
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, মূল হোতাসহ গ্রেপ্তার ৩

খুলনায় বাবাকে খুন করে স্ত্রীসহ পলাতক ছেলে

৬ বছরের শিশু তায়েবাকে নির্মমভাবে হত্যা, গ্রেফতার ৩

স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার

ছাত্রীদের যৌন হয়রানি, জামায়াত নেতা বহিষ্কার

অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
মাধ্যমিকের গণ্ডিও পার হননি তিনি বিশেষজ্ঞ চিকিৎসক সার্জন!

পার হননি মাধ্যমিকের (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি) গণ্ডিও।কিন্তু তিনি হাড় জোড়া, পঙ্গু ও বাত রোগ বিশেষজ্ঞ এবং সার্জন! পড়াশোনা করেছেন নাকি এমবিবিএস (ঢাকা), এমএস অর্থোপেডিক সার্জারিতে (বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ)।নিজের এমন ভুয়া পরিচয় দিয়ে অসংখ্য মানুষের চিকিৎসার নামে করেছেন প্রতারণা।তবে শেষরক্ষা হয়নি তার।
রাজধানীর ডেমরায় গ্রেফতার হয়ে সেই ভুয়া চিকিৎসক জয়নুল আবেদীন জয় ওরফে মো. আরিফ হাসান (৩৫) এখন কারাগারে।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাদশা মিয়া রোডের নিউ টাউন আবাসিক এলাকার ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। তিনি মাদারীপুরের শিবচর থানার সুতারপাড়া গ্রামের মৃত মজিদ বেপারীর ছেলে।
ভুয়া এই চিকিৎসক
ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ড. মো. আরিফ হোসেনের নাম ও তার সনদ (বিএমডিসি রেজি নম্বর এ-৮১৯৮৩) ব্যবহার করতেন। এ ঘটনায় খবর পেয়ে প্রকৃত চিকিৎসক মো. অরিফ হোসেন গ্রেফতার জয়নুল আবেদীনের বিরুদ্ধে সোমবার দিবাগত রাতে ডেমরা থানায় মামলা করেন। পরে ওই রাতেই তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। এদিকে সংশ্লিষ্ট হাসপাতালের মালিকদের যোগসাজশে গত ৪ বছর ধরে ডেমরায় ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সেইফ ফার্মাসহ আরও কয়েকটি হাসপাতাল এবং কনসালটেন্ট ফার্মে চিকিৎসক হিসেবে প্রতিনিয়ত চিকিৎসা করে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন গ্রেফতার জয়নুল আবেদীন জয়। এ বিষয়ে ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের
ম্যানেজার মো. মেহেদী বলেন, আমরা এ হাসপাতালটি নিয়েছি মাত্র ৮ মাস হয়েছে।এর আগে অন্য মালিকানায় থাকাকালীন থেকেই ডাক্তার জয় আমাদের এখানে মাঝে মধ্যে রোগী দেখতেন। আমরা তাকে আসল ডাক্তার হিসেবেই জানতাম। কিন্তু সে তার পরিচয় গোপন রেখে আমাদের সঙ্গেও প্রতারণা করেছে। এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, গত ২৬ অক্টোবর এনাম মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মো. আরিফ হাসান তার ফেসবুকের মাধ্যমে জানতে পারেন যে তার নিজের সনদ নম্বর ব্যবহার করে ডেমরায় অন্য একজন চিকিৎসক হিসেবে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালে এসে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়ে ডেমরা থানায় মামলা করেন।ভুয়া ডাক্তার জয়নুল আবেদীন জয়কে সোমবার
দিবাগত রাতে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ড. মো. আরিফ হোসেনের নাম ও তার সনদ (বিএমডিসি রেজি নম্বর এ-৮১৯৮৩) ব্যবহার করতেন। এ ঘটনায় খবর পেয়ে প্রকৃত চিকিৎসক মো. অরিফ হোসেন গ্রেফতার জয়নুল আবেদীনের বিরুদ্ধে সোমবার দিবাগত রাতে ডেমরা থানায় মামলা করেন। পরে ওই রাতেই তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। এদিকে সংশ্লিষ্ট হাসপাতালের মালিকদের যোগসাজশে গত ৪ বছর ধরে ডেমরায় ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সেইফ ফার্মাসহ আরও কয়েকটি হাসপাতাল এবং কনসালটেন্ট ফার্মে চিকিৎসক হিসেবে প্রতিনিয়ত চিকিৎসা করে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন গ্রেফতার জয়নুল আবেদীন জয়। এ বিষয়ে ফেইথ পয়েন্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের
ম্যানেজার মো. মেহেদী বলেন, আমরা এ হাসপাতালটি নিয়েছি মাত্র ৮ মাস হয়েছে।এর আগে অন্য মালিকানায় থাকাকালীন থেকেই ডাক্তার জয় আমাদের এখানে মাঝে মধ্যে রোগী দেখতেন। আমরা তাকে আসল ডাক্তার হিসেবেই জানতাম। কিন্তু সে তার পরিচয় গোপন রেখে আমাদের সঙ্গেও প্রতারণা করেছে। এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, গত ২৬ অক্টোবর এনাম মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মো. আরিফ হাসান তার ফেসবুকের মাধ্যমে জানতে পারেন যে তার নিজের সনদ নম্বর ব্যবহার করে ডেমরায় অন্য একজন চিকিৎসক হিসেবে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালে এসে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়ে ডেমরা থানায় মামলা করেন।ভুয়া ডাক্তার জয়নুল আবেদীন জয়কে সোমবার
দিবাগত রাতে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।