ফরিদপুরে মহাসড়ক দখল করে বিএনপি নেতার ক্লাব ঘর! – ইউ এস বাংলা নিউজ




ফরিদপুরে মহাসড়ক দখল করে বিএনপি নেতার ক্লাব ঘর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ | ১১:১১ 54 ভিউ
ফরিদপুরে বিএনপি নেতা চুন্নু মোল্লার বিরুদ্ধে মহাসড়কের কিছু অংশ দখল করে ক্লাব ঘর তোলার অভিযোগ উঠেছে। ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী বাসস্ট্যান্ডের কাছে মহাসড়কের জায়গায় ক্লাব ঘর তোলা হয়। তবে নানামুখী চাপের কারণে তা সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, জাতীয় মহাসড়কের (এন-৭) ফরিদপুর সদর উপজেলার ধুলদী বাসস্ট্যান্ডের কাছাকাছি এলাকায় সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস নিচে পড়ে যায়। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। এরপর সেই সেতুর পাশে নতুন সেতু নির্মাণ করা হয়। এ কারণে পুরাতন সেতু দিয়ে সীমিত ও কম ওজনের পরিবহণ ও মানুষ চলাচল করে। যানবাহন চলাচল সীমিত থাকায় সড়কের কিছু অংশজুড়ে অস্থায়ী দোকান বসেছে। শনিবার থেকে মাচ্চর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক

চুন্নু মোল্লার নেতৃত্বে বিএনপি ঘরানার ২০ থেকে ২৫ জন মানুষ মহাসড়কের ওপর ইটের মেঝে তৈরি করে কাঠ ও বাঁশের খুঁটি দিয়ে প্রায় ২০০ বর্গফুটের ঘর তৈরির কাজ শুরু করে। তবে সংবাদকর্মীরা বিষয়টি রাজনীতিবিদ ও প্রশাসনের নজরে আনলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। নানা চাপে মঙ্গলবার বিকালে স্থাপনাটি অপসারণ শুরু করা হয়। চুন্নু মোল্লা জানান, সড়কটি দখল করে অনেকে দীর্ঘদিন ধরে দোকান তুলে ব্যবসা করছে। আমরা সম্মিলিতভাবে ক্লাব ঘর তৈরি করার চেষ্টা করেছিলাম। কিন্তু সমালোচনা হওয়ায় ঘরটি অপসারণ করা হয়েছে। ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার জানান, বিষয়টি জেনে দ্রুততম সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। জেলা

বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা জানান, বিএনপির নাম ভাঙিয়ে কোনো ধরনের অন্যায় কাজ করার সুযোগ নেই। ওই এলাকায় চুন্নু মোল্লা নামে বিএনপির কোনো নেতা আছেন বলে তার জানা নেই। বিএনপির পক্ষ থেকে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে কেএফসিতে হামলা-সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১৭৮ ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের, বাদ ওয়েষ্ট ইন্ডিজ অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অপু ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তায় সামরিক পদক্ষেপ চায় জামায়াত দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ফের রেকর্ড ভারতীয়-বাংলাদেশিসহ ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের ইউক্রেনে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা পুতিনের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কুয়েতে মসজিদ ও নামাজের সময় নিয়ে নতুন নির্দেশনা রোববার সিইসির সঙ্গে বসছে এনসিপি ভারতের যে অঞ্চলে হঠাৎ মানুষের নখ পড়ে যাচ্ছে রায়পুরে ২০ দিন পর সেই স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী কারাগারে কানাডায় গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত, যা বলছে পুলিশ জাতীয় সংসদে ৬০০ আসন করার সুপারিশ ছাত্রদল ছেড়ে কেন জামায়াতে গেলেন, জানালেন সেই নেতা রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ আপনাদেরও কাঠগড়ায় দাঁড় করানো হবে: কর্নেল অলি