২০২৪ সালের প্রতিবাদ নিয়ে ওএইচসিএইচআর রিপোর্ট তদন্তের আহ্বান- – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫
     ১০:৪১ অপরাহ্ণ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের জরুরি আবেদন:

২০২৪ সালের প্রতিবাদ নিয়ে ওএইচসিএইচআর রিপোর্ট তদন্তের আহ্বান-

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫ | ১০:৪১ 93 ভিউ
বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে বাংলাদেশের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের বিক্ষোভ এবং সহিংসতা সংক্রান্ত জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (OHCHR)-এর প্রতিবেদনের ওপর একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্তের জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে জরুরি আবেদন জানিয়েছেন। গত ২০ অক্টোবর, ২০২৫ তারিখে মহাসচিব গুতেরেসকে লেখা এক কঠোর ভাষায় লেখা চিঠিতে ড. মোমেন OHCHR-এর প্রতিবেদনটিকে ‘তথ্যগত অসঙ্গতি’ এবং ‘পক্ষপাতদুষ্ট আখ্যান’ নির্ভর বলে বর্ণনা করেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে এই প্রতিবেদন জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছে এবং একটি ‘অনির্বাচিত শাসনকে’ উৎসাহিত করে দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াচ্ছে। ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের টার্গেট করা হচ্ছে’ ড. মোমেন তার চিঠিতে উল্লেখ করেছেন, OHCHR-এর

প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৫ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারের সুপারিশ করেছে। এই কর্মকর্তাদের অনেকেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তিনি অভিযোগ করেন, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশ সরকারকে নির্দেশ দিয়েছেন যেন এই কর্মকর্তাদের একটি ‘ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল’ (Kangaroo Tribunal)-এর কাছে তুলে ধরা হয়, যা প্রক্রিয়াগত কোনো নিয়ম অনুসরণ না করে তার বিধি পরিবর্তন করে। মোমেন যুক্তি দেন, জবাবদিহিতা এবং ন্যায়বিচার অপরিহার্য হলেও, জাতিসংঘের উচিত নিরপেক্ষতা ও নির্ভুলতার নীতি বজায় রাখা। কিন্তু OHCHR-এর রিপোর্টে বস্তুনিষ্ঠতা ও যথাযথ প্রক্রিয়ার অভাব রয়েছে। মৃত্যুর সংখ্যা ‘অযৌক্তিকভাবে স্ফীত’ করার অভিযোগ সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে সবচেয়ে গুরুতর অভিযোগ এনেছেন মৃতের সংখ্যা নিয়ে। তিনি

দাবি করেন, দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলোর তথ্যানুসারে ১৬ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত মোট নিহতের সংখ্যা ছিল ৬৫৭ জন। এমনকি, অন্তর্বর্তীকালীন ইউনূস প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমে ৮২৪ জনের মৃত্যুর কথা উল্লেখ করে, যার মধ্যে ৫২ জন জীবিত ছিল বলে পরে জানা যায়। এই ৮২৪ জনের মধ্যেও ট্রাফিক দুর্ঘটনা ও স্বাভাবিক মৃত্যু অন্তর্ভুক্ত ছিল। ড. মোমেন লেখেন, “প্রথমদিকে জাতিসংঘের প্রাথমিক রিপোর্টে মৃতের সংখ্যা ৬৫০ জন বলা হলেও, OHCHR-এর চূড়ান্ত রিপোর্টে কোনো যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই আলাপ-আলোচনার ভিত্তিতে মৃতের সংখ্যা অযৌক্তিকভাবে বাড়িয়ে ১,৪০০ জন করা হয়েছে।” তিনি এই ধরনের অসঙ্গতি জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে বলে মত দেন। বাদ পড়া তথ্যের তালিকা ড. মোমেন অভিযোগ করেন, OHCHR-এর

রিপোর্টে ইচ্ছাকৃতভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যাওয়া হয়েছে, যা আখ্যানটিকে একপেশে করে তুলেছে: ১. পুলিশ হত্যা: বিক্ষোভে প্রায় ৩,২০০ পুলিশ কর্মকর্তাকে হত্যা করা এবং তাদের কিছু মৃতদেহ প্রকাশ্যে প্রদর্শন করা। ২. ক্ষতিপূরণ অধ্যাদেশ: ইউনূস প্রশাসনের জারি করা ‘ক্ষতিপূরণ অধ্যাদেশ’ (Indemnity Decree), যা বিক্ষোভ চলাকালীন অপরাধীদের সুরক্ষা দেয়। ৩. বিচারকদের অপসারণ: সুপ্রিম ও হাইকোর্টের বহু বিচারককে অবৈধভাবে বরখাস্ত করা। ৪. অস্ত্রের ব্যবহার: জঙ্গিদের বাড়িতে পুলিশের ব্যবহৃত নয় এমন ৭.৬২ মিমি স্নাইপার রাইফেল এর গুলি খুঁজে পাওয়া। ৫. সন্ত্রাসীদের মুক্তি: বর্তমান সরকারের অধীনে কারাগার থেকে সাজাপ্রাপ্ত সন্ত্রাসীদের মুক্তি দেওয়া। ৬. ধ্বংসযজ্ঞ: মেট্রো রেল, টেলিভিশন স্টেশন, রেললাইন এবং সরকারি ভবনে ভাড়াটে গুন্ডাদের দ্বারা অগ্নিসংযোগ ও লুটপাট। মোমেন বলেন, এই গুরুত্বপূর্ণ

তথ্যগুলো বাদ দেওয়ায় রিপোর্টটি প্রকৃত অপরাধীদের আড়াল করছে এবং যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন, তাদেরই অপরাধী হিসেবে চিহ্নিত করছে। মানবিক বিপর্যয় ও তদন্তের দাবি ড. এ কে আব্দুল মোমেন সতর্ক করে দেন যে, ত্রুটিপূর্ণ এই রিপোর্টটি রাজনৈতিক কারসাজিকে উসকে দিয়েছে এবং উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অসাধারণ অগ্রগতি অর্জন করা বাংলাদেশকে বর্তমানে মানবিক, অর্থনৈতিক ও সামাজিক পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। জাতিসংঘের সততা পুনরুদ্ধার এবং ন্যায়বিচারের নীতিকে সম্মান জানানোর জন্য, তিনি মহাসচিবের প্রতি OHCHR-এর বাংলাদেশ রিপোর্টের ওপর একটি ‘পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং স্বাধীন’ তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান। তিনি জোর দেন যে, ভুল রিপোর্টের ভিত্তিতে নিরপরাধ ব্যক্তিদের, বিশেষ করে যারা জাতিসংঘের পতাকার নিচে কাজ করেছেন,

তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে তা হবে ঐতিহাসিক অবিচার। সূত্র: দৈনিক আজকের কণ্ঠ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দরপত্র ছাড়াই ৬১০ কোটি টাকার টিকা কেনা : স্বচ্ছতা আর জবাবদিহিহীনতার নতুন নজির ছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা হারিয়ে যাচ্ছে, ইউনুসের অবৈধ সরকারের কিছু যায় আসে না কেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার রক্তাক্ত বাংলাদেশ : যে সন্ত্রাসীদের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন, তাদেরই দমন করবেন কীভাবে? প্রলয় চাকী —৯০-এর দশকের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক। জুলাইয়ের দাঙ্গার মাশুল দিচ্ছে লাখো শিক্ষার্থী : একে একে বন্ধ হচ্ছে বিদেশের দরজা অবৈধ ইউনুস সরকারের সাজানো নির্বাচন ,ভোট বর্জনের আহ্বান আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর পুরস্কারের রাতে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি নির্বাচনে ৫১ দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী ৫ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা যাবে অস্ত্র আছে, যুদ্ধ নেই—কর্মহীন বাহিনী, সীমাহীন ক্ষমতা বাংলাদেশের সেনা-রাজনীতির বাস্তবতা মুনাফার নামে মহাধোঁকা: ঋণের গর্তে বিমান ও বন্দর