ছাত্রদল নেতার ছুরিকাঘাতে ১৩ জন আহত – ইউ এস বাংলা নিউজ




ছাত্রদল নেতার ছুরিকাঘাতে ১৩ জন আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ | ৯:০৫ 147 ভিউ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীসহ ১৩ জন আহত হয়েছেন। উপজেলার চারমাথা মোড় এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়ায় পাঠানো হয়েছে। হামলার প্রতিবাদে ওই রাতেই গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন জামায়াত ও জাসাসের নেতাকর্মীরা। হামলাকারী ছাত্রদল নেতা মারুফ হাসানকে আটক করেছে পুলিশ। সে শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মারুফ হাসান রাত ১০টার দিকে চারমাথা মোড়ে ফুল মিয়ার দোকানে গিয়ে ব্লাক ডায়মন্ড সিগারেট চেয়ে না পাওয়ায় দোকানদারের সঙ্গে তুমুল বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে মারুফ ফোন করে বন্ধুদের ডেকে এনে ধারালো চাকু নিয়ে

ফুল মিয়াকে মারতে যান। এ সময় আশপাশে থাকা লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে মারুফ তার হাতে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এতে অন্তত ১৩ জন আহত হন। এরপরই মারুফ ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা ধাওয়া করে মারুফ হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। অন্যরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে পৌর জাসাসের আহবায়ক রাশেদ নিজাম রুমেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য জালাল মিয়া, পৌর যুব জামায়াতের বাইতুল মাল সম্পাদক ফুল মিয়া,

পৌর ছাত্রদলের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশিক সরকার রয়েছেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মারুফ হাসানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সালমান শাহ হত্যা মামলার রায় ২০ অক্টোবর জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ একদিনে ক্রিপ্টো বাজার থেকে উধাও এক ট্রিলিয়ন ডলার ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরাইলের পার্লামেন্টে হট্টগোল দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরাইল ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত দাম বাড়ল ভোজ্যতেলের কোরআন তিলাওয়াতকারীর বিশেষ ১০ মর্যাদা শিগগিরই ৪ হাজার এএসআই নিয়োগ আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? বিধিনিষেধ প্রত্যাহার চায় গ্রামীণফোন, বিটিআরসিকে চিঠি অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা ‘রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন’ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো রোমান কলোসিয়ামের ঐতিহাসিক ‘কমোডাস প্যাসেজ’ শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর