মামলা থেকে বাদ দিতে ১ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপি নেতার অডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




মামলা থেকে বাদ দিতে ১ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপি নেতার অডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ | ৭:০৪ 27 ভিউ
নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির সহ-যুব সম্পাদক বেলাল হোসেন সৌখিনের বিরুদ্ধে মামলার আসামির তালিকা থেকে নাম বাদ দিতে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক শামসুল আলম খানের কাছে তিনি এই চাঁদা দাবি করেন বলে অভিযোগ। এ বিষয়ে দুই নেতার কথোপকথনের ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে বিস্ফোরক দ্রব্যাদি আইনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ রানা, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, বদলগাছী সদর

ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলামসহ ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২০ জনের নামে বদলগাছী থানায় একটি মামলা হয়। মামলার বাদী উপজেলা বিএনপির সহ-যুব সম্পাদক বেলাল হোসেন ওরফে সৌখিন। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার গোবরচাপা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনে শোনা যায়- সৌখিন: হ্যালো, সালামালেকুম। ভাই আমি সৌখিন, চাংলার সৌখিন শামসুল: হ্যাঁ ভাই, ভালো সৌখিন: চিনতে পারছেন শামসুল : হ্যাঁ ভাই পারছি সৌখিন: আপনি ওই ম্যানকাক (বিএনপি নেতা মানিক) বলে ২ লাখ টাকা দিছেন শামসুল : না না না ভাই সৌখিন: ম্যানকা আপনাক বাঁচাতে পারবে? শামসুল : বাঁচা-মরা এখন আল্লাহর

হাতে সৌখন: আল্লার হাতে ঠিক আছে; কিন্তু আল্লাহ যে আমার হাতে লিখে রাখছে আপনাক। তা আপনি ম্যানকার সঙ্গে যোগাযোগ করে বাঁচতে পারবেন? আমরা কি ... ফেলাব। ভাগ মিলতেছে না। আমার এই নম্বরে বিকাশ, নগদ সব আছে। আপনি ১ লাখ টাকা এখানে পাঠায়ে দেন। তাইলে আপনি ম্যানকাক টাকা দেবেন মানে আমরা কে? টাকা দিতে হবে। গতকাল বুধবার রাত ১০টার দিকে প্রথমে সুমন হোসেন ও নয়ন হোসেন নামের দুইটি ফেসবুক আইডি থেকে কথোপকথনের এই অডিও পোস্ট দেওয়া হয়। পরে এই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে শামসুল আলম বলেন, বুধবার বেলা ১১টার দিকে নওগাঁয় আদালতে একটা কাজে গিয়েছিলাম। ওই সময় একটা অপরিচিত নাম্বার

থেকে কল আসে। নিজেকে চাংলার সৌখিন পরিচয় দিয়ে আমার কাছ থেকে টাকা দাবি করা হয়। শুনতেছি মামলায় অভিযুক্ত অন্যদের কাছ থেকেও এভাবে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে। অভিযোগের বিষয়ে বিএনপি নেতা বেলাল হোসেন সৌখিন বলেন, শামসুল চেয়ারম্যানের সঙ্গে আমার কথাই হয়নি। যেটা ছড়াচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া। আমি মামলার বাদী। আমাকে ফাঁসানোর জন্য কেউ কম্পিউটারে এডিট করে ফেসবুকে ছাড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘরের মেয়ে ঘরে ফেরার মতো আনন্দ পাচ্ছি: নুসরাত গাজায় ধ্বংসস্তূপ থেকে ২ শতাধিক লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু, ৪ বাংলাদেশি গ্রেপ্তার শেরপুরে বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ, আটক ১ লস অ্যাঞ্জেলেসে ফের দাবানলের হানা, দ্রুত ছড়াচ্ছে আগুন পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে! নতুন বার্তা দিলো বিজ্ঞানীরা ভারতের উদ্দেশ্যে বড়সড় ‘হুমকি’ দিলেন ট্রাম্প! ফের বিমানবন্দরে হুমকির বার্তা, নিরাপত্তা জোরদার রাষ্ট্র সংস্কার নিয়ে দ্রুত আলোচনা চায় বিএনপি তাড়াতাড়ি বুড়ো হতে না চাইলে, নিয়মিত যে ৮ টি খাবার খাবেন ১৮ কোটি মানুষের সাহস আছে সীমান্তে, ভয় পাওয়ার প্রশ্নই আসে না এআই সহায়তা দিয়ে গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনীর পাশে গুগল জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডানে যাওয়া বন্ধ আলেমদের তত্ত্বাবধানে দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা ইলন মাস্ক আমাদের আইনস্টাইন ফোনালাপে কি কথা হলো ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজের? ব্যাংক অব আমেরিকার সিইও-কে নিয়ে সমালোচনা ট্রাম্পের ফেডারেল সহায়তার পরিবর্তে রাজ্যগুলোকেই সমস্যার সমাধান করতে বললেন ট্রাম্প চ্যাম্পিয়ন্স ট্রফি: কবে আসছে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড? দাভোসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভাষণ দিতে পারেন ট্রাম্প