ট্রেজারি সেক্রেটারি হিসেবে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪
     ৮:৪০ পূর্বাহ্ণ

ট্রেজারি সেক্রেটারি হিসেবে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ | ৮:৪০ 107 ভিউ
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের ট্রেজারি সেক্রেটারি পদে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিয়েছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্কট ব্যাসেন্ট দেশের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলীতে নেতৃত্ব দেবেন। ব্যাসেন্ট স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। ট্রাম্পের প্রথম মেয়াদ থেকে কর হ্রাসের মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি অ্যামেরিকার জ্বালানি আধিপত্য পুনরুদ্ধার করতে চান এবং বিশ্বাস করেন যে বাজেট ঘাটতি মোকাবিলা করা প্রয়োজন। স্কট ব্যাসেন্ট ওয়াল স্ট্রিটের স্বনামধন্য ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন তিনি। প্রচারের সময় ট্রাম্পের প্রশংসা করে ব্যাসেন্ট ভোটারদের বলেছিলেন, নতুন একটি স্বর্ণযুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। তা হবে নিয়ন্ত্রণমুক্ত,

কম দামের জ্বালানির ও নিম্ন করের। ট্রেজারি ডিপার্টমেন্ট ফেডারেল ফাইন্যান্স থেকে শুরু করে ব্যাংক তত্ত্বাবধান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্র এমনকি, অ্যামেরিকান নিষেধাজ্ঞাও তদারকি করে। ব্যাসেন্ট সম্প্রতি প্রবৃদ্ধির জন্য কর সংস্কার এবং নিয়ন্ত্রণমুক্ত করার আহ্বান জানিয়েছেন। ট্রেজারি সেক্রেটারি হিসেবে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করে শুক্রবার নিজের সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে ব্যাসেন্টকে ব্যাপক সম্মান করা হয়। ট্রাম্প আরও বলেন, ‘ব্যাসেন্ট ‘অ্যামেরিকা ফার্স্ট এজেন্ডার’ দীর্ঘদিনের সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি অ্যামেরিকার প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং দেশের বাণিজ্য ভারসাম্যহীনতা রোধ করবেন।’ ব্যাসেন্ট সাউথ ক্যারোলাইনার বাসিন্দা। তিনি ইয়েল ইউনিভার্সিটিতে পড়াশোনা

করেছেন এবং বিলিয়নেয়ার জর্জ সোরোসের সামষ্টিক অর্থনৈতিক বিনিয়োগ সংস্থা সোরোস ফান্ড ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। তিনি ২০১৫ সালে তার নিজস্ব হেজ ফান্ড শুরু করেন। এজন্য তিনি সোরোস থেকে দুই বিলিয়ন ডলারসহ মূলধন সংগ্রহ করেন। ব্যাসেন্ট এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ৩০ বছর ধরে ট্রাম্প পরিবারকে চেনেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের ভাইয়ের সঙ্গে তার বন্ধুত্বপূর্ন সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একনিষ্ঠ সমর্থক ছিলাম। ওয়াল স্ট্রিটের যে কয়েকজন লোক তাকে সমর্থন করেছে আমি তাদের একজন। ব্যাসেন্ট যোগ করেছেন যে ট্রাম্পের মন্ত্রিসভায় থাকা মানে ডনাল্ড ট্রাম্প যা করতে চান তা করা এবং তার নীতিগুলো বাস্তবায়নের কার্যকর উপায় খুঁজে বের করা।

শুক্রবার ট্রাম্প তার প্রশাসনের মূল মনোনয়ন সম্পর্কে বেশ কিছু ঘোষণা দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৭৫ মেগাওয়াট অন্ধকার : এনজিও অভিজ্ঞতায় দেশ চালানোর ফলাফল প্রতিদিন এগারোটা খুন: জুলাই সন্ত্রাসীদের রক্তাক্ত উপহার বাংলাদেশকে ঘাঁটি করে ভারতে হামলার ছক হাফিজ সইদের, কাশ্মীরের নামে মহিলা আত্মঘাতী বাহিনী গড়ছে জৈশ রাশিয়ার গচ্ছিত সম্পদ জব্দে বেলজিয়ামকে রাজি করাতে ব্যর্থ ইইউ, মস্কোর হুঁশিয়ারি জারি আওয়ামী লীগ-জাপাকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী, রাজনীতির মোড় কী ঘুরছে? আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার ঘোষণা দিলেন মির্জা ফখরুল ইউনূস সরকারের আমলে বাড়ছে অপরাধ, বাড়ছে নিরাপত্তাহীনতাঃ অক্টোবরে ৫% বৃদ্ধি ‘অন্যায় বিচার প্রক্রিয়া’ নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবী প্যানেলের জরুরি আবেদন বিএনপিকেই বেছে নিতে হবে পথ: গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, নাকি দলের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলা ক্যাপিটাল হিল থেকে শেখ হাসিনার ফোনালাপ: বিবিসির ‘নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন ‘সি’ গ্রেডের গভর্নরে চলছে কেন্দ্রীয় ব্যাংক ইরানে নজিরবিহীন খরা, তেহরানে তীব্র পানি সংকট পাঁচটা ক্যাচ ছাড়ল বাংলাদেশ, সিলেট টেস্টে সমান তালে লড়ছে আয়ারল্যান্ড ইউনূস এবং শান্তির মূল্য দিল্লি হামলায় শেখ হাসিনার নিন্দাঃ জঙ্গিবাদ ও আঞ্চলিক সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ঘোষণা দায়িত্বরত ইনচার্জ ছাড়া মোবাইল ব্যবহার করতে পারবেন না অন্য পুলিশ সদস্যরা গোপালগঞ্জ কিলিং তদন্ত প্রতিবেদন: জনতা-এনসিপি উভয়পক্ষ দায়ী, মামলা-গ্রেপ্তার শুধু গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে! ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সমর্থনে উত্তাল নিউইয়র্ক, প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন ইসলামাবাদে জেলা আদালতের বাইরে আত্মঘাতী হামলা: ১২ জন নিহত, ২৭ জন আহত *জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জুলাই সনদ, প্রতিশ্রুতির স্থলে প্রতারণা*