দুই ইঞ্চির বেশি উঁচু হিল পরতে নিতে হবে প্রশাসনের অনুমতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫
     ৮:২৩ পূর্বাহ্ণ

দুই ইঞ্চির বেশি উঁচু হিল পরতে নিতে হবে প্রশাসনের অনুমতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৮:২৩ 87 ভিউ
এক দিকে সমুদ্র, অন্য দিকে শহরের অলিগলিতে শৈল্পিক ছোঁয়া। ক্যালিফর্নিয়ার মধ্য উপকূলে অবস্থিত ছোট্ট শহরটি পর্যটনকেন্দ্র হিসাবে বেশ জনপ্রিয়। তবে এই শহরে মহিলাদের জন্য রয়েছে কড়া নিয়মকানুন। পছন্দমতো জুতো পরে সব সময় রাস্তাঘাটে বেরোতে পারেন না মহিলারা। প্রশাসনের নজরবন্দি তাঁরা। যদি নিয়ম ভেঙে মহিলারা অন্য জুতো পরতে চান, তা হলে প্রশাসনের অনুমতি নিতে হয়। শহরের নাম কার্মেল বাই দ্য সি। পাথুরে রাস্তাঘাঁট, শান্ত পরিবেশের এই শহরের কোণায় কোণায় ফুটে উঠেছে ইউরোপীয় গ্রামের শৈল্পিক ঐতিহ্য। কিন্তু সেই শহরে জালের মতো ছেয়ে রয়েছে অসম পাথুরে রাস্তা। ২০২০ সালের আদমশুমারি অনুযায়ী, কার্মেল শহরের জনসংখ্যা ছিল ৩ হাজার ২২০ জন। এই শহরের মহিলা বাসিন্দাদের পাশাপাশি কড়া

নিয়ম রয়েছে মহিলা পর্যটকদের জন্যও। মহিলাদের কারও এই শহরে হিল পরে হাঁটার অনুমতি নেই। মহিলারা তাঁদের পছন্দমতো জুতো পরতে পারেন, তবে তার জন্য মেনে চলতে হবে বিশেষ শর্ত। হিল ছাড়া জুতো পরতে কোনও বাধা নেই। কিন্তু হিল থাকলেই সমস্যা। কার্মেল শহরের রাস্তাঘাট পাথরের তৈরি। এমনকি, রাস্তাঘাট সব জায়গায় সমতলও নয়। উঁচুনিচু পাথুরে রাস্তায় হিল পরে হাঁটলে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাবে সে বিষয়ে নিশ্চিত কার্মেল শহরের প্রশাসন। ১৯৬৩ সালে মহিলাদের সুবিধার জন্য কার্মেল শহরে একটি আইন পাশ হয়। আইন অনুযায়ী, কোনও মহিলা সর্বাধিক দুই ইঞ্চি হিল পরে হাঁটাচলা করতে পারেন। কিন্তু হিলের দৈর্ঘ্য তার চেয়ে বেশি হলেই সিটি হল থেকে বিশেষ অনুমতি নিতে হবে। সিটি

হলে অনুমতি নেওয়ার সময় প্রশাসনের আধিকারিকদের জানাতে হবে যে, সেই মহিলা কত ইঞ্চির হিল পরে রাস্তায় হাঁটবেন। কম সময়ের মধ্যে খুব সহজেই এই অনুমতি পাওয়া যায়। কিন্তু এর মধ্যে প্রশাসনের বিশেষ শর্ত রয়েছে। প্রশাসনের দাবি, যে মহিলারা শহরের নিয়ম ভেঙে বিশেষ অনুমতি নিয়ে হিল পরে রাস্তাঘাটে ঘুরবেন, তাঁদের রাস্তাঘাটে চলাফেরার কারণে কোনও দুর্ঘটনা ঘটলে প্রশাসন দায় নেবে না। দায়িত্ব ওই মহিলাদেরই। হিল পরলে প্রশাসনের তরফে পাওয়া অনুমতিপত্র নিয়ে এই মহিলাকে সব সময় যাতায়াত করতে হবে কার্মেল শহরে। শুধু রাস্তাঘাটেই নয়, এই শহরের ফুটপাথেও হিল পরে হাঁটা যায় না। প্রশাসনের দাবি, কার্মেল শহরের সব রাস্তা একই রকম। মহিলাদের হিল পরে চলার সুবিধার জন্য শহর

জুড়ে রাস্তাঘাটের পুনর্নির্মাণ অর্থহীন এবং ব্যয়সাপেক্ষ বটে। তবে হিল পরার অনুমতিপত্র এত সহজে কেন পাওয়া যায়? সেই নিয়মকানুনও জটিল হতে পারত। কিন্তু প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, তাঁরা মহিলাদের ফ্যাশনবোধ নিয়ে কখনও প্রশ্ন তোলেননি। বরং মহিলাদের সতর্ক করতে চেয়েছেন। কার্মেল শহরটি হেঁটে ঘোরার পক্ষেই সুবিধাজনক। বুটিক হোটেলের পাশাপাশি এই শহরের অলিগলিতে রয়েছে আর্ট গ্যালারি। তা ছাড়া সমুদ্রসৈকতে সময় কাটাতে পারেন পর্যটকেরা। কার্মেল শহরের মহিলা নাগরিকেরা এই নিয়মের সঙ্গে অবগত। তবে মহিলা পর্যটকদের জন্য মাঝেমধ্যেই প্রশাসনের তরফে অনুমতিপত্র দিতে হয়। কিছু সময় পর মহিলারা যখন হিল পরে হাঁটতে পারেন না, তখন নিজেরাই জুতো খুলে হাতে নিয়ে ফেলেন অথবা হিল ছাড়া অন্য কোনও জুতো পরে

হাঁটার সিদ্ধান্ত নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাটোরে পুকুরে লাশ, রাষ্ট্রে ডুবে যাচ্ছে সংখ্যালঘুর নিরাপত্তা। অবৈধ জামাতি ইউনুসের শাসনে সংখ্যালঘুর জীবন এখন সবচেয়ে সস্তা। যে দেশে মাইক্রোক্রেডিট ব্যবসায়ী প্রধান উপদেষ্টা, সেখানে মানুষ ঋণের দায়ে মরবেই ইউনূস ম্যাজিকে এখন বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বেই ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ: হাসান মাহমুদ OHCHR প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট’ আখ্যা মাটিরাঙ্গায় বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ, পেছনে নেতৃত্বের দ্বন্দ্ব ও পুরনো অভিযোগ দুর্নীতির পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সময়ের নায়ক তারেক রহমান, এখন রাষ্ট্রনায়ক বানানোর অপচেষ্টা ৪০ বছরের রেকর্ড, রাজস্ব আয়ের চেয়ে ব্যয় বেশি, দেশ দেউলিয়া হওয়ার পথে পুকুরে লাশ, রাষ্ট্রের মুখে তালা: সংখ্যালঘু নিরাপত্তা ভেঙে পড়েছে—জবাবদিহির দায় কার? ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় জাতিসংঘকে ব্যবহার করে সত্য আড়াল: ওএইচসিএইচআর রিপোর্টকে ‘মনগড়া ও ইউনুসপ্রীতি আইসিআরএফ টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকি ডাকাত দলের ভবনমালিকের দায় দেখছেন মৃতের স্বজন ও এলাকাবাসী বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করবে না আয়ারল্যান্ড মাদুরোকে তুলে নেওয়ার কয়েক মাস আগে কাবেলোর সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা দিল বিসিবি ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাক্যবিনিময় ৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত নতুন নামে বদলে যাবে পুরোনো জিমেইল উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ এজাহারে নাম নেই তবু জাপা প্রার্থী টিপুর মুক্তি মিলছে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা