কার্টুনে বিদ্রোহ তুলে ধরতে চায় দৃক – ইউ এস বাংলা নিউজ




কার্টুনে বিদ্রোহ তুলে ধরতে চায় দৃক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:১৫ 134 ভিউ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে এবার কার্টুন প্রদর্শনী করতে চলেছে দৃক গ্যালারি। রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে আগামী শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ‘কার্টুনে বিদ্রোহ’ প্রদর্শনীটির উদ্বোধন হবে। প্রদর্শনীটি ২৩ আগস্ট পর্যন্ত চলবে। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, ব্যঙ্গাত্মক অনলাইন সাময়িকী ইআরকি এবং দৃক কার্টুন প্রদর্শনীটির আয়োজন করছে। রাজনৈতিক ঘটনা আমাদের জাতীয় জীবনে ঘটে চলেছে অহরহ। কিন্তু এ নিয়ে কার্টুন একেবারেই হাতে গোনা। যারা করে গেছেন, তাদেরও মাথায় রাখতে হয়েছে অনেক আশঙ্কা, ভীতি। কিন্তু সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেখা গেল অভূতপূর্ব এক দৃশ্য। যতই ভয় চাপিয়ে দেওয়া হচ্ছে, তা জয় করে জনতা হয়ে উঠছে ততই দূর্দম। আর ভয়কে জয় করলে, মত প্রকাশে অসংকোচ হয়ে উঠলে

কার্টুন কেমন জ্বলে উঠতে পারে, এবার আমরা দেখেছি। প্রথম আর্টওয়ার্ক এসেছে কার্টুনিস্টদের কাছ থেকেই। প্রথিতযশারা তো এঁকেছেনই, প্রাণখুলে তাতে যোগ দিয়েছেন নবীনরা। কেউ প্রকাশ করেছেন ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায়, কেউ এঁকেছেন সংবাদ মাধ্যমের পাতায়। কেউ নামে এঁকেছেন, কেউ বেনামে এঁকেছেন, অসংখ্য মানুষের শেয়ারে তা ছড়িয়ে গেছে অন্তর্জালে। শুধু ডিজিটাল মাধ্যমেই নয়, শহরের দেয়ালে দেয়ালে তারুণ্যের ঝংকার তুলে ছড়িয়ে গেছে গ্রাফিতি। তার কিছু উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়, আর রয়ে গেছে পথ-চলতি মানুষের স্মৃতির মণিকোঠায়। এই অমূল্য সৃষ্টিকর্মগুলোকে একসঙ্গে করেই আমাদের এই প্রদর্শনী। সবগুলো তুলে আনা অবশ্যই এই পরিসরে সম্ভব নয়। তবে যতটুকু আছে, আবার আমাদের ফিরিয়ে নিয়ে যাবে ছাত্র আন্দোলনের এই জ্বলজ্বলে সময়টাতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুসলমানদের নবীর আদর্শ চরিত্র অনুসরণ করতে হবে: প্রধানমন্ত্রী আনোয়ার বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা আপনার আঙুলের ঝলমলে আংটিও ফিলিস্তিনে চলা হত্যাযজ্ঞের অর্থায়ন করছে কি? ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব কাওসার-জাফর-পায়া স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান আলিয়া কিংবা দীপিকা-কেউ-ই মুখ না খুললেও নেটিজেনরা বললেন যে কথা কনসার্টে বসের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত, ডিভোর্স চাইলেন সেই নারী দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন পাকিস্তানের খেলোয়াড় ১০ বছর আগের ফিচার ফেরাচ্ছে ফেসবুক ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা রশিদপুরে কূপে গ্যাসের সন্ধান, মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট স্বর্ণের দামে ফের রেকর্ড ‘পল্লী বিদ্যুতের কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ না দিলে ব্যবস্থা’ ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৯ শতাংশ ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০