সাধারণের নাগালে নেই ফল, রমজান ঘিরে শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




সাধারণের নাগালে নেই ফল, রমজান ঘিরে শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০১ 62 ভিউ
বিলাসী পণ্য বিবেচনায় গত এক বছরে আপেল, আঙুরের মতো ফলে তিন দফায় বেড়েছে আমদানি শুল্ক। দাম সাধারণের নাগালের বাইরে যাওয়ায় কমেছে বিক্রি। এ পরিস্থিতিতে রমজানের বাজার নিয়ে শঙ্কায় বিদেশি ফল ব্যবসায়ীরা। এদিকে শুল্ক কমানোর দাবিতে ফল আমদানি বন্ধের ঘোষণা দিলেও তা স্থগিত করেছেন আমদানিকারকরা। বছরজুড়ে বিক্রি হলেও রোজায় চাহিদা বাড়ে দেশি-বিদেশি ফলের। বর্তমানে দেশি ফলের মৌসুম না থাকায় আপেল, কমলা, আঙুরসহ বিদেশি ফলের চাহিদা বাড়তি। কিন্তু আমদানিতে দফায় দফায় সম্পূরক শুল্ক বাড়ায় এসব ফল চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। একজন ক্রেতা বলেন, ‘রমজানে দাম কমা উচিত, নাহলে তো আমাদের সাধ্যের বাহিরে চলে যাবে।’ বিক্রেতারা বলছেন, আমদানি ব্যয় বাড়ায় গত এক মাসে বিভিন্ন বিদেশি

ফলের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত। আপেল, আঙুর ও আনারের দাম প্রায় ৪০০ টাকা ছুঁয়েছে। এমন পরিস্থিতিতে রোজায় ফল কেনা কমাবেন ভোক্তারা, শঙ্কা ব্যবসায়ীদের। রাজধানীর এক বিক্রেতা বলেন, ‘পাইকারি থেকে কেনার পর ১০ টাকা ২০ টাকা লাভে বিক্রি করি। ওইদিকে দাম বাড়লে আমাদেরও দাম বেশি রাখতে হয়। এখন মানুষ ফল অনেক কম নিচ্ছে। সরকার যদি ট্যাক্সটা কমায় দেয় তাহলে ফল বিক্রি করে চলতে পারব।’ ফল আমদানিকারকদের সংগঠনের দাবি, বাজারে বিক্রি হওয়া ফলের ৬৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করা। ২০২১-২২ অর্থবছরে আপেল, কমলা, আঙুর, নাশপাতির মতো ফল আমদানিতে শুল্ক ছিল ৮৯ দশমিক ৩২ শতাংশ। তিন বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬

দশমিক ২০ শতাংশে। অতিরিক্ত শুল্ক ও লোকসানের শঙ্কায় ফল আমদানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘ফল এখন সাধারণ মানুষ কিনতে পারছে না। আমরা যদি ১০০ টাকার ফল ইমপোর্ট করি, সেটাতে কিন্তু আমার রাজস্ব দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা। কাজেই ফল মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। আমাদের বেচা কেনাও কমে গেছে।’ চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, বিশ্বের ২২টি দেশ থেকে ৩৮ ধরনের ফল আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে ৯৫ শতাংশই আপেল, মাল্টা, কমলা, আঙুর ও আনার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টালিউডে অভিষেক হচ্ছে নওশাবার ‘আপত্তিকর স্পর্শের পর মেরেছিলাম, লোকটাও আমাকে পাল্টা মারধর করে’ খুনিরা যে দলেরই হোক, আইনের আওতায় আনা হবে: ডিএমপি অর্থবছর শেষে সরকারের ঋণ দাঁড়াবে প্রায় সাড়ে ২৩ লাখ কোটি ‘আমি জ্বালানির সুইচ বন্ধ করিনি’: বিধ্বস্তের আগ মুহূর্তে এয়ার ইনডিয়ার পাইলট যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে অস্থিরতা: স্থগিত হচ্ছে পোশাক রপ্তানির অর্ডার ‘দুই পক্ষের টানাটানিতে ৯ কোটি মানুষ ইন্টারনেটের বাইরে’ তিন মাসে এফডিআই এসেছে ১৫৮ কোটি ডলার সকাল ৯টার মধ্যে যেসব বিভাগে ঝড়বৃষ্টির আভাস ‘৫ কোটি টাকা’ চাঁদা দাবি, না পেয়ে পল্লবীতে আবাসন কর্মকর্তাকে গুলি আসামিকে হাজতে মোবাইল সুবিধা দেয়ায় পাঁচ পুলিশ সদস্য ক্লোজড পায়ুপথে ২ হাজার পিস ইয়াবা নিয়ে বিএনপি নেতা আটক টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ২ চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি ইউক্রেনের নেপচুন ক্ষেপণাস্ত্রে গুপ্তচরবৃত্তি, চীনা বাবা-ছেলে আটক সোহাগ হত্যা: আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন ৫ দিনের রিমান্ডে শর্তসাপেক্ষে ক্ষমা পেতে পারেন সাবেক আইজিপি মামুন চাঁদা না পেয়ে যুবদল নেতার বিরুদ্ধে বাস বন্ধের অভিযোগ মিয়ানমার থেকে থাইল্যান্ডে পালিয়েছে ১০০ জান্তা সেনা রুশ পররাষ্ট্রমন্ত্রীকে কিম জং উনের ‘উষ্ণ অভ্যর্থনা’