ভারত নিয়ে ট্রাম্প মাস্কের ‘মতানৈক্য’ – ইউ এস বাংলা নিউজ




ভারত নিয়ে ট্রাম্প মাস্কের ‘মতানৈক্য’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫৩ 27 ভিউ
যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের পর ভারতে ব্যবসা শুরু করতে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এ খবরে ভারতীয়রা খুশি হলেও, বিষয়টি ভালোভাবে নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে টেসলা যদি কারখানা চালু করে, তাহলে তাদের সঙ্গে ‘অন্যায়’ হবে বলে মনে করছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে ভারতের ওপর সমহারে শুল্ক বসানোর কথা বলছেন, সেখানে তারই ঘনিষ্ঠ সঙ্গী ইলন মাস্ক ভারতে টেসলার কারখানা ও শোরুম খোলার পরিকল্পনা করছেন। এতেই ‘চটেছেন’ ট্রাম্প। বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। একটি শো-তে ট্রাম্প বলে বসেন, ‘টেসলা যদি ওখানে (ভারতে) গিয়ে কারখানা বানায়, তবে তা নিজের দেশের (যুক্তরাষ্ট্র)

সঙ্গে অন্যায় হবে।’ ইলন মাস্কের পক্ষে ভারতে কোনো গাড়ি বিক্রি করা ‘অসম্ভব’ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ভাষ্য, বিশ্বের প্রতিটি দেশ আমাদের কাছ থেকে সুবিধা নেয় এবং তারা শুল্ক দিয়ে তা করে। বিশেষ করে ভারতে গাড়ি বিক্রি করা অসম্ভব (শুল্কের কারণে)। ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য পরিকল্পনায় রয়েছে ‘প্রতিশোধমূলক শুল্ক’। এর আওতায়, যেসব দেশ আমেরিকান পণ্যে শুল্ক আরোপ করবে, যুক্তরাষ্ট্রও তাদের পণ্যের ওপর একই হারে শুল্ক বসাবে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যদি আমি বলি ২৫ শতাংশ, সবাই বলবে, ‘ওহ, এটা ভয়ানক।’ তাই এখন আমি আর তা বলি না। আমি শুধু বলি, তারা যা নেবে, আমরাও তাই নেব এবং জানেন

কি এতে কী হয়? তারা থেমে যায়। উল্লেখ্য, এর আগে জানা যায়, শিগগিরই ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা করছে টেসলা। ব্লুমবার্গ ও এনডিটিভি জানিয়েছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সোমবার লিংকডইনে ১৩টি পদের জন্য প্রার্থী চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এসব পদের মধ্যে কাস্টমার সার্ভিস বা গ্রাহকসেবা ও ব্যাকএন্ড সংশ্লিষ্ট বিভিন্ন পদ উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি অনুসারে, সার্ভিস টেকনিশিয়ান ও বিভিন্ন উপদেষ্টার ভূমিকা সংবলিত পাঁচটি পদে মুম্বাই ও দিল্লি উভয় জায়গাতেই নিয়োগ দেওয়া হবে। আর কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশনস স্পেশালিস্টের মতো কিছু পদে নিয়োগ দেওয়া হচ্ছে শুধু মুম্বাইয়ের জন্য। টেসলা এবং ভারত সরকারের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চললেও উচ্চ শুল্কের কারণে কোম্পানিটি

এতদিন দেশটিতে প্রবেশ করেনি। তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের বিলাসবহুল গাড়ির ওপর মৌলিক কাস্টমস শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে। কয়েক বছর ধরেই ভারতের বাজারে আসতে চাইছিল টেসলা। এজন্য কোম্পানিটি ২০০-৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। এর আগে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ইঙ্গিত দিয়েছিল, তারা ভারতে সাধারণত মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করতে চায়। তাদের লক্ষ্য ২৫-৩০ লাখ রুপির মধ্যে গাড়ি তৈরি করা। ভারতের আশপাশের দেশগুলোতে গাড়ি রপ্তানির পরিকল্পনাও তাদের আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে কাজে গিয়ে নিখোঁজ হলেন একই গ্রামের ৬ শ্রমিক গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব লুট হচ্ছে পদ্মার মাটি, অসহায় প্রশাসন দুপুর ১টার মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে এবার মার্কিন ৬ কর্মকর্তার বিরুদ্ধে পালটা নিষেধাজ্ঞা দিল চীন বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী গ্রেফতারের নির্দেশ ধান মজুতে অস্থির চালের বাজার বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠিত ইপিআই টিকাদানে জনবল ঘাটতি বড় বাধা হাত হারানো সেই শিশুকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার শুনানি ৮ মে টিপু মুনশির ১২ ব্যাংক হিসাব ও ১৮ প্রতিষ্ঠানের শেয়ার অবরুদ্ধ এসএসসি পাশেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি ২ দেশের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে ওষুধ রপ্তানি বাজার ১৮তম জন্মদিনে যে বিশেষ উপহার পেলেন প্রিন্সেস ইসাবেলা তরুণকে অপহরণ করে যৌন নিপীড়ন, নারীকে ২০ বছরের জেল প্রেক্ষাগৃহে ছুটছেন শিল্পীরা, সিনেমার প্রতি কমছে দর্শক আগ্রহ বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলেন জ্যোতিরা পেনড্রাইভে ম্যালওয়্যার ছড়িয়ে তথ্য চুরি, ঠেকাবেন যেভাবে ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যানের ১০০ একর জমি জব্দের আদেশ ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৩