ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো না: কাদের সিদ্দিকী – ইউ এস বাংলা নিউজ




ভাসানীর জন্ম না হলে বাংলাদেশ হতো না: কাদের সিদ্দিকী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ | ৯:০৩ 34 ভিউ
কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, যে মানুষটির (মওলানা ভাসানীর) জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না। যে মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না। তার অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। রোববার সকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, অতি সম্প্রতি বাংলাদেশ একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। কিন্তু অতীতকে বর্জন করে, অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে

চাই, তাহলে তারা আহাম্মকের স্বর্গে বাস করছে। দুদিন পরে তাদেরকেও এ রকম হতে হবে। তিনি বলেন, মানুষ খুব আশা করেছিল কিন্তু গত এই তিন মাসে মানুষের আশার মতো ফল পাই নাই। সাধারণ মানুষের যে উপার্জন, তারা বাজারে যেতে পারছে না। স্ত্রী-পুত্র পরিবার নিয়ে খেতে পারছে না ভালোভাবে। তারপরেও মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পিরে কামেল, এ রকম অলি এ রকম জনগণের বন্ধু এই উপমহাদেশে খুব কম আছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাকে যেন বেহেস্ত নসিব করেন। তার উসিলাই বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখেন। বঙ্গবীর বলেন, যারা সরকার চালাচ্ছে তাদেরকে অনুরোধ করব তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারো

জন্য চিরস্থায়ী নয়। যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্যও চিরস্থায়ী নয়। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন। দেশের মানুষকে সম্মান করুন। অতীতকে সম্মান করুন। যাদের এই দেশের জন্য অবদান আছে তাদের যথাযথ যোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন। তিনি আরও বলেন, এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এই রকম ন্যক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেন নাই। যার ফল এটা হয়েছে এবং দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে, এখন যারা আছেন তাদের পরিণতিও খুব ভালো হবে না। এটা আমার বিশ্বাস। এ সময়

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চ্যাম্পিয়ন্স ট্রফি: কবে আসছে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড? দাভোসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভাষণ দিতে পারেন ট্রাম্প লাভের আশায় অ্যাপসে ১৩ লাখ টাকা বিনিয়োগ, অতঃপর… হুথিকে ট্রাম্পের ‘সন্ত্রাসী’ ঘোষণা, কটাক্ষ করে যা বলল ইয়েমেন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গির পক্ষে সমর্থন জানালেন নেতানিয়াহু বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভার্চুয়ালি বক্তৃতা করবেন ট্রাম্প সরকারি দলের সঙ্গে পিটিআই’র আলোচনা বন্ধের ঘোষণা ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে বন্দুকধারীসহ নিহত ২ বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কী কথা হলো, মুখে কুলুপ জয়শঙ্করের গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ মরদেহ উদ্ধার গ্রিন কার্ড নিয়ে যে ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন রানের দখলে শীর্ষে যারা শেখের বেটি একটা পদ্মা সেতু বানিয়ে ৭৮ সেতুর টাকা পাচার করেছে বন্ধ হচ্ছে কেয়া গ্রুপের আরও ২ কারখানা কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১২৬ বিডিআর সদস্য ১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি: শিশির মনির কৃষ্ণাঙ্গ যুবক হত্যা, অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে ক্ষমা করলেন ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কী কথা হলো, মুখে কুলুপ জয়শঙ্করের