সবজি-মাছ, ডিম-মুরগির দাম চড়া – ইউ এস বাংলা নিউজ




সবজি-মাছ, ডিম-মুরগির দাম চড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ | ৪:৫৮ 55 ভিউ
টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের কাঁচাবাজারে সবজি, মাছ, ডিম, সোনালি-দেশি মুরগির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। ধনেপাতা বিক্রি হচ্ছে কেজি ২০০ থেকে ২৫০ টাকায়। বৃহস্পতিবার (১০ জুলাই) নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজার ও বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানে দর যাচাই করে এসব তথ্য পাওয়া গেছে। বাজারে শিম ৮০ টাকা, বেগুন ৭০ টাকা, দেশি গাজর ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছে কেজি ৬০ টাকায়। বরবটি, ঝিঙা, পটল, করলা গত সপ্তাহে ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে ছিল। এখন ৮০ টাকার নিচে এসব সবজি মিলছে না। ২৫ থেকে ৩০ টাকার পেঁপে

৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৮০ টাকা, কচুর লতি ৭০ টাকা, কচুরমুখী ৭০ টাকা, শালগম ৭০ টাকা, মূলা ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। কচু শাক ৪০ টাকা, মিষ্টি কুমড়া শাক ৫০ টাকা, পুঁই শাক ৪০ টাকা ও লাল শাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ওজন অনুযায়ী ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়। এছাড়া সাগরের লাল পোয়া ২৬০ থেকে ৩৫০ টাকা, টুনা মাছ ২৮০ থেকে ৩০০ টাকা, মাইট্যা ৬০০ থেকে ৮০০ টাকা, রুপচাঁন্দা ৪৫০ থেকে ১২০০ টাকা, কোরাল ৭৫০ থেকে ৯০০ টাকা, লাক্ষা ৪৫০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি

হচ্ছে। দাম বেড়েছে কেজিতে প্রায় ৩০ টাকা। রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫৫০ টাকায়, কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা, বেলে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা, কালিবাউশ ৩৫০ থেকে ৭০০ টাকা, চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, কাঁচকি ৪০০ টাকা, চাষের কৈ ২৫০ থেকে ৩০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৮০০ টাকা, বোয়াল ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা, চিতল ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। সোনালি মুরগি প্রতি কেজিতে ৪০ টাকা বেড়েছে। বাজারে ২৮০ থেকে ৩১০

টাকায় বিক্রি হচ্ছে সোনালি মুরগী। দেশি মুরগি কেজিতে ৩০ টাকা বেড়ে ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা লেয়ার ও লাল লেয়ার মুরগিও কেজিতে ৩০ টাকা বেড়ে ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস গত সপ্তাহের মতোই ৮০০ থেকে ৯৫০ টাকা। নগরের বহদ্দারহাট কাঁচা বাজারের ব্যবসায়ী রমজান আলী বাংলানিউজকে বলেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে সবজি আসতে বিঘ্ন ঘটেছে। এতে কিছু পণ্যের দাম বেড়েছে। আলুর দাম কম রয়েছে। মজুদ ছিল, তাই দাম বাড়েনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২ উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বেইজিং — চীনা পররাষ্ট্রমন্ত্রী ১৪৬ কোটি কর ফাঁকির অভিযোগ তিন কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বলছে পুলিশ এনবিআর বিলুপ্ত করে ২ বিভাগ, অধ্যাদেশ পাশ সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তান-চীন-আফগানিস্তানের ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র এক বছরেও গ্রেফতার হয়নি পালানো ৭২৪ বন্দি প্রশাসন রাজনীতিবিদ ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ফেসবুকে পোস্টে পদত্যাগের পর জাবি বাগছাস নেতার মিষ্টি বিতরণ বেসিক ব্যাংকের সব সূচক নিম্নমুখী দুই কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন দুদকের দুই উপপরিচালক বরখাস্ত ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা দ্রুত নিচে নামছে