ঢাকা ওয়াসার এমডিকে দায়িত্ব পালন থেকে বিরতের আদেশ স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ঢাকা ওয়াসার এমডিকে দায়িত্ব পালন থেকে বিরতের আদেশ স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:০৭ 63 ভিউ
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে এ কে এম সহিদ উদ্দিনকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ৪ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বুধবার এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সহিদ উদ্দিন ও সরকারপক্ষ পৃথক লিভ টু আপিল করেছে। সহিদ উদ্দিনের ওয়াসার এমডি পদ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ৫ সেপ্টেম্বর হাইকোর্ট রুলসহ

আদেশ দেন। ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান এই রিটটি করেন। আদেশে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে জ্যেষ্ঠতম উপব্যবস্থাপনা পরিচালককে সাময়িকভাবে নিয়োগ দিতে স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সহিদ উদ্দিনকে ওয়াসার এমডি বা ডিএমডি (উপব্যবস্থাপনা পরিচালক) হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সহিদ উদ্দিন ও সরকারপক্ষ পৃথক লিভ টু আপিল করে, যা চেম্বার আদালতের কার্যতালিকায় ওঠে। আদালতে সহিদ উদ্দিনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, সঙ্গে

ছিলেন আইনজীবী শুভ্রজিৎ ব্যানার্জি। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরিবর্তিত পরিস্থিতিতে গত ১৫ আগস্ট ওয়াসার এমডি তাকসিম খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। পরে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নতুন এমডি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ কে এম সহিদ উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিয়ে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোশ্যাল মিডিয়া ‘টেস্ট’-এ পাস হলে তবেই মিলবে আমেরিকার ভিসা এসএসসি ও সমমান: কমেছে পাসের হার ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ এসএসসি ও সমমান: ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু শুক্রবার পাসের হারে এবারও এগিয়ে মেয়েরা জুনে বেশি সড়ক দুর্ঘটনা ঢাকা বিভাগে শান্তিতে ট্রাম্পের নোবেল প্রাপ্তির সম্ভাবনা কতটা? পানি বাড়ছে তিস্তায়, আতঙ্কে নিম্নাঞ্চলবাসী মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬৮.০৯ এবার এসএসসিতে জিপিএ-৫ কমল ৪৩ হাজার লাইভ ক্লাসে শিক্ষক-শিক্ষিকার চুম্বনের ভিডিও ভাইরাল পূজায় চমক নিয়ে আসছেন কৌশানী ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি একুশেই মিলবে স্টার্টআপ ঋণ, সুদ হার মাত্র ৪ শতাংশ আলিম ও কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষা স্থগিত কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত গাজায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তকারীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন হামলা মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ