ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাজা যুদ্ধবিরতির আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন
দীর্ঘ ১২ বছর পর দামেস্কে কাজ শুরু করল তুরস্কের দূতাবাস
মধ্যপ্রাচ্য নিয়ে ইরানের ‘স্বপ্নভঙ্গ’, বিকল্প কী
সিরিয়ার ক্ষমতা দখলকারীদের সঙ্গে যোগাযোগ করল যুক্তরাষ্ট্র
হামাসের সাথে শান্তি চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি
‘অখণ্ড বাংলাদেশ’ গঠনের ডাক, তীব্র প্রতিক্রিয়া দিল্লির
সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় মিঠুন চক্রবর্তীর সতর্কবার্তা
সিরিয়ায় ইরান-রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রকে হটাচ্ছে তুরস্ক
বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে এরই মধ্যে সিরিয়াতে প্রচণ্ড ধাক্কা খেয়েছে পরাশক্তি রাশিয়া ও ইরান। এর মধ্যেই অঞ্চলটিতে আরেক ধাক্কা খেতে যাচ্ছে আরেক পরাশক্তি যুক্তরাষ্ট্র। আর উভয় পরাশক্তির এমন দুর্দশার পেছনে আছে তুরস্ক। সিরিয়ার তুর্কি আধিপত্য প্রতিষ্ঠায় এবার আটঘাট বেঁধে নেমেছে আঙ্কারা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত মানবিদের দখল নিয়েছে তুর্কিপন্থি সিরিয়ান ন্যাশনাল আর্মি।
মানবিজ শহরটি তুরস্কের দক্ষিণ সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত, যা ইউফ্রেটিস তথা ফুরাত নদীর পশ্চিমে ওয়াইপিজির সবচেয়ে বড় ঘাঁটি ছিল। কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তথা এসডিএফ
এর নিয়ন্ত্রণে আছে, যারা উত্তর ও পূর্ব সিরিয়ার একটি বড় অংশ শাসন করছে। এর মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ বেশকিছু তেলক্ষেত্র ও প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ২০১৬ সালে আইএস-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে যুদ্ধ করে মানবিজ দখল করে ওয়াইপিজি। মানবিজের পর ওয়াইপিজির দখলে থাকা রাক্কা শহরের দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ান ন্যাশনাল আর্মি, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েরেল জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এর নিয়ন্ত্রণে আছে, যারা উত্তর ও পূর্ব সিরিয়ার একটি বড় অংশ শাসন করছে। এর মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ বেশকিছু তেলক্ষেত্র ও প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ২০১৬ সালে আইএস-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে যুদ্ধ করে মানবিজ দখল করে ওয়াইপিজি। মানবিজের পর ওয়াইপিজির দখলে থাকা রাক্কা শহরের দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ান ন্যাশনাল আর্মি, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েরেল জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।