মাঝ আকাশে ইলন মাস্কের স্টারশিপ রকেটের বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫
     ৭:৩১ পূর্বাহ্ণ

মাঝ আকাশে ইলন মাস্কের স্টারশিপ রকেটের বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ | ৭:৩১ 167 ভিউ
যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের উৎক্ষেপণের কয়েক মিনিট পরই তা বিস্ফোরিত হয়। দক্ষিণ টেক্সাসের উৎক্ষেপণকেন্দ্র থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৮ মিনিটে উৎক্ষেপণ করে স্পেসিএক্স। কিন্তু উৎক্ষেপণের ৮ মিনিটের মাথায় তা ভেঙে পড়ে। খবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির। এ বিষয়ে স্পেসএক্সের কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বৃহস্পতিবার এ রকেটের পরীক্ষা চালানো হয়। তবে উৎক্ষেপণের স্বল্পসময়ের মধ্যেই এতে ত্রুটি দেখা দেয়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ গ্লেন নামের রকেটের প্রথম সফল উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পর মাস্কের প্রতিষ্ঠানের স্টারশিপ রকেটের ওই পরীক্ষা চালানো হয়। বৃহস্পতিবার ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ব্লু অরিজিনের

রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। মহাকাশযানের বাজারে নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন মাস্ক ও বেজোস- এই দুই ধনকুবের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা টুইটে স্পেসএক্স জানায়, উৎক্ষেপণের পর দ্রুতই অনির্ধারিতভাবে স্টারশিপ রকেটটি ভেঙে পড়ে। উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার মূল কারণ আরও ভালোভাবে বুঝতে সংশ্লিষ্ট দলগুলো ফ্লাইট পরীক্ষার তথ্য পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। স্পেসএক্স আরও জানায়, আমরা এ ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যা শিখি, তা থেকেই সাফল্য আসে এবং আজকের উৎক্ষেপণ স্টারশিপের নির্ভরযোগ্যতা বাড়াতে আমাদের সহায়তা করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উৎক্ষেপণের ফুটেজে দেখা যায়, মাঝ আকাশে একটি রকেট বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ছে। তবে এ ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি। ওই ঘটনা নিয়ে ইলন মাস্ক এক্সে লেখেন,

সাফল্য অনিশ্চিত, তবে বিনোদন নিশ্চিত। এই বার্তার সঙ্গে রকেট উৎক্ষেপণের একটি দৃশ্যও শেয়ার করেন তিনি। মাস্ক তার পোস্টে আরও লেখেন, রকেটের উন্নত সংস্করণ এরই মধ্যে উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে। স্পেসএক্সের সরাসরি সম্প্রচারের তথ্য বলছে, স্টারশিপ রকেটের উৎক্ষেপণে ৭২ লাখের মতো ভিউ হয়েছে। জানা যায়, উৎক্ষেপণের প্রায় ৪ মিনিট পর রকেটটির ওপরের অংশ এটির ‘‘সুপার হেভি’’ বুস্টার থেকে পরিকল্পনামতো বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু এর পরপরই ওপরের অংশটিতে বিস্ফোরণ ঘটে এবং মিশন টিমের কাছ থেকে রকেটটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানান স্পেসএক্সের যোগাযোগ ব্যবস্থাপক ড্যান হিউঅট। তবে উৎক্ষেপণের প্রায় ৭ মিনিট পর সুপার হেভি বুস্টার পরিকল্পনা অনুযায়ী উৎক্ষেপণস্থলে ফিরতে সক্ষম হয়। এ ঘটনায় মার্কিন কেন্দ্রীয় বিমান পরিবহন

প্রশাসন (এফএএ) জানায়, স্পেসএক্স মিশনের রকেট উৎক্ষেপণে বিপত্তি দেখা দেওয়ার ঘটনাটি অবগত ছিল তারা। পরে যেখানে রকেটের ধ্বংসাবশেষ পড়ছিল, সে এলাকা থেকে উড়োজাহাজগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাড়ি নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা দাবি যুবদল কর্মীদের, প্রতিবাদ করায় প্রবাসীকে পিটুনি মেট্রোরেলের রক্ষণাবেক্ষণে নেই বরাদ্দ, দুর্ঘটনার দায় ঠিকাদারদের ঘাড়ে চাপালেন এমডি নিরাপত্তাহীনতার কারণে একে একে বাতিল হচ্ছে ক্রয়াদেশ, আরও অসংখ্য কারখানা বন্ধের শঙ্কা ট্রাম্পের নির্দেশ: নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির আহ্বান রাজনৈতিক কৌশলে পরাজিত বিএনপি কি জামায়াতকে নিষিদ্ধের পথে হাঁটবে! প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে পদোন্নতির নামে স্বাস্থ্য উপদেষ্টার কোরামপ্রীতি: বঞ্চিত ৮৭৯ চিকিৎসক দেশে হিন্দু ৩ কোটি হলেও বিএনপির মনোনয়ন পেলেন মাত্র ২ জন, বাদ পড়লেন অনেক হিন্দু নেতা বিএনপির নয়নকে ‘বুড়িগঙ্গার পানি’ দিয়ে ধোয়ার মন্তব্যে ঝড়, এনসিপির পাটোয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা জামায়াত কি আদৌ মওদুদীর ‘বিকৃত আকিদা’ ঝেড়ে ফেলতে পেরেছে? নাকি আগের পথেই আছে? মহিলা পরিষদ: অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতন-সহিংসতার শিকার জেলহত্যা দিবস: শেখ হাসিনার বাণীতে কলঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা তুলসি গ্যাবার্ডের ঘোষনা ‘ওয়াশিংটনের পুরানো রেজিম চেঞ্জের যুগ শেষ’ অপসো স্যালাইনের প্রায় ৬শ শ্রমিক ছাঁটাই: পোশাক খাতের পর খড়গ এবার ওষুধ শিল্পের ওপর বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি ১ কোটি টাকায় বিক্রি হতে পারে সরকারি চাকরি: নতুন প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের উত্থানে তীব্র উদ্বেগ, প্রতিবাদে নামার আহ্বান হাসান জাহিদের প্রশ্নফাঁস ইস্যুতে সরকারকে কড়া সমালোচনা, যোগ্য প্রার্থীদের জন্য ন্যায্যতার দাবি মালয়েশিয়ায় কর্মী রফতানিতে চরম ধস: শেখ হাসিনার আমলে ৩.৫ লাখের বিপরীতে ইউনুসের সময়ে গেলেন মাত্র ২,৬৭০ জন পর্দার আড়ালে দরকষাকষি: শর্ত নতুন সংবিধান প্রণয়ন জাতীয় চার নেতার অবদান ও জেলহত্যা দিবস নিয়ে স্মৃতিচারণ বিটিএমএ সভাপতি: প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল উন্মাদের মতো কথা বলেন