ভারতে ইলিশ উপহার হিসাবে যাচ্ছে না, রপ্তানি করা হবে – ইউ এস বাংলা নিউজ




ভারতে ইলিশ উপহার হিসাবে যাচ্ছে না, রপ্তানি করা হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৩৮ 32 ভিউ
ভারতে ইলিশ উপহার হিসাবে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এটা রপ্তানি করা হবে, রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না। সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি। শুধু সিদ্ধান্ত হয়েছে। তার আগেইতো দাম বেড়ে গেছে। কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এ কথাটা ঠিক না। যেটা সরকারের বিবেচনায় আছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যারা ইলিশটা চাচ্ছে, তারাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন

দিয়েছে। সেটা আমরা সবাই দেখেছি। সবসময় মনে রাখতে হবে প্রতিবেশীর সঙ্গে অনেক বিষয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। সেই আলোচনার ধারটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাই না। এছাড়া নদী থেকে বালু উত্তোলন ‘জাতীয় দস্যুতায়’ পরিণত হয়েছে মন্তব্য করে রিজওয়ানা বলেন, যেখানেই নদীতে বালু আছে সেখানেই জেলা প্রশাসকরা মানুষের শত আপত্তি সত্তে¡ও রাজস্ব আয়ের কথা চিন্তা করে বালুমহাল ঘোষণা করে দেয়। বালুমহাল ঘোষণার যেমন সুযোগ আছে তেমনি বিলুপ্তিরও সুযোগ আছে। তিনি আরও বলেন, বালু উত্তোলনের মাধ্যমে নদীর ড্রেজিং কি বালু ব্যবসায়ীদের কাছে তুলে দেব নাকি সরকারিভাবে ড্রেজিং করা হবে তা আমাদের ভাবার সময় এসেছে। লোনা পানির আগ্রাসন ঠেকাতে মুছাপুর রেগুলেটর

লাগবে উল্লে­খ করে তিনি বলেন, রেগুলেটর দিনে দিনে তৈরি করা সম্ভব না। এটার একটা প্রক্রিয়া আছে। আমরা যদি দ্রুতগতিতে রেগুলেটর নির্মাণ করতে চাই তাও দুই থেকে তিন বছর সময় লাগবে। এখানে যে চর হয়েছে সেখানের বালু সরিয়ে দেওয়ার জন্য এলাকাবাসী প্রস্তাবনা দিয়েছে। নদীতে ক্যাপটেল ড্রেজিংয়ের পাশাপাশি মেইনটেন্যান্স ড্রেজিং করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঁইয়া, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমীর ফয়সাল, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানাপোড়েন : ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব পুতিনের নজরে এ বার অন্য প্রতিবেশী! দু-একদিনের মধ্যে সুখবর আসছে: জামায়াতের আমির সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য ৪০ বছরে বিশ্বের অন্যতম ধনী দেশ ইসরায়েল, মাথাপিছু আয় ৪২ লক্ষ! রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে ভেসে আসে হাজার টন মরা মাছ! রহস্য অধরা আজও কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার ৬৯ কারাগারের ১৭টিই ঝুঁকিপূর্ণ, পলাতক ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী: ডিএনএ রিপোর্ট হাইকোর্টে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভারত মৌচাকে শেখ রেহানার বাংলো এখন পার্কে পরিণত সরকারি অ্যাম্বুলেন্স রোগীর বদলে ভাড়ায় বস্ত্র টানছে এবার ভারতকে পাল্টা চাপ পাকিস্তানের… ভারত ইস্যু গভীরভবে পর্যবেক্ষণ করছে বিএনপি সর্বকালের সর্বনিম্নে ভারতীয় রুপির মান : তোলপাড় টানাপোড়েন : ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব এবার ভারতের মালদহে বাংলাদেশিদের হোটেল ভাড়া বন্ধ ঘোষণা ভারত বয়কট : পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি বাংলাদেশ নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে উদ্বেগ