ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশ আবার সারের জন্য ফেটে পড়ছে—এই হলো বিদেশিদের পোষ্য জামাতি ইউনুস সরকারের আসল চেহারা!
‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক
আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও আল্টিমেটাম দিলেন ডাল্টন হীরা
‘ওই নূতনের কেতন ওড়ে’
সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী
তানিয়া রবের গাড়ি বহরে হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : জেএসডি
আওয়ামী লীগের জনপ্রিয় নেতৃত্বকে দুর্বল করতে পরিকল্পিত আগুন–সন্ত্রাস?
যতদিন উপভোগ করব ততদিনই খেলা চালিয়ে যাবো: সাকিব
বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে মাঠে দেখা না গেলেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে এখনো খেলছেন। বর্তমানে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। যদিও গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে হেরেছে দুবাই।
গতকাল রোববারের ম্যাচে মাঠে নামার আগে নিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, '(এখনও দারুণ পারফর্ম করার পেছনে) আমার মনে হয় খেলাটার প্রতি ভালোবাসা।’
তিনি বলেন, ‘আমি এখনো খেলাটাকে ভালোবাসি ঠিক যেমন আমি অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৯ এর সময় ভালোবাসতাম।'
এখনো আগের মতোই ক্রিকেটটা উপভোগ করেন সাকিব। তিনি বলেন, 'আমি এখনও খেলাটাকে খুবই উপভোগ করি আমি মনে করি এটাই গুরুত্বপূর্ণ। যতদিন আমি উপভোগ করব ততদিনই আমি খেলে যাব।'
তার দলের অবস্থা
নিয়ে সাকিব বলেন, 'আমরা প্রথম ম্যচে দুর্দান্ত খেলেছি। ২য় ম্যাচটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। কিন্তু আজকের ম্যাচটা আলাদা। যেহেতু রাতে খেলা, ব্যাপারগুলো অন্যরকম হবে। গায়ানার বিপক্ষে খেলা, গ্যালারি পরিপূর্ণ থাকবে। আমরা ম্যাচের জন্য মুখিয়ে আছি। দুই দলের জন্যই মাস্ট উইন গেম।' 'গায়ানার ঘরের মাঠ, তারা সুবিধা বেশি পাবে। কিন্তু আমরা ভালো করতে চাই এবং জিততে চাই। বোলিং হলো এমন একটি ব্যাপার যেটা আমি যেকোন সময় করতে পারি।’ তিনি বলেন, ‘একটা পাওয়ারপ্লে তে, একটা ডেথ ওভারে, দুইটা মিডল ওভারে। ব্যাটিংয়ের ক্ষেত্র, যদি দল ভাল শুরু করতে পারে, আমি চাই মোমেন্টাম ধরে রাখতে। দল ভাল শুরু না করলে, আমি চাই একটা জুটি গড়তে। যাতে
ভালো সংগ্রহ পাই।’
নিয়ে সাকিব বলেন, 'আমরা প্রথম ম্যচে দুর্দান্ত খেলেছি। ২য় ম্যাচটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। কিন্তু আজকের ম্যাচটা আলাদা। যেহেতু রাতে খেলা, ব্যাপারগুলো অন্যরকম হবে। গায়ানার বিপক্ষে খেলা, গ্যালারি পরিপূর্ণ থাকবে। আমরা ম্যাচের জন্য মুখিয়ে আছি। দুই দলের জন্যই মাস্ট উইন গেম।' 'গায়ানার ঘরের মাঠ, তারা সুবিধা বেশি পাবে। কিন্তু আমরা ভালো করতে চাই এবং জিততে চাই। বোলিং হলো এমন একটি ব্যাপার যেটা আমি যেকোন সময় করতে পারি।’ তিনি বলেন, ‘একটা পাওয়ারপ্লে তে, একটা ডেথ ওভারে, দুইটা মিডল ওভারে। ব্যাটিংয়ের ক্ষেত্র, যদি দল ভাল শুরু করতে পারে, আমি চাই মোমেন্টাম ধরে রাখতে। দল ভাল শুরু না করলে, আমি চাই একটা জুটি গড়তে। যাতে
ভালো সংগ্রহ পাই।’



