেয়ে বেশি ভয় পায়। “সয়াবিন সকাল বেলা ১৫০ টাকা, বিকালে ২০০ টাকা; পেয়াজের কেজি সকালে ৪০ বিকালে ৭০; বাজার নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না” –জনতার দুর্ভোগ যে দেশে সংখ্যালঘুদের সংসদে আসা নিষিদ্ধ, সেই দেশ কার? ড. ইউনুসের অবৈধ শাসন অর্জন ধ্বংসের রাজনীতি – ১৭ মাসে বাংলাদেশকে অনিশ্চয়তার খাদে ঠেলে দেওয়া হয়েছে এই দেশটি যদি অনিরাপদ হয়ে যায় তাহলে বিদেশি নাগরিকদের কিছু হবে না, সমস্ত ক্ষতি আমাদেরই হবে” –জনতার কন্ঠ বিলিয়ন ডলারের ঢাক ভেঙে কমিশনের ভিক্ষা: বিনিয়োগ আনতে প্রণোদনায় নামল ইউনুস সরকার বিদেশি টাকা, জঙ্গি সমর্থন আর সংখ্যালঘু নিপীড়ন : ইউনুসের ক্ষমতার ত্রিমুখী ভিত্তি জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তাকে হত্যা,জঙ্গী-সন্ত্রাসী দমনে অবৈধ ইউনূস গংয়ের অনীহা স্পষ্ট! জেল গেটের এপার-ওপার : নির্যাতনের অন্ধকারে নিমজ্জিত ইউনুসের বাংলাদেশ ২.০ ষোল বছরে যা হয়নি, ষোল মাসেই তা করে দেখালেন ইউনুস! জামিন মিললেও মুক্তি নেই, নতুন গায়েবী মামলায় গ্রেপ্তার দেখানো হয়: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও পায়ে শিকল, হাসপাতালে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরা যুবলীগ নেতা মাসুম উপকৃত ১ কোটি পরিবার তারেক রহমানের ভাবনার ৩ বছর আগেই শেখ হাসিনার ‘স্মার্ট কার্ড’ বিপ্লব দিনে গড়ে ৪১ জনের আত্মহত্যা আর লুকোচুরি নয়, গুঞ্জন পেরিয়ে প্রেমের স্বীকৃতি ডিসকম্বোবিউলেটর: মাদুরোকে অপহরণে কি গোপন অস্ত্র ব্যবহার হয়েছিল সর্বমিত্রের কাণ্ডে সর্বত্র প্রতিক্রিয়া ৫ কোটি ৬৩ লাখে বিক্রি ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টানা জয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে মেয়েদের উন্নতি বিশ্বে প্রথম স্বর্ণের সড়ক নির্মাণ করছে দুবাই উত্তর গাজার বসতি, কৃষিজমি মুছে ফেলছে ইসরায়েল