ট্রেজারি সেক্রেটারি হিসেবে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ট্রেজারি সেক্রেটারি হিসেবে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ | ৮:৪০ 79 ভিউ
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি পদে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিয়েছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্কট ব্যাসেন্ট দেশের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলীতে নেতৃত্ব দেবেন। ব্যাসেন্ট স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। ট্রাম্পের প্রথম মেয়াদ থেকে কর হ্রাসের মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি অ্যামেরিকার জ্বালানি আধিপত্য পুনরুদ্ধার করতে চান এবং বিশ্বাস করেন যে বাজেট ঘাটতি মোকাবিলা করা প্রয়োজন। স্কট ব্যাসেন্ট ওয়াল স্ট্রিটের স্বনামধন্য ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন তিনি। প্রচারের সময় ট্রাম্পের প্রশংসা করে ব্যাসেন্ট ভোটারদের বলেছিলেন, নতুন একটি স্বর্ণযুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। তা হবে নিয়ন্ত্রণমুক্ত,

কম দামের জ্বালানির ও নিম্ন করের। ট্রেজারি ডিপার্টমেন্ট ফেডারেল ফাইন্যান্স থেকে শুরু করে ব্যাংক তত্ত্বাবধান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্র এমনকি, অ্যামেরিকান নিষেধাজ্ঞাও তদারকি করে। ব্যাসেন্ট সম্প্রতি প্রবৃদ্ধির জন্য কর সংস্কার এবং নিয়ন্ত্রণমুক্ত করার আহ্বান জানিয়েছেন। ট্রেজারি সেক্রেটারি হিসেবে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করে শুক্রবার নিজের সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে ব্যাসেন্টকে ব্যাপক সম্মান করা হয়। ট্রাম্প আরও বলেন, ‘ব্যাসেন্ট ‘অ্যামেরিকা ফার্স্ট এজেন্ডার’ দীর্ঘদিনের সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি অ্যামেরিকার প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং দেশের বাণিজ্য ভারসাম্যহীনতা রোধ করবেন।’ ব্যাসেন্ট সাউথ ক্যারোলাইনার বাসিন্দা। তিনি ইয়েল ইউনিভার্সিটিতে পড়াশোনা

করেছেন এবং বিলিয়নেয়ার জর্জ সোরোসের সামষ্টিক অর্থনৈতিক বিনিয়োগ সংস্থা সোরোস ফান্ড ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তিনি ২০১৫ সালে তার নিজস্ব হেজ ফান্ড শুরু করেন। এজন্য তিনি সোরোস থেকে দুই বিলিয়ন ডলারসহ মূলধন সংগ্রহ করেন। ব্যাসেন্ট এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ৩০ বছর ধরে ট্রাম্প পরিবারকে চেনেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের ভাইয়ের সঙ্গে তার বন্ধুত্বপূর্ন সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একনিষ্ঠ সমর্থক ছিলাম। ওয়াল স্ট্রিটের যে কয়েকজন লোক তাকে সমর্থন করেছে আমি তাদের একজন। ব্যাসেন্ট যোগ করেছেন যে ট্রাম্পের মন্ত্রিসভায় থাকা মানে ডনাল্ড ট্রাম্প যা করতে চান তা করা এবং তার নীতিগুলো বাস্তবায়নের কার্যকর উপায় খুঁজে বের করা।

শুক্রবার ট্রাম্প তার প্রশাসনের মূল মনোনয়ন সম্পর্কে বেশ কিছু ঘোষণা দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বললেন, ‘গ্রেট প্রোগ্রেস’ একই গাড়িতে উঠলেন ট্রাম্প-পুতিন ট্রাম্প বললেন সম্ভবত আবার দেখা হবে, পুতিন বললেন ‘পরেরবার মস্কোতে’ ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে হামলার দাবি ভারতীয় হ্যাকার গ্রুপের আপনি কি যুদ্ধবিরতিতে সম্মত হবেন, পুতিনকে সাংবাদিকের প্রশ্ন ধানমন্ডি ৩২: নিরাপত্তার মধ্যে শোক জানাতে গিয়ে মারধর-হেনস্তার শিকার মাদারীপুরে গণভোজ আয়োজনকালে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে তালিকার বাইরে অধিকাংশ চিকুনগুনিয়ার রোগী ‘পবিত্র’ কাফনের রক্ত-রহস্য গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫ ‘চিরকুট লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে’ শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানাল ডিএমপি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন জামায়াত-এনসিপি নির্বাচনে না গেলে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন: ফুয়াদ পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বুলু