ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরাইল: হোয়াইট হাউস – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরাইল: হোয়াইট হাউস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ | ৫:৪৫ 44 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরাইল ইতোমধ্যেই সম্মতি দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘বিশেষ দূত উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন, যেটিতে ইসরায়েল সমর্থন দিয়েছে। হামাসের কাছে পাঠানোর আগেই ইসরাইল এই প্রস্তাবে সায় দেয়।’ তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে আলোচনাগুলো এখনো চলছে, এবং আমরা আশাবাদী যে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হবে—যার মাধ্যমে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হবে।’ এই বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, এখনো হামাসের পক্ষ

থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা জানি না হামাস প্রস্তাবটি গ্রহণ করেছে কি না। তবে আমাদের বিশ্বাস, এই চুক্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ‘তাই আমরা কিছুটা আশাবাদী—একটি গুরুত্বপূর্ণ আশাবাদ,’ মন্তব্য করেন ট্যামি ব্রুস। তবে সৌদি ও ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ৬০ দিনের যুদ্ধবিরতির খবরে হোয়াইট হাউস নিশ্চিত করেনি। প্রেস সেক্রেটারি লেভিট বলেন, ‘যদি কোনো ঘোষণা দেওয়ার থাকে, তা প্রেসিডেন্ট, আমি বা বিশেষ দূত উইটকফের পক্ষ থেকেই আসবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী? নিখোঁজের পর নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার বাড়ল আকরিক লোহার দাম যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড নির্বাচন নিয়ে জনমনে নানা প্রশ্ন-সংশয় এখনো অধরা সুউচ্চ ভবন ঠাঁই জীর্ণ কুটিরেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩ নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স