রাতের আঁধারে ‘আওয়ামী লীগ’ সেজে মিছিল, সমন্বয়ক বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




রাতের আঁধারে ‘আওয়ামী লীগ’ সেজে মিছিল, সমন্বয়ক বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ | ৭:২০ 75 ভিউ
রাতের আঁধারে হেলমেট পরে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান। সাথে ছিল ‌'জামায়াত-শিবিরের চামড়া, খুলে নিব আমরা, বিএনপির চামড়া- খুলে নিব আমরা' স্লোগানও। আর যারা স্লোগান দিচ্ছিলেন সবাই ছিলেন হেলমেট ও মাস্ক পরিহিত। মিছিলটিও বের করা হয়েছিল গত বুধবার (১৬ জুলাই) অর্থাৎ গোপালগঞ্জে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষের দিন গভীর রাতে। প্রথম দেখাতেই মনে হবে মিছিলটি বের করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু এর পিছনে ছিল নাটকীয় এক ঘটনা। মিছিলটির পরিকল্পনা ও নেতৃত্বে ছিলেন দ্য রেড জুলাই সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলা শাখার আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ এবং দেবহাটা উপজেলা জামায়াতের ইউনিট সদস্য সোলায়মান হোসেন। আর দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের

মধ্যে সখিপুর ইউনিয়নে নাটকীয় মিছিলটি সম্পন্নের পরামর্শক ও পৃষ্ঠপোষক ছিলেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। যিনি একসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকলেও, কয়েক বছর আগে জামায়াতের এক নারী নেত্রীর মেয়েকে দ্বিতীয় বিয়ে করে বনে গেছেন উপজেলা জামায়াতের ‘জামাতা’, তাদের ভোটব্যাঙ্ক কাজে লাগিয়ে হয়েছেন ইউপি চেয়ারম্যান। সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ ও জামায়াত নেতা সোলায়মান হোসেনের নেতৃত্বে মিছিলটিতে অংশ নিয়েছিলেন তাদের অনুসারী কিছু ছাত্র প্রতিনিধি ও জামায়াতকর্মী। ইউপি চেয়ারম্যান সাইফুলের পরামর্শে ওই রাতে পূর্ব পরিকল্পনা মাফিক দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের জনশূন্য চিনেডাঙ্গা এলাকায় আকর্ষিক মিছিলটি বের করেন সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ ও জামায়াত নেতা সোলায়মান। অনেক পরিকল্পনা করে তারা নিজেরা মাথায় পরেছিলেন হেলমেট আর

মাস্ক পরে ঢেকেছিলেন চেহারা। পাশাপাশি যাতে কেউ চিনতে না পারে সেজন্য মিছিলে অংশ নেয়া তাদের প্রত্যেক অনুসারীকেও মাস্ক পরিয়েছিলেন তারা। মুখে তোলেন ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘জামায়াত-শিবিরের চামড়া, খুলে নিব আমরা’ ও ’বিএনপির চামড়া, খুলে নিব আমরা’ সহ বিভিন্ন স্পর্শকাতর স্লোগান। কয়েক মিনিটের মিছিলটি অস্পষ্ট ভিডিওধারণ করে রাতেই নিজের আইডি থেকে ফেসবুকে ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগকে শায়েস্তা করার হুংকার দেন সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ। তাদের উদ্দেশ্য ছিল ৫ আগষ্ট পরবর্তী বিশৃঙ্খলা থেকে সাম্প্রতিক সময়ে শান্ত হওয়া দেবহাটাকে অশান্ত করে তোলা এবং পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে এলাকায় থাকা আওয়ামী লীগ কর্মীদের ব্লাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া। যেমন পরিকল্পনা, তেমন কাজ! মাঝরাতে মিছিলের

অস্পষ্ট ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার পরই নড়ে চড়ে বসে দেবহাটা থানা পুলিশ, ঘুম হারাম হয়ে যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের। উপজেলার বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারাও প্রথমে ফেসবুকে মিছিলটির অস্পষ্ট ভিডিও দেখে সেটিকে আওয়ামী লীগের ঔদ্ধত্যপূর্ণ কর্মকাণ্ড ভেবে অবাক হয়েছিলেন। বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক পুলিশি অভিযান আর খাল-বিলে নির্ঘুম রাত কাটিয়ে বিষয়টি দফারফা’র জন্য সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ ও জামায়াত নেতা সোলায়মানের সাথে যোগাযোগ শুরু করেছিলেন এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরইমধ্যে উপজেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের হাতে পৌঁছায় পরিকল্পিত ওই মিছিলের স্পষ্ট ভিডিও ফুটেজ, যা সেই রাতেই মোবাইলে ধারণ করেছিলেন সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ ও জামায়াত নেতা সোলায়মান হোসেনের

অনুসারীরা। এতেই বেরিয়ে আসে থলের বিড়াল। মাথায় হেলমেট আর মুখে মাস্ক পরে চেহারা ঢাকার চেষ্টা করলেও বেশভুষা, অঙ্গভঙ্গি ও কণ্ঠস্বরে সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজ ও জামায়াত নেতা সোলায়মানকে চিনে ফেলেন উপজেলা জামায়াতে ইসলামী ও সাতক্ষীরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বিষয়টি আবারও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বিষয়টি ঘিরে গত কয়েকদিনের আলোচনা-সমালোচনার মুখে সমন্বয়ক মুজাহিদ বিন ফিরোজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (২৩ জুলাই) সংগঠনের প্যাডে দেয়া এক লিখিত আদেশে অপকর্মে লিপ্ত মুজাহিদ বিন ফিরোজকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. আরাফাত হোসেন। অন্যদিকে উপজেলা জামায়াতের একাধিক দায়িত্বশীল

সূত্র জানিয়েছে। মিছিলে হেলমেট পরে জামায়াত নেতা সোলায়মানের অংশগ্রহণের বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। শুধু সোলায়মান নয়, তার সাথে ওই মিছিলে থাকা অন্যান্য জামায়াত কর্মীদের তালিকা করে এরইমধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দকে সুপারিশসহ লিখিত প্রতিবেদন দিয়েছেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. অলিউল ইসলাম। এনিয়ে গত কয়েকদিনে জেলা ও উপজেলায় দফায় দফায় বৈঠকেও বসেছিলেন জামায়াত নেতারা। যদিও অভিযুক্ত জামায়াত নেতা সোলায়মানসহ তার অনুসারীদের বিরুদ্ধে এখনও কোন পদক্ষেপ দেখা যায়নি, তবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও দাবি করেছেন উপজেলা জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতা। উল্লেখ্য, গত বছরের ৫ আগষ্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর পুলিশ-প্রশাসনের ভয় দেখিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জিম্মি

করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ‘নেতা’ বনে গিয়েছিলেন কৈশোর শেষ করে যুবকের খাতায় পা দেয়া ২২ বছরের যুবক মুজাহিদ বিন ফিরোজ। তার উৎপাত আর অনৈতিক আবদারে বেকায়দায় পড়ে তটস্থ থাকতে হতো দেবহাটার ইউএনও-ওসিকেও। কিছুদিন আগে দেবহাটা উপজেলার পুষ্পকাটিতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও লুট করতে গিয়ে সেনাবাহিনীর হাতে ধরা পড়েন তার তিন সহযোগী। এর কয়েকদিন পরই নিজেকে ফেসবুকে ‘রাষ্ট্রপতি’ ঘোষণা দিয়েছিলেন তিনি। এসব ঘটনায় সংবাদ প্রকাশ হলে মেজাজ হারিয়ে ‘আওয়ামী ট্যাগ’ লাগিয়ে রাজনৈতিক মামলায় আসামী বানানোর হুমকিও দিয়েছিলেন সাংবাদিককে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ কী নিয়ে? বিসিবি নির্বাচনে জিতলে যে পরিবর্তন আনতে চান তামিম মেরুন টি-শার্ট পরা সেই ব্যক্তি ছিলেন পুলিশের কনস্টেবল ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দ্রুতগতির প্রাইভেটকার কেড়ে নিল পথচারীর প্রাণ সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে মাইক্রোসফটে বিক্ষোভ, চাকরি হারালেন ৪ কর্মী জাপানের প্রধানমন্ত্রীকে কী উপহার দিলেন মোদি? বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’, আলোচনায় পাকিস্তানী সাংবাদিক সম্পর্ক জোরদারে চার দিনের সফরে চীন যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী চীনে পৌঁছেছেন এরদোগান চুয়াডাঙ্গায় এক বছরে বিয়ে হয়েছে ৮ হাজার, বিচ্ছেদ সাড়ে ৫ হাজার লিটনের ফিফটিতে সিরিজে দাপুটে শুরু বাংলাদেশের নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ তীব্রতর, অনিশ্চয়তায় প্রাবোও প্রশাসন এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর জরায়ুর বদলে লিভারে বেড়ে উঠছে ভ্রূণ