জুলাইয়ের চেতনায় আসছে আরেকটি সংগঠন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫
     ৫:০০ পূর্বাহ্ণ

আরও খবর

হাওয়া ভবনের চাঁদাবাজির টাকা ফেরত চায়, চাঁদাবাজকে এসএসএফ প্রটোকল কেন? প্রশ্নের মুখে তারেক রহমান

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কামরুল হাসান রিপন: ‘মব’ হামলায় রক্তাক্ত পরিবারের সামনেই পৈশাচিক নির্যাতন চালিয়ে পুলিশের কাছে সোপর্দ

স্বাধীনতার শত্রুদের প্রতি এক বাঙালি নারীর বজ্রকণ্ঠী হুঙ্কার: ‘চোখ উপড়ে পাকিস্তানে পাঠাবো!’

জুলাই ষড়যন্ত্রের অভিশাপ: ধসে পড়ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্টস শিল্প

গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট?

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের রামু সদরদপ্তরে মার্কিন অটিজম বিশেষজ্ঞদের ‘রহস্যজনক’ সফর

মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইলে এখনও ক্ষমতায় থাকতেন: সজীব ওয়াজেদ জয়

জুলাইয়ের চেতনায় আসছে আরেকটি সংগঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ৫:০০ 80 ভিউ
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে আসছে আরও একটি নতুন সংগঠন। গত পহেলা মার্চ একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মপ্রকাশ হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এনসিপির কমিটি গঠন নিয়ে বনিবনা না হওয়ায় শেষ মুহূর্তে বেরিয়ে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের সক্রিয় দুই ছাত্রনেতার নেতৃত্বে এই নতুন সংগঠনের যাত্রা শুরুর সিদ্ধান্ত হয়েছে। এনসিপি আত্মপ্রকাশের আগে ব্যাপকভাবে আলোচনায় থাকা ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের নেতৃত্বেই হচ্ছে নতুন সংগঠন। বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কমিটি না থাকলেও এরা দুজনই ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। এ নিয়ে মঙ্গলবার সঙ্গে আলাপ হয় সাবেক দুই শিবির নেতা আলী আহসান জুনায়েদ

ও রাফে সালমান রিফাতের সঙ্গে। এর মধ্যে জুনায়েদ বলেছেন, ‘দু-একদিনের মধ্যেই নতুন সংগঠনের নাম ঘোষণা হতে পারে। শুরুতে ৭০ থেকে ৮০ জন নিয়ে ঘোষিত হবে সংগঠনটি। সংগঠনের মুখ্য কাজ থাকবে জুলাই গণ-অভ্যুত্থান ধারণ, অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের সর্বোচ্চ সেবাপ্রদানসহ একটি আদর্শ-বৈষম্যহীন দেশ গড়ার। আমাদের প্ল্যাটফর্মে আসতে অনেকেই যোগাযোগ করছেন, এনসিপি থেকেও আসতে পারে। আমরা ওপেন। আসলে যথাযথ মর্যাদায় গ্রহণ করা হবে।’ জুনায়েদ বলেন, ‘আমরা একটি মেসেজ পৌঁছাতে চাই, জুলাইকে কেন্দ্র করে দেশের মানুষের মধ্যে যে আশা-ভরসা, চাওয়া-পাওয়ার তৈরি হয়েছে-আমরা সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। সেগুলো ইঞ্চি ইঞ্চি বাস্তবায়নে ভূমিকা রাখতে চাই। জুলাইয়ের শতভাগ চেনতাকে ধারণ করে বাংলাদেশের রাজনীতিতে ‘প্রেশার গ্রুপ’

হিসাবে কাজ করবে আমাদের নতুন সংগঠন। আমজনতার পাশাপাশি নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষের সঙ্গে সরকারি-বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীদেরও সংগঠনটিতে যুক্ত করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় কথা হয় এনসিপির সিনিয়র আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সঙ্গে। তিনি বলেন, যে কোনো নতুন রাজনৈতিক দল কিংবা সংগঠন-যদি জুলাই চেতনা ধারণ করে কার্যক্রম চালায়-আমরা শুভকামনা জানাব। আমরা তো একই ধারায় রাজপথে থেকে, জীবনের মায়া ত্যাগ করে জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ছিলাম। জুলাই চেতনায় আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে, সংগঠন দাঁড় করাতে যাচ্ছে, এটা নিশ্চয় ভালো। তরুণরা নেতৃত্ব দেবে। ইতোমধ্যে যেসব রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম হয়েছে, আমাদের শুভকামনা রয়েছে। সবার প্রতিই আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। আমরা সবাই মিলে লড়াইটা সামনে নিয়ে যেতে

চাই। তারা যেহেতু প্রেশার গ্রুপ হিসাবে একটি প্ল্যাটফর্ম দাঁড় করাতে যাচ্ছে, সেটি নিশ্চয় আমাদেরসহ সবার জন্য মঙ্গল হবে। তারা তাদের মতো করে কথা বলবে, পরামর্শ দেবে। আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিশ্চয় ভালো পরামর্শ নেব-গ্রহণ করব। এনসিপিতে নেই-বলেই কি আপনারা নতুন দল করছেন, এমন প্রশ্নের উত্তরে আলী আহসান জুনায়েদ বলেন, ‘নিশ্চয়ই না। এনসিপির প্রতি শুভকামনা আছে, কিন্তু তারা জুলাই অভ্যুত্থান কতটুকু ধারণ করছে-করতে পারবে। শহিদদের মর্যাদা রক্ষা, শহিদ পরিবার, আহতদের পুনর্বাসন, আহতদের চিকিৎসা সবচেয়ে জরুরি। এসবের অনেক কিছুই এখনও বাকি। গণহত্যার বিচার নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এ বিচার নিয়ে আমরা আরও তৎপরতা চাই। আরও দ্রুত হোক বিচারকার্য। তাছাড়া তথ্য-উপাত্ত

সংগ্রহ থেকে শুরু করে পুলিশের বিষয়গুলো স্পষ্ট নয়। জুনায়েদ আরও বলেন, ‘শ্রমিক-দিনমজুর থেকে শুরু করে সব শ্রেণির মানুষ গণ-অভ্যুত্থানে অংশ নেন। জীবন দিয়েছেন, গুরুতর আহত হয়েছেন। শ্রমিক-দিনমজুর ভাই-বোনদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করব। তাছাড়া ফ্যাসিবাদী সব ধরনের কার্যক্রম চিরতরের জন্য বন্ধ করতে চাই। এখনও সমাজ, রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলোর মধ্যে শুধু ফ্যাসিস্ট কায়েম করার জন্য রাজনৈতিক ‘ট্যাগ’ দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করা হচ্ছে। জুনায়েদ বলেন, এনসিপিতে না যাওয়ার পেছনে অনেকগুলো কারণও আছে। এনসিপিতে কি জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করা সব নেতা-সমন্বয়ক যথাযথভাবে পদ-পদবি পেয়েছে। তারা কি সবাইকে মূল্যায়ন করতে পেরেছে, নিশ্চয়ই না। এ দলে ক্ষোভ-হিংসা রয়েছে। আমরা চাই এনসিপি ভালো করুক। বিলুপ্ত জাতীয় নাগরিক

কমিটির যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দল কিংবা বিশেষ কিছু সমন্বয়কের নয়। সব শ্রেণির মানুষের অংশগ্রহণেই এ বিজয়। এ বিজয়ের প্রত্যাশা বাস্তবায়ন করতেই আমরা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করছি। এটি হবে একটি পলিটিক্যাল প্রেশার গ্রুপ। জুলাইয়ের ঐক্য-চেতনাকে ধারণ করে আমরা এগোচ্ছি। আমরা সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করব।’ জাতীয় নাগরিক কমিটির মতো আসন্ন প্ল্যাটফর্ম থেকেও নতুন কোনো রাজনৈতিক দল গঠনের সুযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে রিফাত বলেন, আমরা এখন একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে ‘প্রেশার গ্রুপ’ হিসাবে কাজ করব। প্রয়োজনে রাজনৈতিক দলও গঠন হতে পারে, হলে সবই ঐক্যের মাধ্যমে হবে। রিফাত বলেন, আমাদের লড়াই

বৈষম্য আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। আমরা বলতে চাই, আমাদের প্ল্যাটফর্মটি সাবেক শিবিরের প্ল্যাটফর্ম হবে না। জুলাই অংশীজনদের প্ল্যাটফর্ম হবে। আমরা সুস্থধারার রাজনৈতিক চর্চা দেখতে চাই। পুরোপুরিভাবে ফ্যাসিবাদী অবস্থার নির্মূল চাই। আসলে আমাদের প্ল্যাটফর্ম থেকে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রেখে এগিয়ে যাওয়া হবে। যারা এখনো কোনো প্ল্যাটফর্মে যুক্ত হননি কিন্তু জুলাই নিয়ে কাজ করতে চান-এরাও যুক্ত হবেন নতুন এ প্ল্যাটফর্মে। একই সঙ্গে এখনো যারা বিভিন্ন প্ল্যাটফর্মে যাননি তারাও যুক্ত হবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাওয়া ভবনের চাঁদাবাজির টাকা ফেরত চায়, চাঁদাবাজকে এসএসএফ প্রটোকল কেন? প্রশ্নের মুখে তারেক রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কামরুল হাসান রিপন: ‘মব’ হামলায় রক্তাক্ত পরিবারের সামনেই পৈশাচিক নির্যাতন চালিয়ে পুলিশের কাছে সোপর্দ স্বাধীনতার শত্রুদের প্রতি এক বাঙালি নারীর বজ্রকণ্ঠী হুঙ্কার: ‘চোখ উপড়ে পাকিস্তানে পাঠাবো!’ জুলাই ষড়যন্ত্রের অভিশাপ: ধসে পড়ছে দেশের অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্টস শিল্প গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের রামু সদরদপ্তরে মার্কিন অটিজম বিশেষজ্ঞদের ‘রহস্যজনক’ সফর মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইলে এখনও ক্ষমতায় থাকতেন: সজীব ওয়াজেদ জয় ঢাকায় ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান: সেনাবাহিনীতে ‘ইসলামীকরণ’ ও আইন লঙ্ঘন নিয়ে বিতর্ক নয়াদিল্লিতে আ.লীগ নেতাদের সংবাদ সম্মেলন: কর্মীদের উচ্ছ্বাস, আন্তর্জাতিক প্রচার জোরদারের নির্দেশ শেখ হাসিনার হাইকোর্টের রুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গ্রামীণফোনকে ৬ হাজার কোটি টাকার তরঙ্গ দেয়ার নজিরবিহীন তোড়জোড়! ড: ইউনুস রাষ্ট্রকে ভিক্ষার পণ্যে পরিণত করা এক আন্তর্জাতিক দালাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের নীল নকশার প্রতিবাদে ও ইউনুস সরকারের পদত্যাগ দাবিতে ২০১ প্রকৌশলীর বিবৃতি বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি