ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তালেবানের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের সমালোচনা করল ভারত
পাকিস্তানে স্টারলিঙ্ক চালু করার অপেক্ষায় ইলন মাস্ক
গোহত্যার অভিযোগ, মুসলিম যুবককে পিটিয়ে খুন, আরেকজনকে গ্রেফতার
সরকারি কর্মীদের বেতন ৪০০ শতাংশ বাড়াচ্ছে সিরিয়া
ইয়েমেনে মৃত্যুদণ্ডে দণ্ডিত ভারতীয় নার্স কি প্রাণভিক্ষা পাবেন?
ইসরাইলের হামলায় গাজায় নিহত আরও ৮৮
ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা চালাল রাশিয়া
সিরিয়ার কূটনৈতিক পুনরুত্থান
সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন ও নতুন সরকার ক্ষমতায় আসার পর কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। দেশটির নতুন প্রশাসন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শাইবানি কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সফরে যাচ্ছেন। এরই মধ্যে তিনি প্রথম সরকারি সফরে সৌদি আরবে গেছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিয়ার এ শীর্ষ কূটনীতিক জানান, স্থিতিশীলতা রক্ষা, নিরাপত্তা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও সুসম্পর্ক গড়তে আগামী সপ্তাহে তিনি প্রতিবেশী তিন দেশে সফর করবেন। আলজাজিরা জানায়, এরই মধ্যে সিরিয়ার পুনর্গঠনের কাজ শুরু করেছে সৌদি আরব। সপ্তাহের শুরুতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে রিয়াদে যাওয়ার পর শুক্রবার সৌদির পাঠানো
মানবিক সহায়তাবিষয়ক একটি প্রতিনিধি দল দামেস্কে পৌঁছায়। তারা সিরীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মানবিক সহায়তা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। কার্যত সিরিয়ার বিদ্রোহী নেতা এইচটিএসের প্রধান আহমেদ হাসাইন আল শারার নেতৃত্বাধীন প্রশাসন স্বাস্থ্য খাতকে পুনর্জীবিত করার চেষ্টা করছে। ১৩ বছরের গৃহযুদ্ধ, স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। বাশার আল-আসাদের পতনের পর ইউরোপীয় দেশগুলোও সিরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করছে। এরই মধ্যে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক দামেস্ক সফর করে শারার সঙ্গে বৈঠক করেছেন। আসাদ পালিয়ে যাওয়ার পর এটিই ইউরোপের জ্যেষ্ঠ কূটনীতিকদের প্রথম সিরিয়া সফর। ফরাসি মন্ত্রী বলেছেন, এক মাস আগে সিরিয়ায় স্থিতিশীলতা, শান্তির নতুন আশা তৈরি
হয়েছে। এটি পূরণে তারা সহায়তা করবেন। বার্তা সংস্থা মেহের জানায়, সিরিয়ার রাকায় প্রথম সামরিক ঘাঁটি তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এইচটিএসের প্রধান শারা এ অনুমোদন দিয়েছেন। ইতোমধ্যে সিরিয়ার অন্য এলাকায় ১০টি ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের।
মানবিক সহায়তাবিষয়ক একটি প্রতিনিধি দল দামেস্কে পৌঁছায়। তারা সিরীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মানবিক সহায়তা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। কার্যত সিরিয়ার বিদ্রোহী নেতা এইচটিএসের প্রধান আহমেদ হাসাইন আল শারার নেতৃত্বাধীন প্রশাসন স্বাস্থ্য খাতকে পুনর্জীবিত করার চেষ্টা করছে। ১৩ বছরের গৃহযুদ্ধ, স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত। বাশার আল-আসাদের পতনের পর ইউরোপীয় দেশগুলোও সিরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করছে। এরই মধ্যে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক দামেস্ক সফর করে শারার সঙ্গে বৈঠক করেছেন। আসাদ পালিয়ে যাওয়ার পর এটিই ইউরোপের জ্যেষ্ঠ কূটনীতিকদের প্রথম সিরিয়া সফর। ফরাসি মন্ত্রী বলেছেন, এক মাস আগে সিরিয়ায় স্থিতিশীলতা, শান্তির নতুন আশা তৈরি
হয়েছে। এটি পূরণে তারা সহায়তা করবেন। বার্তা সংস্থা মেহের জানায়, সিরিয়ার রাকায় প্রথম সামরিক ঘাঁটি তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এইচটিএসের প্রধান শারা এ অনুমোদন দিয়েছেন। ইতোমধ্যে সিরিয়ার অন্য এলাকায় ১০টি ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের।