পৌষের রাতে সুর-তালের উষ্ণতায় মাতালেন রাহাত ফতেহ আলী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪
     ৯:৪০ পূর্বাহ্ণ

পৌষের রাতে সুর-তালের উষ্ণতায় মাতালেন রাহাত ফতেহ আলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪০ 152 ভিউ
উর্দু ও হিন্দি গানের জন্য তার খ্যাতি জগৎজোড়া। বিশেষ করে বলিউডে হিন্দি গান গেয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। সুফি ঘরানার এই শিল্পী বাংলা ভাষার গানেও দিয়েছেন কণ্ঠ, পেয়েছেন বাঙালি শ্রোতার ভালোবাসা। বলছি পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের কথা। বিপিএলের মিউজিক ফেস্টে সংগীত পরিবেশন করবেন ফতেহ আলী খান—এমন খবর জানার পর থেকেই বাড়তি উন্মাদনা কাজ করছিল ক্রিকেটপ্রেমীদের মনে। সেই প্রতীক্ষার অবসান ঘটল। ঠিক রাত ৯টায় মঞ্চে উঠেন ফতেহ আলী। এরপর টানা প্রায় দুই ঘণ্টার পরিবেশনায় মন্ত্রমুগ্ধ করে রাখেন শ্রোতাদের। রাফার গানে শুরু বিকেল ৪টায় শুরুর কথা থাকলেও বিশ মিনিট আগেই শুরু হয় মিউজিক ফেস্ট। কনসার্টের শুরুতে অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন

ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করেন উপস্থিত দর্শক এবং কলাকুশলীরা। এরপরই মঞ্চে ওঠেন রাফা। টানা ১ ঘণ্টা গানে-গিটারে মুগ্ধতা ছড়ান এই ব্যান্ড তারকা। বিসিবি সভাপতির প্রত্যাশা রাফার পারফরম্যান্সের পর মঞ্চে ওঠেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিপিএল নিয়ে বিসিবিপ্রধান বলেন, ‘এবারের বিপিএলে আমরা অনেক কাজ করেছি। আমাদের প্রধান ও ক্রীড়া উপদেষ্টার উদ্যোগে আমরা গ্রাফিতি উন্মোচন করি। আশাকরি মাঠের খেলাতেও সেই প্রতিফল আমরা দেখতে পারব। ক্রীড়া উপদেষ্টার উদ্বোধন ঘোষণা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মঞ্চে ওঠার পর প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিপিএল প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।

নতুন বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বিপিএলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছি। আপনারা দেখেছেন এবার মাসকট থেকে শুরু করে থিমসং সবকিছুতেই নতুনত্ব আনা হয়েছে। এমন সুন্দর আয়োজন করায় বিসিবিকে ধন্যবাদ জানাই। আশাকরি এবারের বিপিএল নতুন বাংলাদেশের একটি অংশ হিসেবে বেশ উপভোগ্য হবে।’ পরবর্তীতে এই মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের বীরদের স্মরণ জুলাই গণঅভ্যুত্থানের বীরদের স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত মিউজিক ফেস্টে তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়। এসময় মিউজিক ফেস্টের মঞ্চে আন্দোলনে আহত ৫ বীর উপস্থিত ছিলেন। মঞ্চে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জেফার-মুজার মঞ্চ মাতানো পারফরম্যান্স জুলাই গণঅভ্যুত্থানের বীরদের স্মরণের পর মঞ্চে ওঠেন গায়িকা জেফার রহমান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী মুজা। এই তিনজন মিলে একের পর এক মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। যে তালিকায় আছেন নয়া দামান, ঝুমকা, আসি বলে আসে বন্ধু, নাসেক নাসেক এর মতো আলোড়ন তোলা সব গান। মাইলসকে প্রাণ ভরে শুনলেন ভক্তরা জন্মলগ্ন থেকেই মেধা, মননশীল ও সৃষ্টিশীল নান্দনিকতায় শ্রোতাহৃদয়ে সঙ্গীতের ঝড় তুলে আসছে মাইলস। পত্রিকা থেকে টেলিভিশন কিংবা ক্যাসেটের ফিতা থেকে উন্মুক্ত মঞ্চ কাঁপিয়েছেন অজস্র দর্শক-শ্রোতা। বিপিএল মিউজিক ফেস্টেও প্রাণ ভরে মাইলসকে শুনলেন ভক্তরা। যার শুরুটা হয় নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়’ গান

দিয়ে। এরপর একে একে প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও, ফিরিয়ে দাও হারানো প্রেমগুলো এর মতো অসাধারণ সব গান গেয়ে শোনান। বিপিএলের থিম সং নিয়ে মুজা, হান্নান ও রাফার চমক নতুন বাংলাদেশ, নতুন বিপিএল, নতুন থিম সং এবং এবারের বিপিএলের সেই থিম সংয়েও আছে নতুনত্ব। গোলাম মোর্শেদ, হান্নান হোসেন শিমুল ও মাসুদুর রহমানের লেখা ‘এলো বিপিএল...’। যে গানে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। এবার মিউজিক ফেস্টেও গানটি গেয়ে শোনালেন তারা। আতশবাজি আর লেজার শোর ঝলকানি বিপিএলের এবারের কনসার্টকে পয়সা উসুল বলাই যায়। একের পর এক মনোমুগ্ধকর পারফরম্যান্সের পর আতশবাজি আর লেজার শোর ঝলকানি

ছিল অনবদ্য। বিপিএলের আগের আসরগুলোতে আতশবাজি আর লেজার শোর ঝলকানি দেখা গেলেও এবারের আয়োজনটি ছিল পুরোপুরি ভিন্ন। এই আয়োজনেও বেশ চমক দেয় বিসিবি। ফুরালো অপেক্ষা, মঞ্চে রাহাত ফতেহ আলী মিউজিক ফেস্টের মূল আকর্ষণ রাহাত ফাতেহ আলী খান মঞ্চে ওঠেন রাত ৯টায়। দর্শকেরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। মঞ্চে উঠেই বাংলায় রাহাত ফতেহ আলী খান বলে ওঠেন, ‘আসসালামু আলাইকুম। বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি।’ মিরপুর স্টেডিয়ামে অগণিত দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গান ধরলেন। এরপর একে একে গেয়ে শোনান ‘সাজনা তেরা বিনা’, ‘জরুরি থা’, ‘মেরে রাশকে কামার’, ‘আফরিন আফরিন’সহ তার জনপ্রিয় গানগুলো। আয়োজনটি উপস্থাপনা করেন কাজী সাব্বির, নীল হুরেরজাহান ও বিথী। রাহাত ফতেহ আলী খান কাওয়ালিশিল্পী

হলেও বিশেষ কারণে তিনি অন্য অনেকের চেয়ে আলাদা। ঘণ্টার পর ঘণ্টা তার কাওয়ালিতে যেমন মন্ত্রমুগ্ধ হয়েছেন শ্রোতারা, তেমনি হিন্দি সিনেমার মেলোডি-নির্ভর গানেও তাকে পাওয়া গেছে সমানভাবে। রাহাত ফতেহ আলী খান সেই বিরল শিল্পীদের একজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইনশৃঙ্খলার অজুহাতে আবহমান বাংলার সংস্কৃতির ওপর পরিকল্পিত আঘাত—ফরিদপুরে বন্ধ ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব! ইন্ডিয়া যদি আমাদের সাহায্য না করতো, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পারতো না দেশটা স্বাধীন করতে” –বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগবিহীন নির্বাচন, একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত মহাজন ইউনুসের গণতন্ত্র : ১২২টি ফাঁদ ও একটি ভোট রাঙ্গুনিয়ায় সংখ্যালঘুদের বসতঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন: ঘটনাস্থল থেকে ব্যানার উদ্ধার খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক ঢাকার ভোটে কারচুপির ভয়ানক নীলনকশা: ২০ আসনে ২০ লাখ ভুয়া ভোটার সংযোজনের অভিযোগ রাজনৈতিক শিষ্টাচারের অনন্য নজির: খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রশংসায় ভাসছেন সজীব ওয়াজেদ জয় চরমোন্তাজে এসআই রাতুলের ঘুষ বাণিজ্যের রামরাজত্ব: জিম্মি আ.লীগ পরিবার, রেহাই পাচ্ছে না নারীরাও ক্ষমতার দাবার চালে অসুস্থ খালেদা জিয়া: মানবিকতার চেয়ে যখন রাজনৈতিক স্বার্থই মুখ্য! নেট দুনিয়ায় ভাসছে শিল্পা শেঠিকে জড়িয়ে তারেকের নাম ডিএমপির দাবি খারিজ: মেঘালয়ে শরীফ ওসমান হত্যায় কেউ গ্রেপ্তার হয়নি ‘হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার’—ফেসবুকে বিস্ফোরক মন্তব্য নীলা ইসরাফিলের ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙচুরকারী বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতাকে গণপিটুনি গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনে অংশগ্রহণের দাবি শেখ হাসিনার: ড. ইউনূসকে ভোটের মাঠে চ্যালেঞ্জ ব্রিগেডিয়ার ‘বন্ধু’র দাপট আর আঞ্চলিকতার দায়ে অডিশনে বাদ: সেই ‘বিতর্কিত’ মিতুই আজ জাতির নসিহতকারী! গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনে অংশগ্রহণের দাবি শেখ হাসিনার: ড. ইউনূসকে ভোটের মাঠে চ্যালেঞ্জ গরিবের বন্ধু’র আড়ালে ইউরোপে ড. ইউনূসের হাজার কোটি টাকার গুপ্ত সাম্রাজ্য: নথিপত্রে ফাঁস চাঞ্চল্যকর তথ্য আইএসআইয়ের ভয়ংকর ব্লু-প্রিন্ট: আট হাজার সশস্ত্র জঙ্গির ‘এনএআর’ গঠন ও বাংলাদেশ পাকিস্তানীকরণের গভীর ষড়যন্ত্র! ময়মনসিংহের পর এবার রাজবাড়ী: চাঁদাবাজির অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা