সবজি-মাছ, ডিম-মুরগির দাম চড়া – ইউ এস বাংলা নিউজ




সবজি-মাছ, ডিম-মুরগির দাম চড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ | ৪:৫৮ 67 ভিউ
টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের কাঁচাবাজারে সবজি, মাছ, ডিম, সোনালি-দেশি মুরগির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। ধনেপাতা বিক্রি হচ্ছে কেজি ২০০ থেকে ২৫০ টাকায়। বৃহস্পতিবার (১০ জুলাই) নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজার ও বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানে দর যাচাই করে এসব তথ্য পাওয়া গেছে। বাজারে শিম ৮০ টাকা, বেগুন ৭০ টাকা, দেশি গাজর ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছে কেজি ৬০ টাকায়। বরবটি, ঝিঙা, পটল, করলা গত সপ্তাহে ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে ছিল। এখন ৮০ টাকার নিচে এসব সবজি মিলছে না। ২৫ থেকে ৩০ টাকার পেঁপে

৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৮০ টাকা, কচুর লতি ৭০ টাকা, কচুরমুখী ৭০ টাকা, শালগম ৭০ টাকা, মূলা ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। কচু শাক ৪০ টাকা, মিষ্টি কুমড়া শাক ৫০ টাকা, পুঁই শাক ৪০ টাকা ও লাল শাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ওজন অনুযায়ী ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়। এছাড়া সাগরের লাল পোয়া ২৬০ থেকে ৩৫০ টাকা, টুনা মাছ ২৮০ থেকে ৩০০ টাকা, মাইট্যা ৬০০ থেকে ৮০০ টাকা, রুপচাঁন্দা ৪৫০ থেকে ১২০০ টাকা, কোরাল ৭৫০ থেকে ৯০০ টাকা, লাক্ষা ৪৫০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি

হচ্ছে। দাম বেড়েছে কেজিতে প্রায় ৩০ টাকা। রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫৫০ টাকায়, কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা, বেলে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা, কালিবাউশ ৩৫০ থেকে ৭০০ টাকা, চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, কাঁচকি ৪০০ টাকা, চাষের কৈ ২৫০ থেকে ৩০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৮০০ টাকা, বোয়াল ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা, চিতল ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। সোনালি মুরগি প্রতি কেজিতে ৪০ টাকা বেড়েছে। বাজারে ২৮০ থেকে ৩১০

টাকায় বিক্রি হচ্ছে সোনালি মুরগী। দেশি মুরগি কেজিতে ৩০ টাকা বেড়ে ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা লেয়ার ও লাল লেয়ার মুরগিও কেজিতে ৩০ টাকা বেড়ে ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস গত সপ্তাহের মতোই ৮০০ থেকে ৯৫০ টাকা। নগরের বহদ্দারহাট কাঁচা বাজারের ব্যবসায়ী রমজান আলী বাংলানিউজকে বলেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে সবজি আসতে বিঘ্ন ঘটেছে। এতে কিছু পণ্যের দাম বেড়েছে। আলুর দাম কম রয়েছে। মজুদ ছিল, তাই দাম বাড়েনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নীলক্ষেতেই ছাপা ডাকসুর ব্যালট: সংখ্যায় বিশাল গরমিল, নির্বাচনে ঘাপলা ইউনুস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ: আটক নেতা-কর্মীদের পাশে কেন্দ্রীয় যুবলীগ ১০৪ সদস্যের লটবহর নিয়ে ড. ইউনূসের নিউইয়র্ক সফর: জনগণের অর্থের শ্রাদ্ধ করে প্রাপ্তিযোগ কী? প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ক ও উপদেষ্টাদের এলাকাপ্রীতিতে বঞ্চিত সমস্যাগ্রস্ত জেলার মানুষ ইউনূস আমলে ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা, বিদেশি ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হচ্ছে অনেককে শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশ ও সমাবেশের উপর দমন-পীড়ন মানবাধিকারের লঙ্ঘন ইতিহাসের সর্বোচ্চ ৫% হারে বৈদেশিক ঋণ: সরকারের নতুন ‘অর্থনৈতিক ঝুঁকি’ নিয়ে উদ্বেগ থানায় পুলিশ কর্মকর্তার সামনেই দুই বিএনপি নেতার হাতে লাঞ্ছিত আওয়ামী লীগ নেতার স্ত্রী পিপিআরসি জরিপ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ৭০% মানুষের উদ্বেগ ও শঙ্কা কালীগঞ্জে হিন্দু নারী ধর্ষণ: মিমাংসার প্রস্তাবে রাজি না হলে গুম করার হুমকি ১০৪ সদস্যের লটবহর নিয়ে ড. ইউনূসের নিউইয়র্ক সফর: জনগণের অর্থের শ্রাদ্ধ করে প্রাপ্তিযোগ কী? দেশে থেমে গেছে বিনিয়োগ: সংকোচন, স্থবিরতা ও অনিশ্চয়তার দুষ্টচক্রে অর্থনীতি জাতিসংঘে ট্রাম্পের বক্তৃতার সময় ‘নাশকতার’ অভিযোগ: তদন্তের দাবি জেএফকের মতোই ড. ইউনুস একদিন সঙ্গীদের ছেড়ে দেশ থেকে পালাবেন! আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার প্রত্যাশা বাড়ছে ‘অন্যায় চলতে থাকলে প্রতিক্রিয়া আসবেই’— মোহাম্মদ এ. আরাফাতের হুঁশিয়ারি আন্তর্জাতিক অপশক্তির সাথে সম্পৃক্ত শিশু বক্তার দম্ভোক্তি: আমরা এখন আর আঞ্চলিক খেলোয়াড় না বন্ধ হচ্ছে সিইপিজেডের কারখানাগুলো: সংকট ধামাচাপায় সংবাদ প্রকাশে বাধা দিলেও দাবিয়ে রাখা যায়নি শ্রমিকদের অপহরণসহ সকল অপরাধ বেড়েছে কয়েক গুণ: ইউনূস-আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি নিজ ভূখণ্ডে পাকি বিমানবাহিনীর বোমাবর্ষণ: নারী-শিশুসহ নিহত ৩০, অস্বীকার সরকারের