রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন – ইউ এস বাংলা নিউজ




রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ | ৮:৩১ 181 ভিউ
অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনি ডুবে ডুবে জল খাচ্ছেন, সামাজিক মাধ্যমে তাদের প্রেমের গুঞ্জন উঠেছে। নেটিজেনরাও এরকম সন্দেহ পোষণ করছেন। নির্মাতার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে এ ফিসফাস। প্রেমের গুঞ্জ নিয়ে অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, ‘সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।’ সাদিয়া আয়মান আরও বলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন। কি আর করার আছে।’ গত ২০ অক্টোবর ছিল রনির জন্মদিন। দিনটি উদযাপনের জন্য এক হয়েছিলেন তার সহকর্মীরা। এরমধ্যে ছিলেন সাদিয়া আয়মান, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা,

মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ। সে আয়োজনের ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন রনি। ক্যাপশনে লেখেন, ‘এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের ভালোবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’ এরপর লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।’ আরও লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’ এদিকে রেদওয়ান রনির ছবিতে সহকর্মীদের অনেকে মন্তব্য করেছেন। সেখানে সাদিয়ার

মন্তব্যটি যেন গুঞ্জন আরও উসকে দিয়েছে। কেননা তিনি লেখেন, ‘আমার জীবনে যা পেয়েছি তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’তারপর থেকেই বিষয়টি চর্চা শুরু হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে জেন জি আন্দোলনের নেপথ্যে কী নেপালে আন্দোলনকারীদের পাশে দাঁড়াল শিল্পীরা মুসলমানদের নবীর আদর্শ চরিত্র অনুসরণ করতে হবে: প্রধানমন্ত্রী আনোয়ার বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা আপনার আঙুলের ঝলমলে আংটিও ফিলিস্তিনে চলা হত্যাযজ্ঞের অর্থায়ন করছে কি? ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব কাওসার-জাফর-পায়া স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান আলিয়া কিংবা দীপিকা-কেউ-ই মুখ না খুললেও নেটিজেনরা বললেন যে কথা কনসার্টে বসের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত, ডিভোর্স চাইলেন সেই নারী দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন পাকিস্তানের খেলোয়াড় ১০ বছর আগের ফিচার ফেরাচ্ছে ফেসবুক ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা রশিদপুরে কূপে গ্যাসের সন্ধান, মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট স্বর্ণের দামে ফের রেকর্ড ‘পল্লী বিদ্যুতের কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ না দিলে ব্যবস্থা’