ভারতে ভোটারদের ‘প্রভাবিত করতে’ ২১ মিলিয়ন ডলার খরচ করত যুক্তরাষ্ট্র! – ইউ এস বাংলা নিউজ




ভারতে ভোটারদের ‘প্রভাবিত করতে’ ২১ মিলিয়ন ডলার খরচ করত যুক্তরাষ্ট্র!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১৮ 39 ভিউ
ভারতের জনগণকে ভোটদানে উৎসাহ দিতে ২১ মিলিয়ন মার্কিন ডলার খরচ করত ওয়াশিংটন! এই তথ্য প্রকাশ্যে আসতেই বিজেপির অভিযোগ, ভারতের নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে বিদেশি রাষ্ট্রগুলো। আর সেখান থেকে অনেকেই ফায়দা লুটেছে। যদিও গেরুয়া শিবিরের দাবি, এ ঘটনায় তারা মোটেই উপকৃত হয়নি। বরং আঙুল উঠেছে কংগ্রেস এবং গান্ধী পরিবারের দিকেই। বিষয়টি আসলে কী? এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিশিয়েন্সির তরফে রোববার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে জানানো হয়, যুক্তরাষ্ট্র সরকারের খরচে কাটছাঁট করতে বেশকিছু অনুদান বন্ধ করা হচ্ছে। বিশ্বের নানা দেশে কোন প্রকল্পগুলো বন্ধ হবে, তার তালিকাও দেওয়া হয়েছে ওই পোস্টে। সেই তালিকায় দেখা

যায়, ভারতীয়দের নির্বাচনে উৎসাহিত করতে ২১ মিলিয়ন ডলার খরচ করত আমেরিকা। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা প্রায় ১৮২ কোটি টাকা। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসার পরেই বিরোধীদের ওপর আঙুল তুলেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির জাতীয় মুখপাত্র অমিত মালব্য বিস্ময় প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভোটদানে উৎসাহ দিতে ২১ মিলিয়ন ডলার? এটার স্পষ্ট অর্থ- ভারতের নির্বাচন প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ ছিল। তার ফলে কারা সুবিধা পেয়েছে? শাসক দল পায়নি সেটা হলফ করে বলতে পারি’। বিরোধী দল কংগ্রেস এবং গান্ধী পরিবারের সঙ্গে মার্কিন ধনকুবের জর্জ সোরসের সম্পর্কের বিষয়টি উল্লেখ করে মালব্যর দাবি, ‘ভারতের নির্বাচনে সোরসের কালো ছায়া পড়েছে’। উল্লেখ্য, ২০১২ সালে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে মউ স্বাক্ষর করে

দ্য ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম। এই সংস্থার সঙ্গে যোগ রয়েছে সোরসের ওপেন সোসাইটি ফাউন্ডেশনের। ওই ফাউন্ডেশনকে বিপুল অর্থ যোগায় মার্কিন সরকারের অন্তর্গত USAID-ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এই তথ্য তুলে ধরেই মালব্যের অভিযোগ, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার সুপরিকল্পিতভাবে রাষ্ট্রদ্রোহী শক্তিগুলোকে ভারতে অনুপ্রবেশের পথ করে দিয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান সৌদি আরব পৌঁছেছেন ৪৮ হাজার ৬৬১ জন হজযাত্রী ভারতের ‘ডামি যুদ্ধবিমান’র ফাঁদে পা দিয়েছিল পাকিস্তান মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে ঘনিষ্ঠতা, ভারতে নারী ইউটিউবার গ্রেপ্তার বিসিবি সভাপতিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক পিএসএলের দল কালান্দার্সে যোগ দিলেন সাকিব ডিএসসিসি ভবনে ইশরাক সমর্থকদের তালা, সেবা প্রত্যাশীদের দুর্ভোগ ৯০ বাংলাদেশিকে আটকের দাবি ভারতীয় পুলিশের ভারতের সামগ্রী দিয়ে ড্রোন বানিয়ে পাকিস্তানকে দিয়েছিল ‍তুরস্ক পরিচালকের সঙ্গে লিভ-ইনে সামান্থা স্ত্রীসহ আলোচিত মিল্টন সমাদ্দার কারাগারে সেভেন সিস্টার্স নিয়ে ইউনূসের মন্তব্যের পর যে ‘পরিকল্পনা’ নিতে বাধ্য হলো ভারত বিসিবিতে দ্বিতীয় দফায় অভিযানের পর যা জানাল দুদক ইসি কবে তফসিল দেবে জাতি জানতে চায়: রিজভী মতিঝিলে ভবনে অগ্নিকাণ্ড ইশরাক হোসেন মেয়র পদে বসলে ঢাকাবাসী যোগ্যনেতা পাবে: রাশেদ খান সমাবেশের নামে নাশকতার পরিকল্পনা, বরখাস্ত সেনা সদস্য গ্রেফতার প্রিমিয়ার যুগে প্রথমবার লিগ শিরোপা জয় মোহামেডানের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাউশি