
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বিভক্ত ইউরোপীয় ইউনিয়ন

সরাসরি কাবার ওপর সূর্য, বিরল মহাজাগতিক ঘটনা

জোটে ভাঙন, ইসরায়েলে পতনের মুখে নেতানিয়াহুর সরকার

বাংলাদেশিদের জন্য মিসরের ভিসায় নিষেধাজ্ঞা নেই

সিরিয়া ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল

সুদানে আরএসএফ-র হামলায় নিহত ৩০০

যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন করে প্রস্তুত ইরান
ট্রাম্পের গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরাইল: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরাইল ইতোমধ্যেই সম্মতি দিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘বিশেষ দূত উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছেন, যেটিতে ইসরায়েল সমর্থন দিয়েছে। হামাসের কাছে পাঠানোর আগেই ইসরাইল এই প্রস্তাবে সায় দেয়।’
তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে আলোচনাগুলো এখনো চলছে, এবং আমরা আশাবাদী যে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হবে—যার মাধ্যমে জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা সম্ভব হবে।’
এই বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, এখনো হামাসের পক্ষ
থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা জানি না হামাস প্রস্তাবটি গ্রহণ করেছে কি না। তবে আমাদের বিশ্বাস, এই চুক্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ‘তাই আমরা কিছুটা আশাবাদী—একটি গুরুত্বপূর্ণ আশাবাদ,’ মন্তব্য করেন ট্যামি ব্রুস। তবে সৌদি ও ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ৬০ দিনের যুদ্ধবিরতির খবরে হোয়াইট হাউস নিশ্চিত করেনি। প্রেস সেক্রেটারি লেভিট বলেন, ‘যদি কোনো ঘোষণা দেওয়ার থাকে, তা প্রেসিডেন্ট, আমি বা বিশেষ দূত উইটকফের পক্ষ থেকেই আসবে।’
থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা জানি না হামাস প্রস্তাবটি গ্রহণ করেছে কি না। তবে আমাদের বিশ্বাস, এই চুক্তির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ‘তাই আমরা কিছুটা আশাবাদী—একটি গুরুত্বপূর্ণ আশাবাদ,’ মন্তব্য করেন ট্যামি ব্রুস। তবে সৌদি ও ইসরাইলি গণমাধ্যমে প্রকাশিত ৬০ দিনের যুদ্ধবিরতির খবরে হোয়াইট হাউস নিশ্চিত করেনি। প্রেস সেক্রেটারি লেভিট বলেন, ‘যদি কোনো ঘোষণা দেওয়ার থাকে, তা প্রেসিডেন্ট, আমি বা বিশেষ দূত উইটকফের পক্ষ থেকেই আসবে।’