হাতে আইফোন ১৬ দেখলেই ধরিয়ে দেওয়ার নির্দেশনা – ইউ এস বাংলা নিউজ




হাতে আইফোন ১৬ দেখলেই ধরিয়ে দেওয়ার নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ | ৫:১২ 4 ভিউ
আইফোন নিয়ে আগ্রহ আর ভাবগাম্ভীর্যের যেন শেষ নেই। তবে এবার আইফোন বিক্রি ও নিষিদ্ধ করেছে এশিয়ার একটি দেশ। এমনকি কারও হাতে আইফোন-১৬ দেখা গেলে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ না করায় ইন্দোনেশিয়ায় আইফোন ১৬ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। দেশটির শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কর্তাসাসমিতা এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন। গত মঙ্গলবার (২২ অক্টোবর) দেশটির শিল্পমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ায় আইফোন ১৬ ব্যবহার অবৈধ বলে গণ্য করা হবে। কেননা দেশটিতে আইফোন ১৬ এর জন্য এখনও আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) সার্টিফিকেশন ইস্যু করা হয়নি। অভিযোগ করা হয়েছে, ইন্দোনেশিয়ায়

বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ করেনি অ্যাপল। ফলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটিতে অ্যাপলের ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের কথা থাকলেও তারা এখন পর্যন্ত ৯ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয় আইফোনের ইএমআই আটকে দিয়েছে। ফলে নতুন করে কেউ আইফোন ব্যবহার করতে পারবেন না। এমনকি কারো হাতে আইফোন দেখা গেলে তাও কর্তৃপক্ষতে জানাতে অনুরোধ জানানো হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে শিল্পমন্ত্রী জানান, বিনিয়োগ ঘাটতির কারণে আইফোন ১৬ বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ হতে পারে। চলতি বছরের এপ্রিলে আপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুক ইন্দোনেশিয়া সফর করেন। এ সময় তৎকালীন প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে ভৈঠক করেন।

তবে তাতেও বিষয়টি সুরাহা হয়নি। এরপরই চলতি সপ্তাহে আইফোনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চলতি বছরের এপ্রিলে ইন্দোনেশিয়া সফর করেন অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুক। ওই সময় দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দেখা করে দেশটিতে অ্যাপলের সম্ভাব্য উৎপাদন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি। কিন্তু তাতেও বিষয়টির সুরাহা হয়নি। এরপরই চলতি সপ্তাহে আইফোন ১৬ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধের ঘোষণা এল। ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেবরি হেন্দ্রি অ্যান্টনি আরিফ জানান, আইফোন ১৬-এর টিকেডিএন সার্টিফিকেশনের আবেদন পর্যালোচনাধীন রয়েছে। তবে অ্যাপলের বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ না হলে আইফেন ১৬ বিক্রি বা ব্যবহারের বিষয়টি অনুমোদন পাবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তেজনার মধ্যে সামরিক বাজেট তিনগুণ করছে ইরান হাতে আইফোন ১৬ দেখলেই ধরিয়ে দেওয়ার নির্দেশনা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাইডেন আ.লীগের প্রতি পরম সহানুভূতিশীল বহু বিএনপি দেখতে পাচ্ছি চারদিকেই : খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া জুলাই গণহত্যার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছি : ভলকার তুর্ক হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাশেম রনির আসনে নূর : রাজনীতিতে তোলপাড় কবর প্রতিদিন মানুষের কাছে পাঁচটি জিনিস অনুরোধ করে কুষ্টিয়ায় নিখোঁজ পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার পেঁয়াজের কেজি ১৬০ টাকা আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল সেনা মোতায়েন ও ‘না’ ভোটের বিধান চান ইসি কর্মকর্তারা রাষ্ট্রপতির অপসারণে আপত্তি নেই বাম গণতান্ত্রিক জোটের বিশ্ব শান্তির জন্য হুমকি মোদি জাতীয় ঐক্য গড়ে উঠেছে, একে ধরে রাখতে হবে: তারেক রহমান ফের অবরোধের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের ৫ অঙ্গরাজ্যেই এগিয়ে ট্রাম্প ‘সব দলকে দেখেছেন, এবার জামায়াতকে দেশ চালানোর সুযোগ দিন’