জাবিতে নতুন ভবনের স্থান নির্বাচন নিয়ে বিতর্ক, যা জানালো কর্তৃপক্ষ – ইউ এস বাংলা নিউজ




জাবিতে নতুন ভবনের স্থান নির্বাচন নিয়ে বিতর্ক, যা জানালো কর্তৃপক্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ৯:৪৮ 60 ভিউ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের স্থান নির্বাচন নিয়ে শিক্ষার্থী ও অ্যালামনাইদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে উদ্বেগ প্রকাশ করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, নির্বাচিত স্থানটি পরিবেশগত দিক থেকে সবচেয়ে কম ক্ষতিকর বিবেচনায় নির্ধারণ করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণের জন্য পূর্বনির্ধারিত স্থান বাতিল করে টেকনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি (টিএমসি) পুনর্গঠন করা হয়। কমিটি সরেজমিনে তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন করে— গণিত ও পরিসংখ্যান ভবনের পার্শ্ববর্তী এলাকা, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উত্তর পাশ এবং পদার্থবিজ্ঞান ভবনের পশ্চিম পাশে লেকচার থিয়েটার

দক্ষিণ উইং সংলগ্ন এলাকা। পরিবেশ ও জীববৈচিত্র্য সংক্রান্ত জরিপ এবং বায়োডাইভার্সিটি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, পদার্থবিজ্ঞান ভবনের পশ্চিম পাশের স্থানটি তুলনামূলকভাবে কম পরিবেশগত ক্ষতির কারণ হবে। জরিপ অনুযায়ী, ওই এলাকার প্রজাতির বৈচিত্র্য সূচক (পিএসডিআই) অন্য দুই বিকল্পের তুলনায় কম। প্রশাসনের ভাষ্য মতে, নতুন ভবন নির্মাণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রশাসন আশ্বস্ত করেছে, প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশোধিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলমান রয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে ৪ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৩শ’ টাকার প্রাক্কলিত বাজেটের জন্য আবেদন

করা হয়েছে এবং কমিশন অর্থ বরাদ্দের বিষয়ে আশ্বাস দিয়েছে। তবে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে বরাদ্দ বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে বলেও উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, মাস্টারপ্ল্যান কমিটির চারজন সদস্য টিএমসি-র সঙ্গে যুক্ত থাকায়, ভবন স্থাপনায় পরিবেশ সংরক্ষণের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়েছে। প্রশাসন স্পষ্ট করেছে, ভবন নির্মাণের সিদ্ধান্ত যৌথভাবে গৃহীত হয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো কোনো বিকল্প প্রস্তাব এলে সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমির হামজা হচ্ছে সেরা বেয়াদব, বললেন তাহেরী ব্যস্ততার কারণে জামায়াতের নেতাকর্মীদের চাঁদাবাজির খোঁজ নিতে পারছেন না আমির শফিকুর জামায়াত-শিবিরের খুনি চক্র বেকসুর খালাস: রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার রায়ে ক্ষোভ ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনার দাবি তাজুলের ইতালিতে ড. ইউনূসের অপ্রয়োজনীয় সফর: বিশ্ব খাদ্য ফোরামে অংশগ্রহণ নিয়ে সমালোচনার ঝড় পাকিস্তানের বিমান হামলার জবাব দিলো আফগানিস্থান: ১৫ পাকি সেনা হত্যা হিউম্যান রাইটস ওয়াচ এবং বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের যৌথ প্রযোজনায় মানবাধিকার লংঘন সন্ত্রাসী গোষ্ঠী আরসা এবং আরএসওকে মদদ দিচ্ছে বিজিবি: বাংলাদেশের বিরুদ্ধে আরাকান আর্মির হুঁশিয়ারি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বনাম অংশগ্রহণমূলক নির্বাচন: পার্থক্য কী? যাচ্ছে না থামানো অর্থনীতির ধস: রপ্তানি আয়ে টানা পতন, দিশেহারা খাত সংশ্লিষ্টরা ভারতীয় ট্রাক ঢোকার পরে একশো’র নিচে নামলো ৫০০ টাকার কাঁচামরিচ আবারও পশ্চিমবঙ্গে মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ চিরনিদ্রায় শায়িত হলেন সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীতে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ‘ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে’ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার আগেই ফাঁস! তদন্তে কর্মকর্তারা সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ মেক্সিকোতে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ২৮, নিখোঁজ অনেকে ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪১৩