পেইন কীভাবে মারা গেলেন, ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য – ইউ এস বাংলা নিউজ




পেইন কীভাবে মারা গেলেন, ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ | ৪:০৪ 11 ভিউ
বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’-এর সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন স্থানীয় সময় গতকাল বুধবার আর্জেন্টিনার বুয়েনস আয়ারসের একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেছেন। তার এই আকস্মিক মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারো ধারণা পেইন দুর্ঘটনাবশত পড়ে গেছেন, আবার কেউ বলছেন, মদ্যপ ছিলেন তাই ভারসাম্য রাখতে না পেরে উপর থেকে পড়ে গেছেন। এদিকে আর্জেন্টিনার প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে যে ওয়ান ডিরেকশন তারকা একাধিক ট্রমার কারণে মারা গেছেন, যার ফলে বুয়েন্স আয়ার্সের থার্ড ফ্লোরের হোটেলের বারান্দা থেকে পড়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ পাঁচজন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিচ্ছে, যাদের থেকে পেইন একা থাকাকালীন এই ঘটনা ঘটেছিল বলে জানা

গেছে। বুয়েনস আয়ারসের জরুরি পরিষেবাদির প্রধান প্রকাশ করেছেন, লিয়াম পেইনের মৃত্যু ক্রেনিয়াল ফ্র্যাকচার এবং অত্যন্ত গুরুতর আঘাতের কারণে হয়েছিল। একটি নতুন ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে তার মাথার আঘাতগুলো মারাত্মক ছিল। তবে তার হোটেল রুমে পাওয়া পদার্থগুলো সম্ভাব্য অ্যালকোহল এবং ড্রাগ সেবনের ইঙ্গিত দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, পেইন একাধিক আঘাত এবং অভ্যন্তরীণ এবং বাহ্যিক রক্তক্ষরণের কারণে মারা গেছেন। আর্জেন্টিনার ময়নাতদন্ত পরবর্তী রিপোর্টে বলা হয়েছে, লিয়াম পেইনের মৃত্যুতে তারা একাধিক অসংগতি খুঁজে পেয়েছেন, যার ফলে Questionable Death হিসেবে ধরা হচ্ছে এটিকে। যদিও সবকিছু ইঙ্গিত দেয় যে পড়ার সময় সংগীতশিল্পী একা ছিলেন, তিনি মাদকের অপব্যবহার থেকে এক ধরণের প্রাদুর্ভাবের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ফরেনসিক বিশেষজ্ঞরা

জানিয়েছেন, ময়নাতদন্তে যে ২৫টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে তা অনেক উঁচু থেকে পড়ে গেলে যে ধরনের আঘাত আশা করা হয়, তার সঙ্গে মিলে যায়। যেমনটা জানা গেছে যে, তিনি হোটেলের থার্ড ফ্লোর অর্থাৎ চতুর্থ তলা থেকে পড়ে গিয়েছিলেন। তারা হাইলাইট করেছিলেন যে মাথার আঘাতগুলো মারাত্মক ছিল এবং মাথার খুলি, বুক, পেট এবং অভ্যন্তরীন অঙ্গপ্রতঙ্গগুলোর বাহ্যিক রক্তক্ষরণও তার মৃত্যুর ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। মাদকদ্রব্য ও মদ্যপ থাকার প্রমাণ রিপোর্টে বলা হয়েছে যে ফরেনসিক রিপোর্টে সাবেক ওয়ান ডিরেকশন তারকার মৃত্যুর সময় আশেপাশের পরিস্থিতি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা দেওয়ার জন্য ‘হিস্টোপ্যাথোলজিক্যাল, বায়োকেমিক্যাল এবং টক্সিকোলজিক্যাল’ রিপোর্টসহ অতিরিক্ত ফলাফলের জন্য অপেক্ষা করছে, তারা প্রাথমিকভাবে মাদকদ্রব্য এবং অ্যালকোহলযুক্ত

পানীয়ের উপস্থিতিও উল্লেখ করেছে তদন্তে। ৯১১-তে ফোন করে সেই হোটোলের ম্যানেজার বেশ বিরক্তি নিয়েই জানিয়েছিল প্রয়াত তারকা ঘরের ভিতরে অস্বাভাবিক আচরণ করছে। ঘরের মধ্যে জিনিস ভাঙচুর করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যবহৃত ফোনটি কি আপনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করছে? রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দায়ী করলেন ট্রাম্প ধানের ব্যাপারি থেকে হাসিনা সরকারের পূর্ণমন্ত্রী বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ৪ কোটি ১৭ লাখ: ইউএনডিপি এবার সাকিবকে ফেরানোর দাবিতে মিরপুরে বিক্ষোভ দেশের মানুষের ওপর ‘রাগ’ হচ্ছে কোচ সালাউদ্দিনের সিনওয়ার হত্যাকাণ্ড হামাসের উপর কী প্রভাব ফেলবে? ‘সাংবাদিকদের বিচার ট্রাইব্যুনালে হবে’ এ কথা আমি বলিনি: আসিফ নজরুল শিক্ষার উন্নয়নে স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি বিক্ষোভে অনড় পিটিআই, জরুরি অবস্থা জারি এআইইউবিতে ৩য় আন্তর্জাতিক সম্মেলন আইসিসিএ-২০২৪ শুরু বিদেশ যাওয়ার পথে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভারতের ভিসা নীতি কি ইউনূস সরকারের ওপর কূটনৈতিক চাপ? সাইফুজ্জামানের সম্পদ জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ সোনার দামে ফের বিশ্ব রেকর্ড সিনওয়ারের মৃত্যুতে যুদ্ধের নতুন পর্ব শুরু: হিজবুল্লাহ ‘থাড’ নিয়ে ইসরাইলকে যে সতর্কবার্তা দিল ইরান হিলি বন্দর দিয়ে ডিম আমদানি করতে পারছেন না ব্যবসায়ীরা ‘হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছেন’ সিনওয়ার হত্যা: হামাস-হিজবুল্লাহর শীর্ষ নেতাদের বাকি আছেন কে