যমুনা নদীতে নতুন রেলসেতু অপেক্ষার পালা ফুরাচ্ছে – ইউ এস বাংলা নিউজ




যমুনা নদীতে নতুন রেলসেতু অপেক্ষার পালা ফুরাচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪ | ৮:৫৭ 46 ভিউ
টাঙ্গাইলে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর কাজ প্রায় ৯৮ ভাগই শেষ। এখন চলছে ঘষামাজা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সেটিও শেষের দিকে। এদিকে, উদ্বোধনের অপেক্ষায় থাকা সেতুটি ঘিরে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি উন্নত জীবনের স্বপ্ন বুনছেন দেশের উত্তর ও পূর্বাঞ্চলের মানুষ। সরেজমিন দেখা যায়, ভুয়াপুরে সেতুর পূর্ব প্রান্তে রেলস্টেশন এবং সিরাজগঞ্জে পশ্চিম প্রান্তের স্টেশনের কাজও শেষের দিকে। কিছু স্থানে রং দেওয়া আর শেষ মুহূর্তের ঘষামাজায় ব্যস্ত নির্মাণ শ্রমিকরা। প্রকল্প সূত্রে জানা যায়, আগামী ডিসেম্বরের শেষদিকে উদ্বোধন হতে পারে রেলসেতুটির। চলাচল শুরু হলে বিরতিহীনভাবে কমপক্ষে ৮৮টি ট্রেন পারাপার হতে পারবে। দ্রুতগতিতে সেতু পারাপারে সময় বাঁচবে অন্তত ২০ মিনিট। রেলওয়ে সেতুটি সাধারণ ট্রেনের

পাশাপাশি দ্রুতগতির (হাইস্পিড) ট্রেন চলাচলের উপযুক্ত করে নির্মাণ করা হয়েছে। ফলে ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতেও চালানো যাবে। তবে উদ্বোধনের প্রথম এক বছর সাধারণত ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে নির্দেশনা থাকবে। ২০১৬ সালের ডিসেম্বরে নেওয়া প্রকল্পে চূড়ান্ত নকশা প্রণয়নের পর নির্মাণ ব্যয় ধরা হয় ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা। পরে মেয়াদ দুই বছর বাড়ানো হয়। এতে প্রকল্প ব্যয়ও বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ কোটি ৯৫ লাখ ৬৩ হাজারে। এর মধ্যে দেশীয় অর্থায়নে ২৭.৬০ শতাংশ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ঋণ দিয়েছে ৭২.৪০ শতাংশ। যার পরিমাণ ১২ হাজার ১৪৯ কোটি টাকা। জানা যায়, সমান্তরাল ডুয়েলগেজ

ও ডাবল ট্র্যাকসহ প্রায় ৪ দশমিক ৮০ কিলোমিটার রেলসেতুর দুপাশে শূন্য দশমিক ০৫ কিলোমিটার ভায়াডাক্ট, ৭ দশমিক ৬৬৭ কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ এমব্যাংকমেন্ট এবং লুপ সাইডিংসহ লাইন নির্মাণ করা হবে। পাশাপাশি নির্মাণ করা হয়েছে গ্যাস সঞ্চালন লাইনও। ২০২০ সালের ২৯ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ২০২১ সালের মার্চে রেলসেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, রেলসেতুর কাজ ইতোমধ্যে ৯৮ শতাংশ শেষ হয়েছে। তাই নির্মাণ ব্যয়ও বাড়ছে না আর। আশা করছি, চলতি বছরের ডিসেম্বরেই উদ্বোধন করা যাবে। ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভালোবাসা দিবসে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৩৫ হাজার কোটি টাকার উপহার–বাণিজ্য শাহবাগে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের অবরোধ, ছত্রভঙ্গ করল পুলিশ প্রথম দুই ম্যাচে ২৩৩ রান, পাকিস্তানে ইতিহাস গড়েই বাড়ি ফিরছেন ব্রিটজকে নতুন এক বাসযোগ্য পৃথিবীর খোঁজ মিলেছে স্ত্রীর সঙ্গে বিদেশি পরিচালকের কিছু একটা চলছে, আঁচ করতে পেরেছিলেন তিনি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রীর ব্যাংককগামী ছেলেকে ঘিরে মাঝ আকাশে নাটকীয়তা ট্রাম্পের স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন ৭৫ হাজার সরকারি কর্মী সিমলা, মনীষাদের অসম প্রেমের এই ৭ সিনেমা দেখেছেন কি শাকিবের ‘দরদ’, দারুণ গল্পের করুণ নির্মাণ দিল্লিতে নারী মুখ্যমন্ত্রীর কথা ভাবছে বিজেপি? তালিকায় কারা পর্যটকশূন্য সেন্ট মার্টিনে এখন কী হচ্ছে ডিস্ক প্রলাপস কেন হয়, সতর্কতা ও চিকিৎসা কী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ ১৪৭ কোটি টাকা, ৭ মাসে খরচ ৪৭ লাখ টাকা ট্রাম্পের সঙ্গে ‘ব্রোমান্স’ ফেরানোর চেষ্টায় মোদি যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ীই জিম্মিদের মুক্তি দেবে হামাস ইসির কাছে ২৩ প্রস্তাব দিল জামায়াত শনিবার তিন ইসরাইলিকে মুক্তি দিতে রাজি হামাস তোপের মুখে কার্যালয় ছাড়লেন ইউএনও নিখোঁজের ২৩ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ এবার ৯৯৯-এর সেবা পাবেন বিদেশি নাগরিকরাও