পাকিস্তান রাশিয়ার অপরিশোধিত তেল নেবে ছাড়মূল্যে – ইউ এস বাংলা নিউজ




পাকিস্তান রাশিয়ার অপরিশোধিত তেল নেবে ছাড়মূল্যে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৪ | ১০:২১ 19 ভিউ
শিগগির ছাড়মূল্যে রাশিয়ার অপরিশোধিত তেল নেবে পাকিস্তান। মস্কোতে অনুষ্ঠিত আন্তঃসরকারি কমিশনের (আইজিসি) বৈঠকে এ বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। সে হিসেবে আগামী জানুয়ারি থেকে অপরিশোধিত তেলের বাণিজ্য পুনরায় শুরু হবে। দ্য নিউজ জানিয়েছে, পাকিস্তান প্রতি মাসে জিটিজি ব্যবস্থার অধীনে একটি করে কার্গো আমদানি করবে। বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় জ্বালানিমন্ত্রী সরদার আওয়াইস লেঘারি। বৈঠকে অংশ নেয়া এক সিনিয়র সরকারি কর্মকর্তা দ্য নিউজকে বলেছেন, ‘দুই দেশের মধ্যে নতুন সমঝোতার আওতায় পাকিস্তান রিফাইনারি লিমিটেড (পিআরএল) আগামী বছর রাশিয়া থেকে ১২টি কার্গো আমদানি করবে। পেমেন্ট মেকানিজমের জন্য আইজিসি মিটিং চলাকালীন সময় স্টেট ব্যাংক অফ পাকিস্তানের গভর্নর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি সিদ্ধান্ত নেন যে প্রক্রিয়াটি

মসৃণ লেনদেনের জন্য উভয় দেশের কাছে গ্রহণযোগ্য করা হবে। উভয় পক্ষই ব্যাংকিং চ্যানেলে অর্থপ্রদান ব্যবস্থার সমস্যা সমাধানে আগ্রহী। পাকিস্তান থেকে মধ্য এশিয়ার দেশগুলো এবং রাশিয়ার সাথে রেল যোগাযোগ, তিন বিলিয়ন ডলারের পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপলাইন (পিএসজিপি) বিলম্বিত প্রকল্প এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ত্বরান্বিত করার পথসহ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। পাকিস্তান ও রাশিয়ার মধ্যে সহযোগিতার একটি নতুন যুগের সূচনা করে আজ (ডিসেম্বর ৪) এই বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। পাকিস্তান রিফাইনারি লিমিটেড (পিআরএল) কর্মকর্তা বলেছেন, ছাড়ের হারে রাশিয়ান ক্রুড আমদানি করবে। শোধনাগার যে মুনাফা অর্জন করবে তা ব্রাউনফিল্ড নীতির অধীনে সরকারের কাছ থেকে প্রণোদনা ছাড়াও তার আপগ্রেড প্রকল্পে ব্যবহার করা হবে। মঙ্গলবার এখানে জারি

করা একটি প্রেস রিলিজ অনুসারে, জ্বালানি মন্ত্রী আওয়াইস লেঘারি এবং রাশিয়ার পরিবহন মন্ত্রী রোমান স্টারোভয়েট দ্বিপক্ষীয় সংযোগ সম্প্রসারণের সম্ভাবনাগুলো মূল্যায়ন করেছেন, যা কেবল দু’টি দেশই নয়, সমগ্র অঞ্চলের জন্য উপকৃত হবে। পাকিস্তান-রাশিয়া আইজিসির ৯তম অধিবেশনের সহ-সভাপতির জন্য কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী মস্কো সফর করছেন। সূত্র : দি নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বীর প্রতীকের গলায় জুতার মালা দিয়েছে জামায়াতের কর্মীরা ভুল সিদ্ধান্তের জন্য রিগ্রেট করি-আরাফাত গুলি করে হত্যা: স্বজনদের দাবি ছাত্রদল কর্মী, পুলিশ বলছে মাদক ব্যবসায়ী তীব্র শীতে জয়ায় খোলা পোশাকে উত্তাপ রাজশাহীতে তেলের আগুনে পুড়ল ৮ দোকান তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু ৯ গোলের ম্যাচে টটেনহ্যামকে হারাল লিভারপুল সোমবার বিপিএলের উদ্বোধনী কনসার্ট, এড়িয়ে চলবেন যেসব এলাকা ৪ বিভাগে শীত-বৃষ্টি নিয়ে আবহাওয়ার নতুন বার্তা বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা আল্লুর কোলে উঠে নাচ, নীরবতা ভাঙালেন রাশমিকা গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ তেলের ডিপোতে আগুন, পুড়ল ৪শ ব্যারেল মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট: মির্জা ফখরুল বোর্নামাউথে বিধ্বস্ত আমোরিমের ম্যানইউ জবিতে ভর্তি পরীক্ষা হবে নিজস্ব পদ্ধতিতে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এতো ব্যস্ত কেন’, প্রশ্ন সালাউদ্দিনের ব্যাংকের সম্পদ মূল্যায়নে বিদেশি পরামর্শক নিয়োগে নীতিমালা ২১ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স