স্বেচ্ছাসেবক দলনেতা হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




স্বেচ্ছাসেবক দলনেতা হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:২৭ 18 ভিউ
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা এবং সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। মানিকগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল ও সদস্য সচিব অ্যাডভোকেট রাকিবুর রহমান রাকিব। মাধবপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর কবির সভাপতিত্বে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাসেল আহমেদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক মো. জনি

পাঠান, যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হক সুজন। গাইবান্ধায় শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিষ্ণু কুমার দাসের সঞ্চালনায় ও সদর থানার আহ্বায়ক সোহেব হক্কাকীর সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, মোশররফ হোসেন বাবু, বিএনপির সদর থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশেদ হাবীব সোহেল। নান্দাইলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এএফএম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া বিপ্লব। কাউনিয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবলু সরকার বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোসাব্বের

আহম্মেদ কোয়েলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহারুল আলম বাবলু, যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু। কোটালীপাড়ায় উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপের সভাপতিত্বে সভায় বক্তা দেন- জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আশরাফ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, পৌর

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বাবু প্রমুখ। নাটোরে কর্মসূচি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ। সাধারণ সম্পাদক ছিলেন রাসেল রনি। বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য কাজী শাহ আলম, সাইফুল ইসলাম আফতাব ও সানোয়ার হোসেন তুষার প্রমুখ। ভোলায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সহসভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, মো. রুকু চৌধুরী, জাকির হোসেন মনির, মাহবুবুর রহমান হিরন, সাংগঠনিক সম্পাদক আকবর আখন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব ইয়াকুব শাহ জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অজিউল্লাহ সুমন প্রমুখ। পাবনায় জেলা স্বেচ্ছাসেবক

দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়ামিন খান, সাধারণ সম্পাদক কমল শেখ টিটুসহ নেতারা। টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক ও সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেন জুয়েল, রুবেল মিয়া, জাহিদুর রহমান জাহিদ, রাশেদুল ইসলাম রিমন। গৌরীপুরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান আল আমিন। পরিচালনা করেন সদস্য সচিব মো. আবদুল কাদির। বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন আলম তারা, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহ্বায়ক সৈকত হোসেন নাজিম, শফিকুল ইসলাম, মইলাকান্দার সদস্য সচিব সোহেল

রানা। পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা বৃষ্টিতে তিন জেলার লাখো মানুষ পানিবন্দি দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষের মিছিল পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ সাড়ে ১৪ হাজার কোটি টাকা: সিপিডি ‘ছাত্র-জনতার ওপর গুলি ব্যবহার করেনি র‍্যাব’ ডিসি নিয়োগে দুর্নীতির তদন্ত চেয়ে দুদকে আবেদন জাতির উদ্দেশে ভাষণে ইরানে হামলার ঘোষণা দিলেন নেতানিয়াহু স্থগিত হবে শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা? শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ৭ দিনের রিমান্ডে রায় দিয়ে ‘বাবার ট্রাস্টে’ টাকা নেন বিচারপতি মধ্যপ্রাচ্যে কত সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র? জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা লেবাননে স্থল অভিযানে ত্রিশ কমান্ডারসহ ৪৪০ হিজবুল্লাহ সদস্য নিহত: ইসরায়েল রাশিয়ার ঋণ পরিশোধে নতুন অনিশ্চয়তা সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে নেবে সরকার কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ নতুন ভারতের সঙ্গে পুরোনো বাংলাদেশ অন্যায় করে পার পাওয়ার সংস্কৃতি থেকে বের হতে হবে: অর্থ উপদেষ্টা ভয়াবহ বন্যায় ভাসছে শেরপুর, পানিতে ডুবে দু’দিনে ৫ মৃত্যু