যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো ৩৯ বাংলাদেশি – ইউ এস বাংলা নিউজ




যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো ৩৯ বাংলাদেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ | ৬:৩০ 70 ভিউ
যুক্তরাষ্ট্র থেকে এক নারীসহ ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে তারা হযরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তা বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে, একটি বিশেষ সামরিক বিমানে (সি-১৭) করে তাদের ফেরত পাঠানো হয়েছে। দীর্ঘ ৬০ ঘণ্টার যাত্রা শেষে তারা ঢাকায় পৌঁছান। দেশে ফেরার পর ব্র্যাকের পক্ষ থেকে তাদের পরিবহন সহায়তা দেওয়া হয় এবং প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে খাবারের ব্যবস্থা করা হয়। ফেরত আসাদের অভিযোগ, দীর্ঘ যাত্রার পুরোটা সময় তাদেরকে হাতকড়া পরিয়ে রাখা হয়। তাদের একজন বলেন, আমরা অপরাধী নই, আমরা তো আশ্রয় চেয়েছিলাম। কিন্তু আমাদের

সঙ্গে ভয়ংকর বন্দিদের মতো আচরণ করা হয়েছে। ৩৯ জনের যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা প্রসঙ্গে জানতে চাইলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্লাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, আমরা যতটা জেনেছি, ফেরত আসাদের কেউ কেউ ঘরবাড়ি বিক্রি করেছেন, ধার-দেনা করে কেউ ৩০ লাখ, কেউ ৪০ লাখ টাকা পর্যন্ত খরচ করে মেক্সিকো বা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে অনিয়মিত পন্থায় পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। এরপর আশ্রয় প্রার্থী হিসেবে আবেদন করেছিলেন। কিন্তু আদালত ও অভিবাসন কর্তৃপক্ষ তাদের সেই আবেদন খারিজ করে দেয়। এরপর তাদেরকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কলা গাছ থেকে কাপড় বানিয়ে বাজিমাত তাইওয়ানের উদ্যোক্তার অমর একুশে বইমেলা শুরু চলতি বছরের ১৭ ডিসেম্বর ইভ্যালির রাসেল-শামীমার তিন বছর কারাদণ্ড স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু বিসিবির নির্বাচনে জিতলে ক্রিকেট ছাড়বেন তামিম এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর ৭ দাবিতে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের বিক্ষোভ সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বাড়ছে আফগানিস্তানকে হারাতে পারবে শ্রীলংকা, পরিসংখ্যান কী বলে? জামালপুরে আ. লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল অটোমেশন বাতিল চান বেসরকারি মেডিকেল কলেজ মালিকরা যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশসহ ৫ দেশকে ‘হুমকি’ ভাবছে ভারত আগামী মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিলের আহ্বান টিআইবির