নিজেদের তৈরি করা আইনে বিচার হলেই আ.লীগের সাধ মিটে যাবে – ইউ এস বাংলা নিউজ




নিজেদের তৈরি করা আইনে বিচার হলেই আ.লীগের সাধ মিটে যাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ | ৮:০২ 28 ভিউ
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দলের ওপর অত্যাচার করেছে তাদের প্রতি আমরা ওই প্রতিশোধ নেব না; কিন্তু যে খুন করেছে, গুম করেছে, এসবের নেতৃত্ব দিয়েছে, হুকুম দিয়েছে, বিভিন্ন অপরাধ করেছে সেই অপরাধের আমরা ন্যায়বিচার চাই। তাদের ওপর আমাদের মতো অবিচার করা হোক সেটাও আমরা চাই না। তিনি বলেন, আমরা চাই তারা যে আইনে দেশ শাসন করেছিলেন, যে আইনে ট্রাইব্যুনাল গঠন করে এ দেশের গর্বিত সন্তানদের হত্যা করেছিলেন- ওই আইনে তারা যেন ন্যায়বিচারটা পায়। তারা যদি ন্যায়বিচারটা পায়, তাহলে তাদের জীবনের সাধ মিটে যাবে ইনশাআল্লাহ। শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হেফজুল ওলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দলটির জেলা শাখার রুকন সম্মেলনে

এসব কথা বলেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, যে আওয়ামী লীগ নিজে নির্বাচন চায় না, তাহলে এরা কারা! এখন আওয়ামী লীগের জন্য নির্বাচনি আসন দাবি করে। এরা জাতির বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা গত আওয়ামী সরকারের সময় উচ্ছিষ্টভোগী, তারাই এখন কথা বলার চেষ্টা করছে। এ দেশের আপামর ছাত্র-জনতা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছে সেইভাবে আওয়ামী লীগের ভূতও তাড়াতে পারবে ইনশাআল্লাহ। তারা (আওয়ামী লীগ) আরও কিছুদিন অপেক্ষা করুক, নিজেদের সংশোধন করুক, মানুষ হোক। তারা তো মানুষকে মানুষ হিসাবে গণ্য করে নাই, তারা হম্বি-তম্বি ধমক দিয়ে কথা বলতেন। তারা দেশের মানুষের সেবকের পরিবর্তে মালিকে পরিণত হয়েছিলেন। সারা জাতিকে তারা দাস-দাসি বানিয়েছিলেন। আমরা এই দেশে

এ ধরনের মালিক আর দেখতে চাই না। দেশের মালিক হবেন আল্লাহ রাব্বুল আল-আমিন। বাকি কেউ শাসন ক্ষমতায় এলে তিনি হবেন সেবক। আওয়ামী লীগ কখনই সেবকের পরিচয় দিতে পারে নাই। নির্বাচনের বিষয়ে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের সাঙ্গোপাঙ্গ-দোসররা বলে- আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে? আমরা বলি আওয়ামী লীগ নির্বাচন চায় বলে তো কোনো প্রমাণ দিতে পারেনি। কারণ তারাই তত্ত্বাবধায়ক সরকারকে জবাই করে খুন করেছে। তিনি আরও বলেন, পূজা এলে তাদের মন্দিরে আমরা পাহারা দিতে চাই না। নির্বিঘ্নে তারা তাদের উপসনা করুক, আমরা নির্বিঘ্নে আমাদের এবাদত-বন্দেগী করতে চাই কিন্তু বিগত ১৫ বছর মসজিদে খতিবের মাইক কেড়ে নেওয়া হয়েছে। তাফসির মাহফিলে মুফাসসিরদের মাইক

কেড়ে নেওয়া হয়েছে। তাফসির মাহফিল করতে দেওয়া হয়নি। প্রশাসন এসেছে সঙ্গে দলীয় গুন্ডারাও এসেছে। সেখানেও তাণ্ডব চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ভারতের উদ্দেশে জামায়াত আমির বলেন, বিদেশ থেকে কেউ যদি আমাদের ওপর অন্যায় কোনো চাপ প্রয়োগ করতে চায় তাহলে তাদের আমরা বলব, এই জাতি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে। দুর্নীতি, খুন, গুম, লুটপাট, ধর্ষণ, আয়নাঘরের বিপক্ষে দাঁড়িয়েছে, এই জাতি ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহ। এই জাতির সঙ্গে আল্লাহ আছেন। চাঁপাইনবাবগঞ্জে জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয়

কর্মপরিষদ সদস্য ও সাবেক চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী, সাবেক এমপি লতিফুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বীর প্রতীকের গলায় জুতার মালা দিয়েছে জামায়াতের কর্মীরা ভুল সিদ্ধান্তের জন্য রিগ্রেট করি-আরাফাত গুলি করে হত্যা: স্বজনদের দাবি ছাত্রদল কর্মী, পুলিশ বলছে মাদক ব্যবসায়ী তীব্র শীতে জয়ায় খোলা পোশাকে উত্তাপ রাজশাহীতে তেলের আগুনে পুড়ল ৮ দোকান তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু ৯ গোলের ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল সোমবার বিপিএলের উদ্বোধনী কনসার্ট, এড়িয়ে চলবেন যেসব এলাকা ৪ বিভাগে শীত-বৃষ্টি নিয়ে আবহাওয়ার নতুন বার্তা বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা আল্লুর কোলে উঠে নাচ, নীরবতা ভাঙালেন রাশমিকা গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ তেলের ডিপোতে আগুন, পুড়ল ৪শ ব্যারেল মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট: মির্জা ফখরুল বোর্নামাউথে বিধ্বস্ত আমোরিমের ম্যানইউ জবিতে ভর্তি পরীক্ষা হবে নিজস্ব পদ্ধতিতে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এতো ব্যস্ত কেন’, প্রশ্ন সালাউদ্দিনের ব্যাংকের সম্পদ মূল্যায়নে বিদেশি পরামর্শক নিয়োগে নীতিমালা ২১ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স