মধুমাসে রাজধানীর বাজারে ফলের বাহার – ইউ এস বাংলা নিউজ




মধুমাসে রাজধানীর বাজারে ফলের বাহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ | ৯:৩৭ 73 ভিউ
মধুমাসে রাজধানীর বাজারে এসেছে বাহারি রকমের ফল। নানা সীমাবদ্ধতার মাঝেও সব শ্রেণিপেশার মানুষই এই সময় ফলের স্বাদ নিচ্ছেন। বাজারে পাওয়া যাচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু, তালশাঁস, আনারস, লটকন, গোলাপ জাম, বেতফল, গাব, জামরুল, আতাফলসহ বিভিন্ন রকমের রসালো ফল। নানান ফলের পসরা উপেক্ষা করতে পারছেন না কেউই। বিক্রেতারা বেশি দাম হাঁকলেও সাধ্য অনুসারে সবাই ফল কিনছেন। ক্রেতারা জানান, মধুমাসে প্রচুর ফল বাজারে এসেছে। কিন্তু ক্রেতারা দাম ছাড়তে চাচ্ছেন না। তবে বিক্রেতাদের দাবি, আড়ৎ থেকে বেশি দামে ফল কিনতে হচ্ছে তাদের। তাই ফলের দাম বেশি খুচরা বাজারে। রাজধানীর পল্টন, কারওয়ান বাজার, শান্তিনগর, ও মিরপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, বর্তমানে বাজারে

ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে আম ও লিচু। বাজারে রাজশাহীসহ বিভিন্ন এলাকা থেকে খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়াসহ বিভিন্ন জাতের আম এসেছে। সবগুলো আমই কেজি প্রতি ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া একশ লিচু ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। কালোজাম বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। প্রতিটি তাল ৩০-৪০ টাকা, আনারস ৩০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। নগরীর প্রায় প্রতিটি পাড়া-মহল্লা ও ফুটপাতে ভ্যানে করেও মৌসুমি এসব ফল বিক্রি করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রতি পিচ কাঁঠাল ৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আল মাহমুদ নামের একজন সরকারি চাকরিজীবীর সঙ্গে ফলের দোকানে দেখা হয়। তিনি বলেন, পরিবারের ছোট ছেলে লিচুর আবদার

নিয়মিত করে তাই বেশি করে লিচু কিনেছি। আর আমার ব্যক্তিগত পছন্দ খিরসাপাত আম, সেটাও কিনেছি। আসমা বেগম নামের একজন গৃহিনী বলেন, আমাদের মধ্যবিত্ত পরিবার সাধ্যের মধ্যে সব কিছু ক্রয় করতে হয়। তাই ছোট ছেলে-মেয়ের জন্য কিছু আম ও লিচু কিনেছি। তবে বাজারে ব্যাপক ফল থাকলেও সেই তুলনায় দাম বেশি। ফলের এই মৌসুমে অন্তত দাম একটু কম হওয়া দরকার। শান্তিনগর এলাকার ফল বিক্রেতা মুহসীন আলী বলেন, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলা থেকে আম আসছে। আমের দাম তুলনামূলক কম। সব ধরনের আমের বিক্রিই ভালো। তবে অন্যান্য ফল আড়তেও দাম বেশি। তাই খুচরা বাজারে কম দামে বিক্রি সম্ভব হচ্ছে না। মিরপুর এলাকার ফল ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, দিনাজপুর

থেকে এক গাড়ি লিচু নিয়ে এসেছি। বাজারে লিচুর চাহিদা প্রচুর। ভালো দামে প্রচুর লিচু বিক্রি হচ্ছে। এছাড়া কিছু লোকজন কাঁঠালও কিনছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের এ কেমন সংস্কার! দুদকের মামলার একদিন পরই আসামী উল্টো পুরস্কৃত, পেলেন আরও বড় দায়িত্ব নৃশংস বর্বরতা আর নরকীয়তার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হল – নূরুল মজিদ হুমায়ূনের নিথর দেহে হাতকড়া লাগিয়ে। ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো? শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ১৯ বছর ধরে ইসরায়েলে বন্দি কে এই ‘দ্বিতীয় ইয়াহিয়া সিনওয়ার’? হংকংয়ের কাছে হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার