![](https://usbangla24.news/wp-content/themes/pitwmeganews/pitw-assets/pitw-image/user_default.png)
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/3-6-2502051307.webp)
মোদিকে যেভাবে বোকা বানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প?
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/marco-rubio-67a349ec34e4a.jpg)
‘আমরা গাজাকে আবার সুন্দর করে গড়ে তুলব’
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/image-528044-1738665159.jpg)
‘অবৈধ অভিবাসীদের’ সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/image-528265-1738727175.jpg)
গাজা উপত্যকার মালিক হবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/image-528089-1738672508.jpg)
পপরনে লাল রঙের লেহেঙ্গা, গা-ভর্তি গয়না অথচ মাথায় টাক!
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/dead-1738708350.webp)
সুইডেনে স্কুলে বন্দুক হামলায় নিহত ১০
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/2020-1738713908.jpg)
অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতেই কাঁটাতারের বেড়া
শরণার্থীদের ডিটেনশন সেন্টার স্থাপনের জন্য জমি দেবে টেক্সাস
![](https://usbangla24.news/wp-content/uploads/2024/11/27966.jpg)
অবৈধ শরণার্থীদের জন্য ডিটেনশন সেন্টার স্থাপনের জন্য প্রায় ১৪শ একর জমি দিতে চেয়েছে টেক্সাসের ল্যান্ড কমিশনার ডন বাকিংহ্যাম।
সংবাদমাধ্যমকে শুক্রবার দেয়া সাক্ষাৎকারে ডন বাকিংহ্যাম বলেছেন, শরণার্থীরা হিংস্র ও বিপজ্জনক। দেশে অনুপ্রবেশ করার পর বিভিন্ন ধরণের গুরুতর অপরাধ জড়িয়ে পড়ছে তারা। কয়েকদিন আগে একজন অ্যামেরিকান নারী তাদের হাতে নিহত হয়েছেন। তাই দেশকে নিরাপদ রাখতে অ্যামেরিকার মাটি থেকে তাদেরকে দূর করতে হবে। এজন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে চান তারা।
সাবেক পুলিশ কর্মকর্তা টম হোম্যান বলেছেন, জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার হুমকি মোকাবিলায় দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই প্রচুর অবৈধ
শরাণার্থী গ্রেফতার হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে বলে জানান তিনি। শুক্রবার ফক্স নিউযকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, হিংস্র অপরাধীদের জন্য ডিটেনশন সেন্টারের পরিকল্পনা করা হয়েছে। ল্যান্ড কমিশনার আরো বলেছেন, ট্রাম্প প্রশাসনের ভালো অংশীদার হিসেবে কাজ করতে চান তারা। এজন্য ১৪০২ একর জায়গা দিতে চান। এ প্রসঙ্গে রাইস ইউনিভার্সিটি ‘সেন্টার ফর ইউএস মেক্সিকো বর্ডারে’র ডিরেক্টর টনি পায়ান বলেছেন, ট্রাম্প প্রশাসন এর আগেও তাঁবু আকারে ডিটেনশন সেন্টার স্থাপন করেছিল। ডেমোক্র্যাটদের নীতির কারণে অ্যামেরিকার মানুষ সত্য থেকে বিভ্রান্ত হয়েছে। অনেক অভিবাসী শিশু মা-বাবার কাছ থেকে হারিয়ে গেছে এবং তাদের সঙ্গে ভয়ানক ঘটনা ঘটেছে বলে জানান ল্যান্ড কমিশনার। ওকলাহোমার রিপাবলিকান গভর্নর কেভিন স্টিট বলেছেন, সেখানকার
অবৈধ অভিবাসীরা আইন ভঙ্গ করছে এবং বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে তারা জড়িত। তাদের হাত থেকে ওকলাহোমার বাসিন্দা এবং স্টেইটকে রক্ষা করতে চান তিনি।
শরাণার্থী গ্রেফতার হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে বলে জানান তিনি। শুক্রবার ফক্স নিউযকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, হিংস্র অপরাধীদের জন্য ডিটেনশন সেন্টারের পরিকল্পনা করা হয়েছে। ল্যান্ড কমিশনার আরো বলেছেন, ট্রাম্প প্রশাসনের ভালো অংশীদার হিসেবে কাজ করতে চান তারা। এজন্য ১৪০২ একর জায়গা দিতে চান। এ প্রসঙ্গে রাইস ইউনিভার্সিটি ‘সেন্টার ফর ইউএস মেক্সিকো বর্ডারে’র ডিরেক্টর টনি পায়ান বলেছেন, ট্রাম্প প্রশাসন এর আগেও তাঁবু আকারে ডিটেনশন সেন্টার স্থাপন করেছিল। ডেমোক্র্যাটদের নীতির কারণে অ্যামেরিকার মানুষ সত্য থেকে বিভ্রান্ত হয়েছে। অনেক অভিবাসী শিশু মা-বাবার কাছ থেকে হারিয়ে গেছে এবং তাদের সঙ্গে ভয়ানক ঘটনা ঘটেছে বলে জানান ল্যান্ড কমিশনার। ওকলাহোমার রিপাবলিকান গভর্নর কেভিন স্টিট বলেছেন, সেখানকার
অবৈধ অভিবাসীরা আইন ভঙ্গ করছে এবং বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে তারা জড়িত। তাদের হাত থেকে ওকলাহোমার বাসিন্দা এবং স্টেইটকে রক্ষা করতে চান তিনি।